চা বিক্রেতার ‘জীবনসঙ্গী ( Lifepartner ) চাই’ বিজ্ঞাপন দেখে ইংল্যান্ড-অস্ট্রেলিয়া থেকেও ফোন

চা বিক্রেতার ‘জীবনসঙ্গী ( Lifepartner ) চাই’ বিজ্ঞাপন দেখে ইংল্যান্ড-অস্ট্রেলিয়া থেকেও ফোন

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram
Lifepartner

 

চা বিক্রেতার ‘জীবনসঙ্গী ( Lifepartner ) চাই’ বিজ্ঞাপন দেখে ইংল্যান্ড-অস্ট্রেলিয়া  থেকেও ফোন
ছবি সংগ্রহে সাইন টিভি

 

পাত্র-পাত্রী ( Lifepartner ) চাই। এমন বিজ্ঞাপন খবরের কাগজে ও বৈবাহিক সাইটে প্রতিদিনই দেখা যায়। কিন্তু কেরালার ত্রিচূরের ভাল্লাচিরার বাসিন্দা এন এন উন্নিকৃষ্ণণ (৩৩) বিয়ের ব্যাপারে ‘আত্মনির্ভর’। তাঁর প্রেমিকা নেই। কিন্তু বিয়ের জন্য অন্য কিছু করেননি।

 

নিজের দোকানেই ‘ভাল পাত্রী ( Lifepartner ) চাই’ লেখা একটি সাইনবোর্ড ঝুলিয়ে দিয়েছেন!   তিনি জীবনসঙ্গীনির খোঁজে রয়েছেন। আর সেজন্য কোনও বিশেষ ‘ক্রাইটেরিয়া’ উন্নিকৃষ্ণণের নেই। জাত-পাত বা ধর্ম কোনও কিছুই সমস্যা নয় তার কাছে। শুধু ভালো একজন পাত্রী চান তিনি।

 

এটুকুই চাহিদা কেরালার এই যুবকের। সূত্রের খবর,  উন্নিকৃষ্ণণের দোকানের এই ছবি ( Lifepartner ) তাঁর এক বন্ধু সোশ্যাল মিডিয়ায় পোস্ট করতেই তা মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে যায়।

 

আর ও   পড়ুন  পরীমনি হাতের তালুতে লেখার রহস্য ( Mystery ) উন্মোচন করলেন

 

এমনকি তাঁর কাছে অস্ট্রেলিয়া, ইংল্যান্ড থেকেও বিয়ের জন্য ফোন কল আসছে।  সোশ্যাল মিডিয়ার যুগে কোনও কিছুই প্রচার করতে খুব বেশি সময় লাগে না।

 

উন্নিকৃষ্ণণ নিজের দোকানেই সাইনবোর্ডটি লাগিয়েছিলেন। তাতেই কাজ হয়েছে যথেষ্ট। এখন পাত্রীপক্ষের ফোন কলের অভাব নেই। শুধু একজনকে বাছাই করাই উন্নিকৃষ্ণণের কাজ।

 

সূত্রের খবর অনুযায়ী, এর আগে শ্রমিকের কাজ করতেন উন্নিকৃষ্ণণ। কিন্তু মাথায় টিউমারের অস্ত্রোপচারের পর আর সেই কাজ চালিয়ে যেতে পারেননি। বাড়ির সামনেই একটি চায়ের দোকান দিয়েছেন তিনি। সেখানে লটারির টিকিটও বিক্রি করেন। এখন একজন ভালো জীবন সঙ্গীনির খোঁজে উন্নিকৃষ্ণণ।  পরিবার এবং বন্ধুবান্ধবরা মিলে অনেক পাত্রী খোঁজার চেষ্টা করেও কোনও লাভ হয়নি।

 

অবশেষে নিজের দোকানের এই সাইনবোর্ড লাগিয়ে সাড়া পেলেন ৩৩ বছরের কেরালার যুবক। তিনি জানান, বিদেশ থেকেও অনেক মালয়লি মেয়েদের পরিবারের কাছ থেকে তিনি ফোন কল পেয়েছেন। দোকান চালানোর পাশাপাশি এখন প্রতিদিন প্রচুর ফোন কলও ধরতে হচ্ছে তাঁকে।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top