শান্তিপুরে ( Shantipur ) ভ্যাকসিনের কুপন পেতে দৌড় প্রতিযোগিতা

শান্তিপুরে ( Shantipur ) ভ্যাকসিনের কুপন পেতে দৌড় প্রতিযোগিতা

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram
Shantipur
শান্তিপুরে ( Shantipur ) ভ্যাকসিনের কুপন পেতে দৌড় প্রতিযোগিতা
ছবি সংগ্রহে সাইন টিভি

 

গত তিন দিন ধরে প্রত্যহ ( Shantipur )  প্রায় ১৮হাজার ভ্যাকসিনেশনের অভ্যাসজনিত কারণে সকলেরই মনে হয়েছে, আজও চলছে মেগা ভ্যাকসিন! তাই বিনামূল্যে টিকা নিতে ভোর রাত্রি থেকে শান্তিপুর ( Shantipur )  মিউনিসিপ্যাল উচ্চ বিদ্যালয়ের সামনে কাতারে কাতারে লাইনে দাঁড়িয়ে সাধারণ মানুষ! জনসাধারণের জ্ঞাতার্থে নেই কোন পোস্টার, প্রচার‌।

 

অবশেষে সকাল সাতটা নাগাদ স্বাস্থ্যকর্মী এবং পৌর প্রশাসকগণ এসে পৌঁছালে জানানো হয় একমাত্র কুপন যাদের আছে তাদের দেওয়া সম্ভব, অন্যদের ( Shantipur )  যেতে হবে হাসপাতালে। এরপর প্রায় এক কিলোমিটার পথ কেউ পৌঁছালো হেঁটে কেউ বা টোটো বা অন্য কোনো যানবাহন ধরে। রুটিনমাফিক কর্মসূচি ছাড়া বিশেষ কোন টিকা করন হাসপাতালে হচ্ছে না তা জেনে আবারো ফিরে আসতে ( Shantipur )  হলো মিউনিসিপাল উচ্চ বিদ্যালয়ের গেটে।

 

এরপর কুপন দেখিয়ে ঢোকার নিয়ম চালু হতেই ক্ষোভে ফেটে পড়ে ভোররাত থেকে লাইনে দাঁড়ানো জনসাধারণ। তাদের বক্তব্য কাউন্সিলরা ( Shantipur )  মুখ চিনে কুপন দিয়েছে তাদের ওয়ার্ডে, দলীয় কর্মী সমর্থকদের। সাধারণমানুষ কিভাবে কুপন পাবে? তিন দফায় তারা রাস্তা অবরোধ করে। পৌর প্রশাসক রাস্তায় এসে বোঝানোর চেষ্টা করে, তিনি ঘোষণা করেন কুপন ছাড়া মিলবে না ভ্যাকসিন।

 

আর ও  পড়ুন    কংগ্রেসেই ( Congress ) যোগ দিচ্ছেন পিকে, চূড়ান্ত সিদ্ধান্তের পথে সোনিয়া

 

এরপর আধার কার্ড হাতে নিয়ে রাস্তায় যান চলাচল বন্ধ করে বিক্ষোভ দেখাতে শুরু করে তারা। অবশেষে জনসাধারণের দাবি মান্যতা দিয়ে সুকৌশলে, মিউনিসিপাল উচ্চ বিদ্যালয়ের পাশে অবস্থিত লাইব্রেরী মাঠে সকলকে দাঁড়াতে বলা হয়। শারীরিক সমর্থরা আবারো দৌড়ে আগে পৌঁছান, বৃদ্ধ-বৃদ্ধা এবং শারীরিক অসুস্থতা নিয়ে দাঁড়ান লাইনের একবারে শেষে।

 

পুরো প্রশাসক এসে , সকলের উদ্দেশ্যে বলেন ভ্যাকসিন সকলেই পাবে, আমাদের সাথে সহযোগিতা করুন, আজ যারা নাম নথিভুক্ত করালেন, আগামীতে ভ্যাকসিন আসার প্রথম অধিকারী তারাই থাকলেন।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top