
বৃহস্পতিবার সকালে মাত্র ৪০ বছর বয়সে অভিনেতা সিদ্ধার্থ শুক্লার আকস্মিক প্রয়াণ ( Death ) যেন মেনে নিতে পারছে না কেউই।’বিগ বস ১৩’-এর প্রতিযোগী ছিলেন সিদ্ধার্থ শুক্লা। তাঁকে জনপ্রিয়তার শিখরে পৌঁছে দিয়েছিল ‘বিগ বস’। বহু বিতর্কের পর ওই রিয়েলিটি শো-তে বিজয়ীর ট্রফি তাঁর হাতে উঠেছিল।
ঝগড়া করে বেশিরভাগ সময়ই খবরের শিরোনামে এসেছেন তিনি। কিন্তু, মাত্র ৪০ বছর বয়সেই যে তাঁর উড়ান থেমে ( Death ) যাবে এটা কেউই কল্পনা করতে পারেননি। তাঁর মৃত্যুতে শোকপ্রকাশ করেছে বিগ বস হাউস। বিগ বস হাউসের তরফে টুইটারে শোকবার্তা প্রকাশ করা হয়েছে।
তারা জানিয়েছে, “কিছু মানুষ আমাদের জীবনে আসে আর নিজেদের ছাপ ফেলে যায়। আমরা যাকে একবার ভালোবেসে ফেলেছি সেটা কখনও হারিয়ে ( Death ) যেতে পারে না।
আর ও পড়ুন ভারতীয় মুসলিমদের নিয়ে বিস্ফোরক নাসিরুদ্দিন ( Nasiruddin ) শাহ
ভারী হৃদয় ও কান্না ভেজা চোখে আমার বিদায় জানাচ্ছি। তুমি সব সময় আমাদের অংশ ছিলে আর চিরটাকাল থাকবে। সিড তোমাকে খুব মিস করব।”এছাড়াও সোশ্যাল মিডিয়ায় সিদ্ধার্থের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বলিউডের তারকারা। সঙ্গে আক্ষেপ প্রকাশ করলেন সলমন খানও।
তিনি লিখেছেন, ‘অনেক তাড়াতাড়ি চলে গেলে সিদ্ধার্থ’। তাঁর পরিবারকে সমবেদনা জানান অভিনেতা। অক্ষয় কুমার লিখেছেন, তাঁকে আমি ব্যক্তিগতভাবে চিনি না। কিন্তু অকালে একজন অভিনেতার চলে যাওয়া সত্যিই হৃদয় বিদারক। রাজকুমার রাও লিখেছেন, এটা একদম অনৈতিক।
খুব তাড়াতাড়ি চলে গেলে কিন্তু আজীবন হৃদয়ে থাকবে। তোমার আত্মার শান্তি কামনা করি ভাই। বরুণ ধাওয়ানের সঙ্গে হাম্পটি শর্মা কি দুলহানিয়া ছবিতে একসঙ্গে অভিনয় করেছেন সিদ্ধার্থ। টুইটারে তাঁকে ভাই সম্বোধন করে আত্মার শান্তি কামনা করেছেন বরুণ। এছাড়াও তাঁর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন অজয় দেবগণ, নেহা ধুপিয়া, পরিণীতি চোপড়া সহ আরও অনেকে।
বুধবার রাতে ওষুধ খেয়ে শুয়েছিলেন সিদ্ধার্থ। কিন্তু, আজ সকালে আর ঘুম থেকে ওঠেননি তিনি। অবশেষে তাঁকে মুম্বইয়ের কুপার হাসপাতালে নিয়ে যাওয়া হয়। নিয়ে যাওয়ার পরই সেখানে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। চিকিৎসারও সুযোগ দেননি অভিনেতা। ওই হাসপাতালেই তাঁর ময়নাতদন্ত করা হবে।
পরিবারের তরফে মুম্বই পুলিশকে জানানো হয়েছে, সিদ্ধার্থের কোনওরকম মানসিক চাপ ছিল না। তাই অভিনেতার মৃত্যুকে কেন্দ্র করে কোনওরকম গুজব ছড়াক তা তাঁরা কোনওভাবেই চান না। তবে যে অভিনেতার বেশিরভাগ সময়ই কাটত জিমে, যিনি স্বাস্থ্যের প্রতি এতটা সচেতন ছিলেন তাঁর পরিণতি কীভাবে এটা হতে পারে তা ভেবেই পাচ্ছেন না প্রিয়জন থেকে অনুরাগী সবাই।