Deprecated: version_compare(): Passing null to parameter #2 ($version2) of type string is deprecated in /home/u517603494/domains/shinetv.in/public_html/wp-content/plugins/elementor/core/experiments/manager.php on line 170
Brazil lost to Chile in the World Cup Football qualifiers

বিশ্বকাপ বাছাই পর্বে চিলিকে হারাল ব্রাজিল ( Brazil )

বিশ্বকাপ বাছাই পর্বে চিলিকে হারাল ব্রাজিল ( Brazil )

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram
Brazil
বিশ্বকাপ বাছাই পর্বে চিলিকে হারাল ব্রাজিল ( Brazil )
ছবি সংগ্রহে সাইন টিভি

 

বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচে চিলিকে হারাল ব্রাজিল ( Brazil )। আজ শুক্রবার চিলির মাঠে তারা জিতেছে ১-০ গোলে।   লাতিন আমেরিকা অঞ্চলের বিশ্বকাপ বাছাই পর্বে ব্রাজিলের জয়রথ ছুটে চলেছে। আসরে এটি তাদের টানা সপ্তম জয়। তাই ৭ ম্যাচে ২১ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে তারা। আর আর্জেন্টিনা সমান ম্যাচ খেলে ১৫ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে।   গত জুলাইয়ে কোপা আমেরিকা কাপ জিতে বেশ ভালো অবস্থানে আর্জেন্টিনা। এই ম্যাচে তার প্রতিফলন দেখা গেছে।

 

এদিন চিলির মাঠে ব্রাজিলকে ( Brazil )জয় পেতে বেশ ঘামঝরাতে হয়েছে। শক্ত প্রতিপক্ষের বিপক্ষে একমাত্র গোলটি করেন এভারটন রিবেইরো।  ৬৪তম মিনিটে এগিয়ে যায় ব্রাজিল ( Brazil ) । নেইমারের শট গোলরক্ষক ব্রাভো ফিরিয়ে দেওয়ার পর ফিরতি শটে জালে জড়ান রিবেইরো।  দিনের আরেক ম্যাচে ১৪ বছর পর ভেনেজুয়েলার মাটি থেকে সাফল্য পেয়েছে আর্জেন্টিনা। দেশটির মাটি থেকে আর্জেন্টিনা সর্বশেষ জয় নিয়ে ফিরেছিল ২০০৭ সালে।

 

আর ও  পড়ুন      আজ ঘোষণা হতে পারে তালেবানের পূর্ণাঙ্গ মন্ত্রিসভা ( Cabinet )

 

এর পর এবার সাফল্য পেল তারা।   আজ ৩-১ গোলে জিতেছে আর্জেন্টিনা। সাবেক বিশ্বচ্যাম্পিয়নদের জয়ের নায়ক লাউতারো মার্টিনেজ, জোয়াকুইন কোরেয়া ও অ্যাঞ্জেল কোরেয়া।  ম্যাচের প্রথমার্ধের ইনজুরি সময়ে আর্জেন্টিনার পক্ষে প্রথম গোল করেন লাউতারো মার্টিনেস। ডি মারিয়ার বাড়ানো বল ধরে অফসাইডের ফাক গলে বেরিয়ে চমৎকার প্লেসিং শটে লক্ষ্যভেদ করেন তিনি।

 

 

দ্বিতীয় গোলের দেখা  পেতে আর্জেন্টিনাকে বেশ কিছুক্ষণ অপেক্ষা করতে হয়। ৭১ মিনিটে লিওনেল মেসি ও মার্টিনেসের পা ঘুরে বল পেয়ে জোয়াকুইন চমৎকার শটে বল জালে জড়ান।    তিন মিনিট পর তৃতীয় গোল পায় আর্জেন্টিনা। বেশ কয়েকজনের পা ঘুরে বল  আলতো টোকায় গোল করেন অ্যাঞ্জেল কোরেয়া।  ম্যাচের ইনজুরি সময়ে পেনাল্টি থেকে একটি গোল শোধ করেন সতেলদো। তিনি নিজেই বক্সে ফাউলের শিকার হলে ভেনেজুয়েলাকে পেনাল্টি দেন রেফারি।

 

 

এর আগে মেসিকে বিপজ্জনক ফাউল করে বসেন লুইস মার্টিনেস। রেফারি প্রথমে হলুদ কার্ড দেখালেও পরে ভিএআরের সাহায্যে দেন লাল কার্ড।    দক্ষিণ আমেরিকা অঞ্চলের বাছাইপর্বের খেলায় আর্জেন্টিনা আধিপত্য দেখিয়ে জিতেছে। ভেনেজুয়েলা বেশ কয়েকটি সুযোগ পেয়েছিল, কিন্তু কাজে লাগাতে পারেনি। শেষ পর্যন্ত হেরেই  মাঠ ছাড়তে হয় তাদের।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top