আজ থেকে টানা ৬ দিনের জন্য বন্ধ থাকছে তারাপীঠের ( Tarapith ) মন্দির

আজ থেকে টানা ৬ দিনের জন্য বন্ধ থাকছে তারাপীঠের ( Tarapith ) মন্দির

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram
Tarapith
আজ থেকে টানা ৬ দিনের জন্য বন্ধ থাকছে তারাপীঠের ( Tarapith ) মন্দির
ছবি সংগ্রহে সাইন টিভি

 

কৌশিকী অমাবস্যায় ( Tarapith ) করোনা সংক্রমনের আশঙ্কা থেকেই আজ থেকে টানা ৬ দিনের জন্য বন্ধ থাকছে তারাপীঠের মন্দির। তারাপীঠ মন্দির সুত্রে জানা গিয়েছে,  আগামী ৮ সেপ্টেম্বর পর্যন্ত বন্ধ রাখা হচ্ছে মন্দির। তবে মা তারার নিত্য পুজোতে কোথাও কোনও খামতি থাকছে না বলেই জানিয়েছেন সেবাইতরা।

 

উল্লেখ্য,   গত ১৭ আগস্ট বীরভূম জেলা প্রশাসন ও তারাপীঠ ( Tarapith ) মন্দির কমিটির এক বৈঠকে  এই  সিদ্ধান্ত নেওয়া হয় যে গত বছরের মতো এ বছরও কৌশিকী অমাবস্যায় বন্ধ থাকবে তারাপীঠের মন্দির। সেই মতোই আজ  শুক্রবার থেকে টানা ৬ দিনের জন্য বন্ধ হয়ে গেল তারাপীঠ মন্দির। করোনার দ্বিতীয় ঢেউ বর্তমানে শিথিল হলেও সামনে করোনার তৃতীয় ঢেউ।  এরকম অবস্থায় আগামী ৭ সেপ্টেম্বর রয়েছে কৌশিকী অমাবস্যা।

 

আর ও পড়ুন  তোর্সা ( Torsa ) নদী ভাঙ্গনে আতঙ্কে কালপানি গ্রামের মানুষ

 

প্রতিবছর এই কৌশিকী অমাবস্যা উপলক্ষ্যে তারাপীঠে ( Tarapith ) লক্ষ লক্ষ ভক্তের সমাগম হয়। তবে বর্তমান পরিস্থিতিতে লাগামছাড়া ভাবে ভক্তদের এমন সমাগমে করোনা সংক্রমণের আশঙ্কা থেকেই যায়। সেই কারণেই গত বছরের মতোই এই বছরও মন্দির বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

 

তবে মন্দির সুত্রে জানা গিয়েছে, মন্দির  বন্ধ থাকলেও নিত্য পুজো এবং রীতিনীতি মেনে অন্যান্য পূজার্চনা চলবে বলে জানিয়েছেন তারাপীঠ মন্দির কমিটির সভাপতি তারাময় মুখোপাধ্যায়। তিনি আর‌ও জানান, কৌশিকী অমাবস্যার পূণ্য তিথিতে বাড়ি থেকে যদি কোন ভক্ত পুরোহিত বা সেবায়তের মাধ্যমে মায়ের পুজো দিতে চান তা দিতে পারবেন। ওই পুরোহিত ভক্তের কাছে প্রসাদ এবং অন্যান্য সামগ্রী পৌঁছে দেওয়ার বন্দোবস্ত করবেন।তবে এই কয়েকটা দিন সংক্রমণের কথা মাথায় রেখে সর্বসাধারণের জন্য সম্পূর্ণ বন্ধ থাকছে মন্দির।

 

 

পাশাপাশি কৌশিকী অমাবস্যায় যাতে বিহার এবং ঝাড়খন্ড থেকে ভক্তরা অযথা যেন ভিড় না জমান তার জন্য পশ্চিমবঙ্গ ও ঝাড়খন্ড পুলিশের মধ্যে বৈঠক হয়। দুই রাজ্যের সীমান্তবর্তী জায়গাগুলিতে নাকা চেকিং শুরু হয়েছে।

 

গত ১৭ আগস্ট বীরভূম জেলা প্রশাসন ও তারাপীঠ মন্দির কমিটির এক বৈঠকে  এই  সিদ্ধান্ত নেওয়া হয় যে গত বছরের মতো এ বছরও কৌশিকী অমাবস্যায় বন্ধ থাকবে তারাপীঠের মন্দির। সেই মতোই আজ  শুক্রবার থেকে টানা ৬ দিনের জন্য বন্ধ হয়ে গেল তারাপীঠ মন্দির। করোনার দ্বিতীয় ঢেউ বর্তমানে শিথিল হলেও সামনে করোনার তৃতীয় ঢেউ।  এরকম অবস্থায় আগামী ৭ সেপ্টেম্বর রয়েছে কৌশিকী অমাবস্যা।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top