পুরুলিয়ার এক ব্যাক্তির বাড়ি থেকে ময়ুর ( Peacock ) উদ্ধার

পুরুলিয়ার এক ব্যাক্তির বাড়ি থেকে ময়ুর ( Peacock ) উদ্ধার

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram
Peacock
পুরুলিয়ার এক ব্যাক্তির বাড়ি থেকে ময়ুর ( Peacock )  উদ্ধার
ছবি সংগ্রহে সাইন টিভি

 

এক ব্যাক্তির বাড়ি থেকে একটি ময়ুর ( Peacock ) উদ্ধার করলো বনদতর। রবিবার সকালে ময়ুরটিকে উদ্ধার করে পুরুলিয়ার বান্দোয়ান ১ বনাঞ্চলে নিয়ে আসা হয়। সেখানে প্রাথমিক চিকিৎসার পর দফতরের অফিস চত্বরে পর্যবেক্ষনের জন্য ছেড়ে রাখা হয় ময়ুরটিকে। ময়ুরটির শরীরে কোথাও কোন আঘাতের চিহ্ন নেই বলে জানিয়েছেন বনদফতর।

 

স্থানীয় ও বনদফতর সুত্রে জানাগিয়েছে, চিলা থেকে সুপুডি যাওয়ার রাস্তার পাশেই বাড়ী চিলা গ্রামের বাসিন্দা নির্মল মাহাতো ও নিরোদ মাহাতোর । বাড়ীর চারপাশে নানা গাছ পালা রয়েছে। এদিন সকালে বাড়ীর পিছন দিকের একটি ঘরে চুপচাপ বসে রয়েছে ময়ুরটি ( Peacock )।

 

বাড়ীর ভিতরে দেখতে পেয়ে ডাকাডাকি শুরু করে  পরিবারের অন্যান্য সদস্যরা। এরপরেই বনদফতরের সাথে যোগাযোগ করেন তারা। ঘটনাস্থলে বনদফতরের কর্মীরা পৌছালে তাদের হাতে তুলে দেওয়া হয় ময়ুরটিকে ( Peacock ) । নির্মল বাবু বলেন, “ঘরের পিছন দিকের একটি দরজা খোলা থাকে।

 

আর ও  পড়ুন    হট গোলাপী পোশাক ভক্তদের মন জয় করলেন নিকি তাম্বোলি ( Tamboli )

 

একটি ঘরে বাবা শুয়ে ছিলেন। ঘরে ঢোকার সময়ে মায়ের নজরে আসে ময়ুরটি। একটি কোনায় চুপ চাপ বসে রয়েছে। এরপরেই  ডাকডাকি শুরু করে দেয় মা। তখন গিয়ে দেখি ময়ুরটি বসে রয়েছে। বনদফতরের সাথে যোগাযোগ করে বনদফতরের কর্মীদের হাতে তুলে দিলাম। “ এই কাজে বনদফতরের কাছে প্রশংসাও কুড়িয়েছেন তারা।

 

বনদপ্তর সুত্রে জানাগিয়েছে, ময়ুরটির বয়স এক থেকে দেড় বছর। বন্য প্রানী সংরক্ষনে ময়ূর এক নম্বর শ্রেনীতে রয়েছে। বান্দোয়ানের ঘন জঙ্গল এলাকায় মাঝে মাঝেই ময়ুর দেখা যায়। এমনকি বান্দোয়ান বনাঞ্চলের জঙ্গলে প্রচুর ময়ুর রয়েছে।খাবারের সন্ধানেই কোন ভাবে লোকালয়ে চলে হয়তো কোন ভাবে ঘরের মধ্যেই ঢূকে পড়ে বলে বনদফতরের প্রাথমিক অনুমান।

 

বান্দোয়ান ১ বনাঞ্চলের আধিকারিক বিনয় মাহাতো বলেন,” বান্দোয়ানের জঙ্গল এলাকায় ময়ুরের সংখ্যা বেড়েছে। মাঝে মাঝে জঙ্গলে দেখতে পাওয়া যায়।বিকেলের দিকে তাদের ডাকও শুনতে পাওয়া যায়।কোন ভাবে জঙ্গল থেকেও খাবার সন্ধানেও চলে এসে থাকতে পারে ময়ুরটি।

 

তিনি আরো বলেন, পর্যবেক্ষনের জন্য দফতরের কার্যলয়ে রাখা হয়েছে ময়ুরটিকে। পরে সেটিকে ঘন জঙ্গলে ছেড়ে দেওয়া হবে।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top