Deprecated: version_compare(): Passing null to parameter #2 ($version2) of type string is deprecated in /home/u517603494/domains/shinetv.in/public_html/wp-content/plugins/elementor/core/experiments/manager.php on line 170
Night NJP platform and overbridge occupied by drug addicts

মাদকাসক্তদের দখলে রাতের এনজেপি প্লাটফর্ম ও ওভারব্রিজ ( overbridge ) 

মাদকাসক্তদের দখলে রাতের এনজেপি প্লাটফর্ম ও ওভারব্রিজ ( overbridge ) 

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram
overbridge
মাদকাসক্তদের দখলে রাতের এনজেপি প্লাটফর্ম ও ওভারব্রিজ ( overbridge ) 
ছবি সংগ্রহে সাইন টিভি

 

এনজেপি স্টেশন থেকে আলিপুদুয়ার পর্যন্ত ট্রেন এ যাত্রী নিরাপত্তার জন্য রয়েছে সিসিটিভি ( overbridge )  ক্যামেরা। কিন্তু রাত 8 টার পর এনজেপি স্টেশনের ছবি দেখে রীতিমতো ভীত ও স্তম্ভিত ট্যুরিস্ট স্পেশাল ট্রেনের যাত্রীরা।

 

কারণ ইদানিং রাতের এনজেপি স্টেশন ( overbridge )  একপ্রকার মাদকাসক্ত কিশোর ও যুবকদের দখলে থাকে বলে অভিযোগ। এনজেপির মতো একটি গুরুত্বপূর্ণ স্টেশনের সম্পর্কে এধরনের অভিযোগ যাত্রীরা তো বটেই, খোদ রেলকর্মীর মুখেও শোনা গেল।

 

এ সম্পর্কে জিআরপির স্টেশন ম্যানেজার সুরেন্দ্র কুমার জানান, স্টেশন চত্ত্বরে ও ট্রেনে আরপিএফ ও জিআরপি জওয়ানরা তৎপতার সঙ্গে ডিউটি ( overbridge )  করছেন। যাত্রী সুরক্ষায় এতবড় খামতির অভিযোগের বিষয়ে এছাড়া আর কোনো সদুত্তর তিনি দিতে পারেননি।

 

আর ও   পড়ুন    কোভিড বিধি নীরবে কেঁদে ফিরছে সোনাগাছিতে ( Sonagachi ) !

 

 

নাম না দেওয়ার শর্তে রেলের এক কর্মচারী জানিয়েছেন, করোনার বিধি নিষেধের কারণে ট্রেনের সংখ্যা কম হওয়ায় এনজেপি স্টেশনে এখন ভিড় কম থাকে। এই সুযোগে মাদকাসক্ত ভবঘুরে কিশোর ও যুবকের কয়েকটি দল স্টেশনের প্লাটফর্ম ও ওভারব্রিজ সর্বত্র দখল করে নেয় সন্ধের পর থেকে। চলতে থাকে ডেনড্রাইট সহ অন্যান্য নেশাপান।

 

এনিয়ে যাত্রীদের মধ্যে আতঙ্ক রয়েছে। এর আগেও এনজেপি স্টেশনে যাত্রী নিরাপত্তা নিয়ে বিভিন্ন সময়ে প্রশ্ন উঠেছে বিভিন্ন মহলে। ওভারব্রিজে যাত্রীদের ব্যাগ স্ক্যানার মেশিনটি খারাপ হয়ে পরে রয়েছে কয়েক বছর ধরে।

 

এ ব্যাপারে অনেকবার বিভিন্ন সংবাদ মাধ্যমে খবর করা হলেও আধিকারিকদের কোনও হেলদোল দেখা যায়নি। উল্ল্যেখ্য উত্তরপূর্ব ভারতের সঙ্গে যোগাযোগের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ এনজেপি স্টেশনে প্রতিদিন দেশ বিদেশ থেকে হাজারো ব্যবসায়ী, সাধারণ যাত্রী ও পর্যটকরা যাতায়াত করে থাকেন। কিন্তু স্টেশন চত্ত্বরে নিরাপত্তা ব্যবস্থা এমন ঢিলেঢালা থাকায় আতঙ্কে রয়েছেন যাত্রীরা।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top