কৌশিকী ( Kaushiki ) অমাবস্যায় ভক্তশূণ্য তারাপীঠ, অনলাইনে চলেছে পুজো

কৌশিকী ( Kaushiki ) অমাবস্যায় ভক্তশূণ্য তারাপীঠ, অনলাইনে চলেছে পুজো

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram
Kaushiki
কৌশিকী ( Kaushiki ) অমাবস্যায় ভক্তশূণ্য তারাপীঠ, অনলাইনে চলেছে পুজো
ছবি সংগ্রহে সাইন টিভি

 

কৌশিকী ( Kaushiki )  অমাবস্যায় আজ ভক্তহীন তারাপীঠ। করোনার কারণে অনলাইনে তারা মায়ের পুজো হচ্ছে। করোনার  কারণে ও সম্ভাব্য তৃতীয় ঢেউকে খেয়াল রেখে কৌশিকী অমাবস‍্যায় সম্পূর্ণ বন্ধ রাখা হয়েছে তারাপীঠ মন্দির। তবে বিধি মেনে মায়ের পুজো চলছে।

তারাপীঠ রামপুরহাট উন্নয়ন পর্ষদ, জেলা প্রশাসন, তারাপীঠ মন্দির সেবায়েত কমিটি, শ্মশান রক্ষা কমিটি, হোটেল লজ ওনার্স অ্যাসোসিয়েশন ও সমস্ত গণ পরিবহন ইউনিয়নের সমন্বয় বৈঠকে ভক্তদের জন্য তারাপীঠ বন্ধ রাখার সিদ্ধান্ত আগেই নেওয়া হয়। কৌশিকী ( Kaushiki )  অমাবস্যায় এবার অনলাইনে তারা মায়ের পুজো হচ্ছে।  এদিন ভোরে মায়ের শিলা মূর্তিকে স্নান করিয়ে বেনারসি শাড়ি পরিয়ে রাজ বেশে দেবীর আরাধনা শুরু হয়। দুপুরে হয় মায়ের বিশেষ ভোগ। ষোড়োশোপচারে মায়ের নিশি পুজো হবে রাতে।

 

আর ও পড়ুন    মাদকাসক্তদের দখলে রাতের এনজেপি প্লাটফর্ম ও ওভারব্রিজ ( overbridge )

 

নিশি পুজোয় হয় পাঁচ রকম ভাজা, খিচুড়ি, পোলাও, দুরকম তরকারি, মাছ, চাটনি, পায়েস, মিষ্টি ও কারন দিয়ে বিশেষ ভোগ দেওয়া হবে। এদিন সন্ধ্যার অতীতে মাতারা কে বিশেষ পোশাক পরানো হয়। আর নিশি পুজোয় মা তারাকে সোনার মুকুট ও স্বর্ণালঙ্কার সহ রাজবেশ পরানো হয়। এবার সারা দিন ( Kaushiki )  অমাবস্যা। কোভিড বিধি মেনে ভক্ত সমাগম নিষিদ্ধ থাকলেও অনলাইনে সারাদিন পুজো চলছে। দূর দুরান্ত থেকে  ভক্তরা মোবাইলে ভিডিও কল করে সেবায়িত এবং পূজারীদের মাধ্যমে সরাসরি দেবী দর্শন করার সুযোগ পাচ্ছেন। মন্দিরের বাইরেও বসানো হয়েছে জা‌‌য়ান্ট স্ক্রিন।

 

অন্যদিকে তারাপীঠ মহাশ্মশানে এসে হাজির হয়েছেন দূর-দূরান্তের সাধু-সন্তরা। আজ সারা রাত জুড়ে এই মহাশ্মশানে তন্ত্রমতে নানা বিধি পালন করবেন তারা। সেপ্টেম্বরের তিন তারিখ থেকে আট তারিখ পর্যন্ত তারাপীঠ বন্ধ থাকবে।

 

সাধারণত এই বিশেষ দিনে তারাপীঠে লক্ষ লক্ষ ভক্তের  সমাগম হয়। কিন্তু  করোনার কারণে এবারও ওই ক’দিন তারাপীঠ পুরো বন্ধ।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top