তৃণমূল পঞ্চায়েত প্রধানের স্বামী দুস্কৃতীদের দ্বারা আক্রান্ত, কী কারণে? থানা থেকে বাড়ি ফেরার পথে বাইক আটকে তৃনমূল কংগ্রেসের প্রধানের স্বামীকে আচমকা প্রাণনাশের হামলা দুষ্কৃতীদের।ঘটনাটি ঘটেছে শনিবার রাত ১১ টা নাগাদ হরিশ্চন্দ্রপুর-১ নং ব্লকের কুশিদাগামী রাজ্য সড়কে কাপাইচন্ডি জয় বাংলা এলাকায়।ঘটনাকে কেন্দ্র করে এলাকায় আতঙ্ক ছড়িয়েছে।
আহত হয়েছেন কুশিদা গ্রাম পঞ্চায়েতের প্রধান আক্তারি খাতুনের স্বামী আব্দুল রশিদ।আহত অবস্থায় স্থানীয়রা কুশিদা গ্রামীন হাসপাতালে নিয়ে গেলে আশঙ্কা জনক অবস্থা দেখে চিকিৎসকরা রবিবার মালদা মেডিক্যাল কলেজ ও হাসপাতালে স্থানান্তর করে দেন বলে খবর।কে বা কারা,কি উদ্দেশ্যে হামলা চালিয়েছে তা তদন্ত শুরু করেছে হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ।
জানা যায় নলকুপ বসানোকে কেন্দ্র করে গত ৭ সেপ্টেম্বর ওই এলাকার সঞ্জুর আলম নামে এক তৃনমূল কর্মীর সঙ্গে আব্দুল রশিদের সঙ্গে চায়ের দোকানে বচসা হয় বলে খবর।তার নামে থানায় লিখিত অভিযোগও জানিয়েছেন আব্দুর রশিদ। এর জেরেই হয়তো হামলা বলে সন্দেহ।সঞ্জুর আলীর ফোন বন্ধ থাকার কারণে তার সঙ্গে যোগাযোগ করা যায়নি।
আর ও পড়ুন আদিবাসী সম্প্রদায়ের করম পুজো উপলক্ষে কী শুরু হলো ?
আহত আব্দুর রশিদ জানান শনিবার রাত ১১ টা নাগাদ তিনি থানা থেকে বাড়ি ফিরছিলেন।কাপাই চন্ডী বাসস্ট্যান্ডের কাছে তার উপরে চারজন মোটরসাইকেল আরোহী মুখ ঢাকা অবস্থায় এসে বাঁশ দিয়ে হামলা করে।তিনি কোনক্রমে প্রাণ বাঁচিয়ে এলাকায় আশ্রয় নেন।স্থানীয় বাসিন্দাদের তারা খেয়ে ওই মোটরসাইকেল আরোহীরা পালিয়ে যায় বলে খবর।
নলকূপ বসানো ঘটনার সঙ্গে এই ঘটনার কোনো রোগ সূত্র আছে কি না তা খতিয়ে দেখছে হরিশ্চন্দ্র পুর থানার পুলিশ।
উল্লেখ্য, জানা যায় নলকুপ বসানোকে কেন্দ্র করে গত ৭ সেপ্টেম্বর ওই এলাকার সঞ্জুর আলম নামে এক তৃনমূল কর্মীর সঙ্গে আব্দুল রশিদের সঙ্গে চায়ের দোকানে বচসা হয় বলে খবর।তার নামে থানায় লিখিত অভিযোগও জানিয়েছেন আব্দুর রশিদ। এর জেরেই হয়তো হামলা বলে সন্দেহ।সঞ্জুর আলীর ফোন বন্ধ থাকার কারণে তার সঙ্গে যোগাযোগ করা যায়নি।
আহত হয়েছেন কুশিদা গ্রাম পঞ্চায়েতের প্রধান আক্তারি খাতুনের স্বামী আব্দুল রশিদ।আহত অবস্থায় স্থানীয়রা কুশিদা গ্রামীন হাসপাতালে নিয়ে গেলে আশঙ্কা জনক অবস্থা দেখে চিকিৎসকরা রবিবার মালদা মেডিক্যাল কলেজ ও হাসপাতালে স্থানান্তর করে দেন বলে খবর।কে বা কারা,কি উদ্দেশ্যে হামলা চালিয়েছে তা তদন্ত শুরু করেছে হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ।