কিশমিশ ছবির শুটিং-এ পাহাড়ে এলেন জনপ্রিয় অভিনেতা তথা সাংসদ দেব। তবে কোনও রাজনৈতিক সফরে নয়। তিনি কিশমিশের শ্যুটিং করতে পাহাড়ে এলেন। তার সাথে এসেছেন রুক্মিনী মিত্র। রবিবার বাগডোগরা বিমানবন্দরে নেমেই তারা সোজা দার্জিলিং পৌছে যান। সোমবার টয় ট্রেনে শ্যুটিং হবে।
দীর্ঘকাল টয় ট্রেন বন্ধ থাকার ফের চালু করা হয়েছে। রেলের পক্ষ থেকে জানানো হয়েছিল যে কোনও কিছুর শ্যুটিং এর জন্য অনলাইনে ট্রেন বুক করতে হবে। সেই মতোই সোমবার ঘুম স্টেশনে কিসমিস ছবির শ্যুটিং করা হবে। তার জন্য টয় ট্রেন বুক করা হয়ে গিয়েছে বলে রেলের পক্ষ থেকে জানানো হয়েছে।
এদিকে এদিন বিমানবন্দরের বাইরে এসে দেব বলেন, পাহাড় আমার কাছে সবসময় সৌভাগ্যের প্রতীক। কারণ এখনও অবধি যে কয়টা ছবি আমি পাহাড়ে শ্যুটিং করেছি সবগুলোই সুপারহিট। আশা করি আমাদের কিসমিসও হিট হবে।
আর ও পড়ুন উদয় চোপড়ার সঙ্গে সম্পর্ক! স্বীকারোক্তি করেও আফসোস নার্গিসের ?
আগামী ১০দিন ছবির শেষ শ্যুটিং এখানেই করা হবে। তিনি আরও বলেন, সিনেমাহল খুলে গিয়েছে সকলের কাছে অনুরোধ আপনারা টিকা নিয়ে হলে এসে সিনেমা দেখুন। তবে রাজনৈতিক কোনও প্রশ্নের উত্তর দিতে চাননি তিনি।
সোমবার থেকেই পাহাড়ের বিভিন্ন জায়গায় এই ছবির শ্যুটিং হবে। দেব আর রুক্মিনীকে নিয়েই কিসমিসের শেষ পর্বের শ্যুটিং সারবেন পরিচালক।
উল্লেখ্য, এদিন বিমানবন্দরের বাইরে এসে দেব বলেন, পাহাড় আমার কাছে সবসময় সৌভাগ্যের প্রতীক। কারণ এখনও অবধি যে কয়টা ছবি আমি পাহাড়ে শ্যুটিং করেছি সবগুলোই সুপারহিট। আশা করি আমাদের কিসমিসও হিট হবে।