ঝড়খালি ইকো ট্যুরিজমে বাঘ,কুমির কেমন আছে? দেখলেন এই বিধায়ক

ঝড়খালি ইকো ট্যুরিজমে বাঘ,কুমির কেমন আছে? দেখলেন এই বিধায়ক

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram
ঝড়খালি

ঝড়খালি ইকো ট্যুরিজমে বাঘ,কুমির কেমন আছে? দেখলেন এই বিধায়ক । চলতি বছরের   গত ২৬ ও ২৭ মে ঘূর্ণিঝড় ইয়াসের তান্ডবে নদীর জলোচ্ছ্বাসে নদীর নোনা জল ঢুকে প্লাবিত হয়ে ক্ষ ক্ষতিগ্রস্ত হয় দক্ষিণ ২৪ পরগনার সুন্দরবনের বাসন্তী ব্লকের ঝড়খালি ইকো ট্যুরিজম পার্ক,ঝড়খালি বাঘের রেসকিউ সেন্টারের চারিদিকের পাকা পাঁচিল।

 

এমনকি লোহার জালের নেট ও ক্ষতিগ্রস্ত হয়।ফলে প্রায় ৫ মাস ধরে বন্ধ হয়ে পড়ে আছে ঝড়খালি ইকো ট্যুরিজম পার্ক।আর এই ইকো ট্যুরিজম বন্ধ হয়ে পড়ে থাকার ফলে বহু ব্যবসায়ী অসহায় হয়ে পড়ে।আর এই খবর পেয়ে মঙ্গলবার বাসন্তী কেন্দ্রের বিধায়ক শ্যামল মন্ডল পরিদর্শনে যায় ঝড়খালি ইকো ট্যুরিজমে।সেখানে গিয়ে সব কিছু পরিদর্শন করেন।

 

আর ও পড়ুন     বামেদের নিয়ে এবার কী বললেন অভিনেত্রী শ্রীলেখা

 

তিনি ঝড়খালি বাঘের রেসকিউ সেন্টার পরিদর্শন করেন।সেখানে রয়েছে একটি বাঘ আর একটি বাঘিনী।বয়সের ভাড়ে রেসকিউ সেন্টারে রয়েছে বাঘ দুটি।আর এই রেসকিউ সেন্টারে চারিদিকে রয়েছে খাল।সেই রয়েছে ১১ টি কুমির।তার মধ্যে রয়েছে একটি সাদা কুমির।পরিদর্শন করারা সময় বিধায়ক দেখতে পায় খালের মধ্যে জলের উপর ভাসমান সাদা কুমিরটিকে।

 

এরপর বিধায়ক যায় ঝড়খালি ইকো পার্কের হরিণ পরিদর্শন করেন।এখানে রয়েছে ২১ টি হরিণ।এ বিষয়ে বাসন্তী কেন্দ্রের বিধায়ক শ্যামল মন্ডল বলেন গত ২৬ ও ২৭ মে ঘূর্ণিঝড় ইয়াসের তান্ডবে জলোচ্ছ্বাসে হেড়োভাঙ্গা নদীর নোনা জল ঝড়খালি ইকো ট্যুরিজমের মধ্যে ঢুকে প্লাবিত হয় বিশাল ভাবে ক্ষতিগ্রস্ত হয় ইকো ট্যুরিজমের।ঝড়খালি ইকো ট্যুরিজমের বাঘের রেসকিউ সেন্টারের চারিদিকের পাকা পাঁচিল,লোহার নেট জার ক্ষতিগ্রস্ত হয়।

 

এমনকি ইকো ট্যুরিজমের পার্কের রাস্তাঘাট ক্ষতিগ্রস্ত হয়।আমি সবটাই পরিদর্শন করলাম।বর্তমানে ঝড়খালি ইকো ট্যুরিজম পার্কটি বন্ধ আছে।যাতে দ্রুততার সাথে ক্ষতিগ্রস্ত গুলি সংস্কার করে,তাড়াতাড়ি ইকো ট্যুরিজম পার্ক চালু করা যায়,সে বিষয়ে বিভাগীয় দফতরে জানানো হয়েছে।

 

তিনি আরও বলেন রেসকিউ সেন্টারে ২ টি বাঘ আছে এবং রেসকিউ সেন্টারের চারিদিকে খালের মধ্যে ১১ টি কুমির ও ২১ টি হরিণ আছে।পরিদর্শনের সময় খালের মধ্যে একটি সাদা কুমির দেখতে পাওয়া যায়।এমনকি বাঘের রেসকিউ সেন্টার টি ও হরিণ পরিদর্শন করা হয়।তবে তাড়াতাড়ি ইকো ট্যুরিজম পার্কটি আবার চালু হয় সে বিষয়ে গুরুত্ব সহকারে দেখা হচ্ছে।

 

উল্লেখ্য, বিধায়ক এদিন ঝড়খালি বাঘের রেসকিউ সেন্টার পরিদর্শন করেন।সেখানে রয়েছে একটি বাঘ আর একটি বাঘিনী।বয়সের ভাড়ে রেসকিউ সেন্টারে রয়েছে বাঘ দুটি।আর এই রেসকিউ সেন্টারে চারিদিকে রয়েছে খাল।সেই রয়েছে ১১ টি কুমির।তার মধ্যে রয়েছে একটি সাদা কুমির।পরিদর্শন করারা সময় বিধায়ক দেখতে পায় খালের মধ্যে জলের উপর ভাসমান সাদা কুমিরটিকে।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top