Deprecated: version_compare(): Passing null to parameter #2 ($version2) of type string is deprecated in /home/u517603494/domains/shinetv.in/public_html/wp-content/plugins/elementor/core/experiments/manager.php on line 170
Here are some tips to help you get shiny and soft hair

ঝকঝকে এবং মোলায়েম চুল পেতে কী করবেন, জেনে নিন টিপস

ঝকঝকে এবং মোলায়েম চুল পেতে কী করবেন, জেনে নিন টিপস

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram
ঝকঝকে

ঝকঝকে এবং মোলায়েম চুল পেতে কী করবেন, জেনে নিন টিপস।  সৌন্দর্যের অপর নাম হলো চুল। সেই চুলকে  যতনে সাজাতে কে না চায়। তাই সবার আগে চুলের যত্ন নেওয়া উচিত। কীভাবে নেওয়া যেতে পারে চুলের যত্ন।   ঝকঝকে-মোলায়েম চুল পেতে যা করবেন।

 

নারকেল তেল, ভিনিগার, মধুর মাস্ক- একটি পাত্রে নারকেল তেল, আপেল সিডার ভিনিদার এবং মধু মিশিয়ে নিন। চুলে ও মাথার তালুতে লাগিয়ে নিন। আধ ঘণ্টা রেখে দেওয়ার পরে শ্যাম্পু করে নিন। একবারে অনেকটা তৈরি করে রাখতে পারেন। ব্যবহার করার আগে ঝাঁকিয়ে নিন।

 

 বাটার এবং নারকেল তেলের হেয়ার মাস্ক- বাটার, নারকেল তেল একসঙ্গে মিশিয়ে চুলে লাগান। এতে চুল মোলায়েম হবে। শীতকালে চুলে যে অতিরিক্ত কন্ডিশনারের প্রয়োজন হয়, সেটা পাবেন এই হেয়ার মাস্ক থেকেই।

 

হট অয়েল ট্রিটমেন্ট – শীতকালে গরম তেল মাথায় মাসাজ করা খুব উপকারি। নারকেল তেল বা অলিভ অয়েল গরম করে লাগাতে পারেন। এর সঙ্গে মিশিয়ে নিতে পারেন ডিম এবং মধু। স্নান করার এক ঘণ্টা আগে তেল মাসাজ করুন। তারপর স্নানের সময় ভাল করে শ্যাম্পু করে ধুয়ে নিন।

 

ডিম এবং ইয়োগার্টের হেয়ার মাস্ক- একটি পাত্রে এক টেবিল চামচ ফ্রেশ ইয়োগার্টের সঙ্গে মিশিয়ে নিন একটি ডিম। যতক্ষণ না ক্রিমের মতো আকার নিচ্ছে, ততক্ষণ মিশিয়ে নিন। এরপর মাথার তালুতে এবং চুলে লাগিয়ে নিন। এক ঘণ্টা রেখে দেওয়ার পর ভাল করে শ্যাম্পু করে নেবেন। খুশকির সমস্যা দূর করে চুল পড়া কমাতে সাহায্য করে এই হেয়ার মাস্ক।

 

আর ও  পড়ুন    ৩০ বছরের আগেই সন্তান নিন, কেন এমন বলছেন চিকিতসকেরা

 

অ্যালোভেরা হেয়ার মাস্ক – দুই চা চামচ ফ্রেশ অ্যালোভেরা জেল, এক চা চামচ মধু এবেং তিন চা চামচ নারকেল তেল মিশিয়ে মাস্ক তৈরি করুন। আধ ঘণ্টা মতো রেখে শ্যাম্পু করে ফেলুন। শুকনো চুলের জন্য এই মাস্ক ভাল কন্ডিশনারের কাজ করবে। চুলে বাউন্স আসবে সহজে।

 

কলা এবং ডিম দিয়ে তৈরি হেয়ার মাস্ক –প্রথমেই কলা চটকে নিন। তারপর ভেঙে নিন একটি ডিম। এর মধ্যে তিন টেবিল চামচ দুধ, তিন টেবিল চামচ মধু এবং পাঁচ টেবিল চামচ অলিভ অয়েল মিশিয়ে নিন। সব উপকরণ যাতে মিশে যায় সেটা খেয়াল রাখবেন। এরপর স্ক্যাল্পে এবং চুলে ব্যবহার করুন এই হেয়ার মাস্ক।

 

ইয়োগার্ট এবং দইয়ের মাস্ক – একটি পাত্রে ভাল করে কলা চটকে নিন। এর সঙ্গে ইয়োগার্ট এবং অলিভ অয়েল মিশিয়ে নিন। এই মিশ্রণটি চুল ও স্ক্যাল্পে লাগিয়ে রাখুন ৪৫ মিনিট। শ্যাম্পু করুন উষ্ণ জলে।

 

দুধ এবং মধুর হেয়ার মাস্ক- আধ কাপ দুধের সঙ্গে তিন টেবিল চামচ মধু মিশিয়ে নিন। হালকা গরম করে নিন। এতে মধু পুরোপুরি গলে যাবে। চুলে এবং স্ক্যাল্পের ক্ষতিগ্রস্ত অংশে লাগিয়ে নিন। মিনিট কুড়ি রেখে ধুয়ে ফেলুন।

 

উল্লেখ্য, চুলকে  যতনে সাজাতে কে না চায়। তাই সবার আগে চুলের যত্ন নেওয়া উচিত। কীভাবে নেওয়া যেতে পারে চুলের যত্ন।   ঝকঝকে-মোলায়েম চুল পেতে যা করবেন।  শীতকালে গরম তেল মাথায় মাসাজ করা খুব উপকারি। নারকেল তেল বা অলিভ অয়েল গরম করে লাগাতে পারেন। এর সঙ্গে মিশিয়ে নিতে পারেন ডিম এবং মধু। স্নান করার এক ঘণ্টা আগে তেল মাসাজ করুন। তারপর স্নানের সময় ভাল করে শ্যাম্পু করে ধুয়ে নিন। টিপস

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top