Deprecated: version_compare(): Passing null to parameter #2 ($version2) of type string is deprecated in /home/u517603494/domains/shinetv.in/public_html/wp-content/plugins/elementor/core/experiments/manager.php on line 170
Horoscope, there is a risk of danger today Aries, lack of Gemini is the lack

রাশিফল, বিপদের আশঙ্কা রয়েছে আজ মেষের, মিথুনের অভাব অনটনের যোগ রয়েছে

রাশিফল, বিপদের আশঙ্কা রয়েছে আজ মেষের, মিথুনের অভাব অনটনের যোগ রয়েছে

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram
রয়েছে

রাশিফল, বিপদের আশঙ্কা রয়েছে আজ মেষের, মিথুনের অভাব অনটনের যোগ রয়েছে এছাড়া কোন রাশির জাতক ও জাতিকার দিন আজ কেমন কাটবে তার সবিস্তার জানতে চোখ রাখুন আমাদের এই প্রতিবেদনে।

মেষঃ

বিপদের আশঙ্কা রয়েছে, সাবধানে যাতায়াত করুন। নিজের বুদ্ধির অপপ্রয়োগ না করলে সফলতা লাভ করতে পারবেন না। কর্মক্ষেত্রে আজ আপনাকে প্রচুর হিংসার মুখে পড়তে হবে। বিজ্ঞান চর্চার ক্ষেত্রে সময়টা খুব উপযুক্ত। আত্মসংযমী না হতে পারলে সমস্যা হতে পারে। থিয়েটারের সঙ্গে যুক্ত ব্যক্তিদের ভাল সময়। মহিলাদের জন্য চাকুরীর শুভ সময়। সকালের দিকে ব্যবসায় লাভের পরিমাণ বাড়তে পারে।

বৃষঃ

অর্থ উপার্জন করলেও শুধু হবে না, তা প্রয়োজনে সঠিক কাজে ব্যয়ও করতে হবে। শত জটিলতা সত্ত্বেও আপনার প্রেমের সম্পর্ক মধুর হবে। কর্মক্ষেত্রে খারাপ অভিজ্ঞতায় তিক্ত মন বাচ্চাদের সঙ্গে সময় কাটানোয় আনন্দে ভরে উঠবে।

মিথুনঃ

অভাব অনটনের যোগ রয়েছে। সম্মান প্রতিপত্তি বাড়তে পারে। চেষ্টা না করলে ব্যবসায় কোনও সফলতা পাবেন না।  আজ অতিরিক্ত পরিশ্রমে রাগ বৃদ্ধি হতে পারে। আজ কোনও অধিক ব্যয় হওয়ার সম্ভাবনা আছে। পাওনা টাকা ফেরত পাওয়ার যোগ দেখা যাচ্ছে। অপরকে আজ বিশ্বাস করতে পারেন। বন্ধুদের জন্য কাজের ব্যাঘাত হতে পারে।

কর্কটঃ

বন্ধু বান্ধব বা আত্মীয়ের উপর আপনার সিদ্ধান্ত জোর করে চাপিয়ে দেবেন না, তাতে তারা বিরক্ত হতে পারে। সকলের থেকে দূরে নিয়ে নিভৃতে সময় কাটাতে পারেন। আপনার চাহিদা পূরণ করতে না পারায়, স্ত্রীর প্রতি আপনি ক্রদ্ধ হতে পারেন।

 

আর ও  পড়ুন    ৩০ বছরের আগেই সন্তান নিন, কেন এমন বলছেন চিকিতসকেরা

 

সিংহঃ

আজ প্রেমের দিন। প্রিয়জনের সঙ্গে পরিকল্পই সময় কাটান। ফাঁকা সময়ে পুরনো ফেলে রাখা কাজ সেরে নিন। আজকের দিনে পুরনো কাছের বন্ধুদের সঙ্গে সাক্ষাতে সোনালি দিন স্মরণে আসবে।

কন্যাঃ

আজকের দিনে খেলাধূলায় মত্ত থাকুন। আজ কোন দূর আত্মীয় আপনার বিবাহিত জীবনে সমস্যার কারণ হতে পারে। আজ বেশি কথা ব্যয় না করে, শরীর সুস্থ রাখুন।

 

তুলাঃ

আজকের দিনে ভালোবাসার মানুষটির সঙ্গে প্রেমের সময় ভাগ করে নিন। ভালোবাসার মানুষের থেকে একটি অভাবনীয় উপহার পেতে পারেন আজকে। আজ এই রাশির জাতিকরা তাদের বাচ্চাদের সময় না দিতে পারায়, তাদের অভিযোগের শিকার হবে।

বৃশ্চিকঃ

আজ আপনি সকল ঋণ মিটিয়ে দিতে পারবেন। আজ ভালোবাসার মানুষ অথবা স্ত্রীকে সময় দিন। তিনি কি চাইছেন, তা বুঝে তাকে গুরুত্ব দিন। ব্যবসায়ীরা এমন আত্মীয়র থেকে দূরে থাকুন, যারা আপনার থেকে অর্থ সাহায্য নিতে চায়। কারণ তারা সেই অর্থ ফেরত নাও দিতে পারে।

ধনুঃ

অর্থ বুঝে ব্যয় করলে, সঞ্চয় করতে পারবেন। আজ বই পড়তে পারেন। আজ আপনার সুন্দর এবং প্রেমময় মনোভাবের কারণে স্ত্রীর সঙ্গে রোম্যান্টিক সন্ধ্যা উপভোগ করতে পারেন।

 

মকরঃ

পরিবারের বড়দের থেকে অর্থ ব্যয়ের এবং সঞ্চয়ের বিষয়ে সঠিক পরামর্শ নিন। হিনের শুরু ক্লান্তিকর হলেও, রাতে দিকে নিজের জন্য সময় বের করে মনের মানুষের সঙ্গে কাটাতে পারেন।

কুম্ভঃ

নিমন্ত্রিত ব্যক্তির আগমনে আপনার ভাগ্য খুলে যাবে। আর্থিক দিক থেকেও সহায়তা হবে। আজ এক অন্যাবশ্যক ফোন কলে আপনার পুরনো স্মৃতি উদ্ভাসিত হবে। বাইরে বেরিয়ে নানান ধরনের মানুষের সঙ্গে আলাপ করুন।

মীনঃ

সহকর্মীর সঙ্গে বিবাদের যোগ রয়েছে। গুরুজনদের সঙ্গে সম্পর্কের উন্নতি হতে পারে। আজ কোনও কারণে ব্যবসায় চাপ বৃদ্ধি হতে পারে। আজ পরিশ্রম হবে প্রচুর। তৃতীয় জনের জন্য স্বামী-স্ত্রীর মধ্যে অশান্তি হতে পারে। প্রতিবেশীর আপনার উপর প্রকোপ থাকবে। আজ ব্যবসার কাজে দূরে যেতে হতে পারে।  পারিবারিক ছোট খাটো সমস্যা থাকলে কেটে যাবে। নিজের কোনও ভুলের জন্য বাড়িতে অশান্তি বাড়তে পারে।

 

উল্লেখ্য,   কোন রাশির জাতক ও জাতিকার দিন আজ কেমন কাটবে তার সবিস্তার জানতে চোখ রাখুন আমাদের এই প্রতিবেদনে।

 

বিপদের আশঙ্কা রয়েছে, সাবধানে যাতায়াত করুন। নিজের বুদ্ধির অপপ্রয়োগ না করলে সফলতা লাভ করতে পারবেন না। কর্মক্ষেত্রে আজ আপনাকে প্রচুর হিংসার মুখে পড়তে হবে। বিজ্ঞান চর্চার ক্ষেত্রে সময়টা খুব উপযুক্ত। আত্মসংযমী না হতে পারলে সমস্যা হতে পারে। থিয়েটারের সঙ্গে যুক্ত ব্যক্তিদের ভাল সময়। মহিলাদের জন্য চাকুরীর শুভ সময়। সকালের দিকে ব্যবসায় লাভের পরিমাণ বাড়তে পারে।

 

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top