ভেঙ্গেছে বাঁধ, ফুঁসছে কেলেঘাই নদী, টানা বৃষ্টিতে নতুন করে প্লাবনের আশঙ্কা । গতকাল রাত থেকে একটানা ভারী থেকে অতি ভারী বৃষ্টি হচ্ছে দক্ষিণবঙ্গের একাধিক জেলাতে। একনাগাড়ে চলছে বৃষ্টি। ফলে কলকাতার পাশাপাশি জেলা জুড়েও জল ছবি চারিদিকে। গঙ্গাতে জলস্তর বৃদ্ধি পেয়েছে। টানা বৃষ্টিতে অন্যান্য নদীগুলিতেও কার্যত বিপদসীমার উপর দিয়ে বইছে জল। এই অবস্থায় রাজ্যের একাধিক জেলাতে নতুন করে প্লাবনের আশঙ্কা তৈরি হয়েছে।
এদিকে আবহাওয়া দফতরের তরফে আগামী ২৪ ঘন্টাতে মেদিনীপুর সহ একাধিক জেলাতে আরও ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। যার ফলে নতুন করে ফের জল বাড়ার আশঙ্কা তৈরি হয়েছে।
ইতিমধ্যে শিলাবতী নদী ও ঝুমি নদীর জল কিছুটা হলেও কমতে শুরু করেছিলো। কিন্তু লাগাতার এই বৃষ্টির কারনে নতুন করে আশঙ্কার মেঘ তৈরি হয়েছে। লাগাতার বৃষ্টিতে নতুন করে ঘাটালের একাধিক জায়গাতে জল জমতে শুরু করেছে।
আর ও পড়ুন হাবড়া হাসপাতাল ভুতের আতঙ্ক। রাত হলেই দেখা মেলে তেনাদের
এদিকে টানা বৃষ্টির ফলে আতঙ্ক বাড়াচ্ছে কেলেঘাই নদী। লাগাতার বৃষ্টির কারনে ইতিমধ্যে বিপদসীমার উপর দিয়ে বইছে নদী। জলস্তর বাড়ায় একাধিক জায়গায় বাঁধ ভেঙে গিয়েছে বলে জানা গিয়েছে। যার কারনে পটাশপুর, ভগবানপুর, এগরার বিস্তীর্ণ এলাকায় হু হু করে জল ঢুকছে। লক্ষাধিক মানুষ ইতিমধ্যেই ঘরবাড়ি ছেড়ে নিরাপদে যাওয়ার চেষ্টা করছেন।
অনেকেই ত্রাণ শিবিরে আশ্রয় নিয়েছেন। ঘটনাস্থলে পাঠানো হয়েছে বিপর্যয় মোকাবিলা বাহিনীকে। বিশেষ করে পটাশপুর ২ ব্লকে পরিস্থিতি ভয়ঙ্কর কার নিয়েছে। সেখান থেকে প্রায় ১৫ হাজার জলবন্দি বাসিন্দাকে উদ্ধার করেছে।
উল্লেখ্য,একনাগাড়ে চলছে বৃষ্টি। ফলে কলকাতার পাশাপাশি জেলা জুড়েও জল ছবি চারিদিকে। গঙ্গাতে জলস্তর বৃদ্ধি পেয়েছে। টানা বৃষ্টিতে অন্যান্য নদীগুলিতেও কার্যত বিপদসীমার উপর দিয়ে বইছে জল। এই অবস্থায় রাজ্যের একাধিক জেলাতে নতুন করে প্লাবনের আশঙ্কা তৈরি হয়েছে।
এদিকে আবহাওয়া দফতরের তরফে আগামী ২৪ ঘন্টাতে মেদিনীপুর সহ একাধিক জেলাতে আরও ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। যার ফলে নতুন করে ফের জল বাড়ার আশঙ্কা তৈরি হয়েছে