সুখবর, রাজ্যে আসছে বাংলাদেশের ইলিশ, কবে ? জানুন । পশ্চিমবঙ্গের বাসিন্দাদের জন্য সুখবর। দুর্গা পুজোর আগেই বাংলাদেশ থেকে রাজ্যে ঢুকতে চলেছে ইলিশ মাছ। জানা গিয়েছে, সোমবার, ২০ সেপ্টেম্বর এর জন্য প্রয়োজনীয় অনুমতি দিয়েছে বাংলাদেশ সরকার। প্রাথমিকভাবে জানা যাচ্ছে, হাওড়া পাইকারি মাছ বাজারে এই মাছ আসবে। এরপর এখান থেকেই ছড়িয়ে পড়বে কলকাতা সহ গোটা রাজ্যে।
ফিস ইমপোর্টার’স অ্যাসোসিয়েশন অ্যান্ড হাওড়া হোলসেল ফিস মার্কেট-এর সম্পাদক সইদ আনোয়ার মকসুদ বলেন, ‘মোট ২,০৮০ মেট্রিক টন ইলিশ মাছ বাংলাদেশ থেকে আসছে। বুধবার ২২ সেপ্টেম্বর থেকে মাছ আসা শুরু হবে। সব মাছই হাওড়া বাজারে আসছে। পাইকারি বাজারে বিক্রি হওয়ার পর এই মাছ চলে যাবে শিয়ালদা এবং কলকাতা ও রাজ্যের অন্যান্য খুচরো মাছ বাজারে। গত তিন বছর ধরেই বাংলাদেশ সরকারের অনুমতি নিয়ে এই মাছ আনা হচ্ছে।’
এবছর ইলিশ মাছের বাজার একেবারেই মন্দা চলছে। সমুদ্র বা নদী থেকে প্রায় খালি হাতেই ফিরছেন মৎস্যজীবীরা। বাজারে যে মাছ পাওয়া যাচ্ছে তা আকারে যেমন ছোট, তেমনি দামেও বেশ চড়া। একটু বড় আকারের মাছ হলেই তা বিক্রি হচ্ছে খুবই চড়া দামে। অথচ বহু মৎস্যজীবীই ইলিশ মাছের মরসুমের দিকে তাকিয়ে থাকেন।
আর ও পড়ুন আফগানিস্তানে আইপিএলের সম্প্রচার করা যাবে না, জারি হলো তালিবানি ফতোয়া
সারা বছর সংসার চালানোর একটা বড় খরচ উঠে আসে এই ইলিশ মাছ থেকেই। কিন্তু এবছর তাঁদের ট্রলার প্রায় খালি অবস্থাতেই ফিরছে এবং এই আকালের জন্য পরিবেশ বিজ্ঞানীরা দায়ী করছেন দূষণকেই।
সইদ জানিয়েছেন তাঁদের বাজারে মাছ প্রায় নেই বললেই চলে। তাঁর কথায়, ‘যেটুকু মাছ এবছর বিক্রি হচ্ছে তার সিংহভাগটাই গত বছর কোল্ড স্টোরেজে রাখা মাছ। এবছর মাছ আমাদের কাছে প্রায় আসেইনি। গোটা ইলিশ মরসুমে যে চাহিদা থাকে, সেই চাহিদা পুজোর সময় খুবই বেড়ে যায়। ফলে সবকিছু চিন্তাভাবনা করেই গত তিন বছর ধরে আমরা পুজোর আগে বাংলাদেশ থেকে মাছ আনছি। বরিশাল, খুলনা, চাঁদপুর সহ বাংলাদেশের যে সমস্ত জায়গায় মাছ পাওয়া যায় তার প্রায় সমস্ত জায়গা থেকেই মাছ আসে। বুধবার থেকে শুরু হয়ে আগামী ১০ অক্টোবর পর্যন্ত এই মাছ আসবে।’
তিনি জানান, ‘৬০০ গ্রাম থেকে দেড় কেজি ওজনের মাছ পাইকারি বাজারে বিক্রি হবে কেজি প্রতি ১,২০০-১,৪০০ টাকা। খুচরো বাজারে এরপর সেখানকার চাহিদা অনুযায়ী দাম ঠিক হবে। বুধবার দুপুরের পর থেকেই রাজ্যের বিভিন্ন বাজারে এই ইলিশ পাওয়া যাবে।’