ঘূর্ণাবর্ত আরও শক্তিশালী নিম্নচাপে পরিণত হয়েছে , রাতভর চলবে বৃষ্টি । মঙ্গলবারও বৃষ্টির ভ্রুকুটি। ঘূর্ণাবর্তটি আরও শক্তিশালী হয়ে নিম্নচাপে পরিণত হয়েছে। শক্তি বাড়িয়ে পশ্চিম দিকে ক্রমশ সরে যাচ্ছে নিম্নচাপটি। আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে জানা গিয়েছে, আগামী ২৪ ঘণ্টায় ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণ ২৪ পরগনা, দুই মেদিনীপুর, ঝাড়গ্রামে। ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তর ২৪ পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি, পুরুলিয়া, বাঁকুড়ায়।
তবে বুধবার দুপুরের পর থেকে দক্ষিণবঙ্গের পূর্বের জেলাগুলিতে ধীরে ধীরে আবহাওয়ার উন্নতি হবে। কাল পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে বৃষ্টির পরিমাণ বাড়বে। এদিকে, টানা বৃষ্টির জেরে কমেছে তাপমাত্রা। মঙ্গলবার শহরের সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপামাত্রা ছিল যথাক্রমে ২৯.২ ডিগ্রি সেলসিয়াস ও ২৪.৪ ডিগ্রি সেলসিয়াস। আগামী ২৪ ঘণ্টায় কলকাতা-সহ দক্ষিণবঙ্গের তাপমাত্রা থাকবে ৩০ ও ২৫ ডিগ্রির আশেপাশে।
আর ও পড়ুন পদত্যাগ করলেন ফরাক্কার পাঁচবারের কংগ্রেস বিধায়ক মইনুল হক
বিভিন্ন জায়গায় সোমবারের পর মঙ্গলবারেও জল জমার ছবি সামনে এসেছে। অফিস যেতে চরম সমস্যার সম্মুখীন হয়েছেন সাধারণ মানুষ। বিকেলের পর থেকে ফের ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। রাতভর চলতে পারে বৃষ্টি, জানিয়েছে হাওয়া অফিস। তবে কাল থেকে কলকাতা ও পূর্বের জেলাগুলিতে আবহাওয়ার উন্নতির সম্ভাবনা রয়েছে।
উল্লেখ্য,শক্তি বাড়িয়ে পশ্চিম দিকে ক্রমশ সরে যাচ্ছে নিম্নচাপটি। আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে জানা গিয়েছে, আগামী ২৪ ঘণ্টায় ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণ ২৪ পরগনা, দুই মেদিনীপুর, ঝাড়গ্রামে। ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তর ২৪ পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি, পুরুলিয়া, বাঁকুড়ায়।
তবে বুধবার দুপুরের পর থেকে দক্ষিণবঙ্গের পূর্বের জেলাগুলিতে ধীরে ধীরে আবহাওয়ার উন্নতি হবে। কাল পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে বৃষ্টির পরিমাণ বাড়বে।
বিভিন্ন জায়গায় সোমবারের পর মঙ্গলবারেও জল জমার ছবি সামনে এসেছে। অফিস যেতে চরম সমস্যার সম্মুখীন হয়েছেন সাধারণ মানুষ। বিকেলের পর থেকে ফের ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। রাতভর চলতে পারে বৃষ্টি, জানিয়েছে হাওয়া অফিস।