আমি না জিতলে মুখ্যমন্ত্রী হতে পারবো না, বললেন মমতা

আমি না জিতলে মুখ্যমন্ত্রী হতে পারবো না, বললেন মমতা

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram
মুখ্যমন্ত্রী

আমি না জিতলে মুখ্যমন্ত্রী হতে পারবো না, বললেন মমতা। ভবানীপুর বিধানসভা কেন্দ্রে উপ নির্বাচন জমে উঠেছে। এদিন ভবানীপুর কেন্দ্রের খিদিরপুরে নির্বাচনী প্রচার সারলেন এই কেন্দ্রের তৃণমূল প্রার্থী তথা পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন প্রচারসভাথেকে এলাকার সকল বাসিন্দাদের ভোট ডানে অংশ নেওয়ার ডাক দেন তিনি।

 

মমতা বলেন, অনেকে ভাবছেন দিদি (মমতা বন্দ্যোপাধ্যায়) এমনিতেই জিতে যাবেন। কিন্ত আপনারা আমাকে ভোট না দিলে আমাকে পাবেন না। আপনাদের ১০০ জনের মধ্যে ১০০ জনের ভোটই আমার চাই। আপনাদের একটা ভোট আমার জন্য ভীষণ উপকারী। আপনারা আমাকে ভোট না দিলে খুব ক্ষতি হয়ে যাবে। আমি না জিতলে মুখ্যমন্ত্রী হতে পারবো না। তাহলে অন্য কেউ মুখ্যমন্ত্রী হয়ে যাবে।

 

মমতা বলেন, পশ্চিমবঙ্গে গত বিধানসভা নির্বাচনে আমি নন্দীগ্রামে লড়াই করতে গিয়েছিলাম। নন্দীগ্রামের ভোটের ফলাফল নিয়ে আদালতে মামলা চলছে। কীভাবে সেখানে আমাকে হারানো হয়েছে তা আপনারা সকলেই জানেন। আমাকে নন্দীগ্রামে ষড়যন্ত্র করে হারিয়ে দেওয়া হয়েছিলো। আসলে আমি যে ভবানীপুরে ভোটে দাঁড়াবো তা হয়তো আমার ভাগ্যে লেখা ছিলো।

 

মমতা বলেন, আমি সাত বার সাংসদ হয়েছি। প্রতিবারই খিদিরপুর আমার সঙ্গে ছিলো। ২০১১ সালের উপ নির্বাচনেও আমি জিতেছি। আল্লাহ মেহেরবান, মা দুর্গা, কালীমায়ের ইচ্ছা এটাই। আপনাদের ছেড়ে যাওয়া আমার পক্ষে সম্ভব নয়। মমতা সভা মঞ্চ থেকে বিজেপিকে আক্রমণ করে বলেন, বিজেপিকে দেশছাড়া করবো। ভোটের ময়দানে দেখা হবে বিজেপির সঙ্গে।

 

বাংলার পাশাপাশি অসম ও ত্রিপুরা রাজ্যেও খেলা হবে বলে জানান মমতা বন্দ্যোপাধ্যায়। উল্লেখ্য, আগামী ৩০ সেপ্টেম্বর ভবানীপুরে উপ নির্বাচন হবে। এই কেন্দ্রে মমতার বিরুদ্ধে বিজেপির প্রার্থী হয়েছেন প্রিয়াঙ্কা তিবড়েওয়াল।

 

আর ও পড়ুন    প্রেমিক চিনতে পারছেন না পরীমনি, নিজেই জানালেন আরও অনেক কথা

 

এরই সঙ্গে সেই সভা থেকে বিজেপিকে আক্রমণ শানান মমতা। বিজেপিকে দেশছাড়া করবেন বলে এদিন দাবি করেন তিনি। মমতা বলেন, ‘‌ভোটের ময়দানে দেখা হবে। বিজেপিকে দেশছাড়া করব।’‌ পাশাপাশি ত্রিপুরা-‌অসমেও ‘‌খেলা হবে’‌ বলে মন্তব্য করেন তৃণমূল নেত্রী।

 

মমতার এদিনের মন্তব্যের পরিপ্রেক্ষিতে বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ বলেন, ‘‌অন্য কেউ মুখ্যমন্ত্রী হলে কি পশ্চিম বাংলা ভেসে যাবে?‌ বাংলার যা খুশি হয়ে যাক, ওনার মুখ্যমন্ত্রী থাকতেই হবে। রাজনৈতিক প্রতিহিংসার খেলা চলছে।’‌

 

প্রসঙ্গত, আগামী ৩০ সেপ্টেম্বর ভবানীপুরে উপনির্বাচন। তার আগে আজ প্রথম পথসভা করলেন মমতা। সাধারণ মানুষকে ভোটদানে আহ্বান জানানোর পাশাপাশি ভবানীপুর থেকেই ভোটে জিতে মুখ্যমন্ত্রী হবেন বলেও আত্মবিশ্বাসী তিনি।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top