আগামীকাল থেকে রাজ্যে ফের ঝেঁপে নামবে বৃষ্টি, এই তিন জেলার জারি হলো হলুদ সতর্কতা। আগামীকাল শনিবার থেকে রাজ্যে ফের ঝেঁপে নামবে বৃষ্টি। দক্ষিণবঙ্গের তিন জেলায় আগামী ২৪ ঘণ্টায় হলুদ সতর্কতা জারি করল আবহাওয়া দফতর। বঙ্গোপসাগরে ঘনীভূত নিম্নচাপের কারণেই ফের প্রবল বর্ষণের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া দফতর।
উল্লেখ্য, গত সপ্তাহেই নিম্নচাপের জেরে রেকর্ড বর্ষণে ভেসেছে কলকাতা সহ দক্ষিণ বঙ্গের একাধিক জেলা। তার ঠিক এক সপ্তাহের মধ্যে আরও একটি নিম্নচাপ তৈরি হয়েছে বঙ্গোপসাগরে। সঙ্গে ঘূর্ণাবর্তও রয়েছে। দুইয়ের জেরে ফের বর্ষণের পূর্বাভাস। শনিবার থেকে প্রবল বৃষ্টি শুরু হতে চলেছে দক্ষিণবঙ্গের একাধিক জেলায়। বিশেষ করে উপকূলবর্তী জেলা গুলিতে বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। কলকাতা সহ দুই ২৪ পরগনা, হাওড়া, হুগলি, দুই মেদিনীপুরে বৃষ্টির পূর্বাভাস রয়েছে আগামিকাল থেকে।
দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে হলুদ সতর্কতা জারি করা হয়েছে। শনিবার থেকে দুই ২৪ পরগনায় বজ্র-বিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে। তার সঙ্গে ঝোড়ো হাওয়াও বইবে বলে জানানো হয়েছে। বঙ্গোপসাগরে নিম্নচাপ এবং ঘূর্ণাবর্তের কারণে উত্তাল থাকবে সমুদ্র। আগামিকাল থেকে মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। পর্যটকদেরও সমুদ্রের পাড়ে থাকতে নিষেধ করা হয়েছে। ঝোড়ো হাওয়ার কারণে আরও উত্তাল হয়ে উঠবে সমুদ্র।
আর ও পড়ুন সুরাপ্রেমীদের জন্য মন খারাপ করা খবর, কী খবর? অবশ্যই জেনে নিন
এদিকে শহর কলকাতা শহরের পরিস্থিতি নিয়েও উদ্বেগে রয়েছেন অনেকে। কারণ গত সপ্তাহে কলকাতা শহরে রেকর্ড বৃষ্টি হয়েছে। গত ১৪ বছরে এমন বৃষ্টি হয়নি। এখনও বেহালা, দমদম, নিউটাউনের একাধিক জায়গায় জল দাঁড়িয়ে রয়েছে। নিউটাইনের রাস্তায় মাছ ধরার ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। জমা জলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রাজ্যে ১৩ জনের মৃত্যু হয়েছে।
এদিকে আর কয়েক দিন পরেই পুজো। পুজোর সময় বৃষ্টির শঙ্কায় রয়েছেন পুজো উদ্যোক্তারা। প্রতি সপ্তাহের বৃষ্টিতে মার খাচ্ছে পুজোর বাজারও। এমনকী পুজো উদ্যোক্তারাও সেভাবে পুজোর প্যান্ডেলের কাজ করতে পারছেন না বারবার বৃষ্টির কারনে।
উল্লেখ্য,আগামীকাল শনিবার থেকে রাজ্যে ফের ঝেঁপে নামবে বৃষ্টি। দক্ষিণবঙ্গের তিন জেলায় আগামী ২৪ ঘণ্টায় হলুদ সতর্কতা জারি করল আবহাওয়া দফতর। বঙ্গোপসাগরে ঘনীভূত নিম্নচাপের কারণেই ফের প্রবল বর্ষণের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। গত সপ্তাহেই নিম্নচাপের জেরে রেকর্ড বর্ষণে ভেসেছে কলকাতা সহ দক্ষিণ বঙ্গের একাধিক জেলা। তার ঠিক এক সপ্তাহের মধ্যে আরও একটি নিম্নচাপ তৈরি হয়েছে বঙ্গোপসাগরে। সঙ্গে ঘূর্ণাবর্তও রয়েছে। দুইয়ের জেরে ফের বর্ষণের পূর্বাভাস।
শনিবার থেকে প্রবল বৃষ্টি শুরু হতে চলেছে দক্ষিণবঙ্গের একাধিক জেলায়। বিশেষ করে উপকূলবর্তী জেলা গুলিতে বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। কলকাতা সহ দুই ২৪ পরগনা, হাওড়া, হুগলি, দুই মেদিনীপুরে বৃষ্টির পূর্বাভাস রয়েছে আগামিকাল থেকে।