ভারী বৃষ্টির সম্ভাবনা, তাই আগাম সতর্কতা নিচ্ছে লালবাজার, জানুন কি সেই ব্যবস্থা। বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের জেরে ভারী বৃষ্টির সম্ভাবনা হয়েছে বাংলায়। রবিবার বেলার দিকে উপকূলবর্তী জেলাগুলিতে ভারী বৃষ্টিপাত হতে পারে। ওড়িশা ও অন্ধ্রপ্রদেশ উপকূলে সতর্কতা জারি করা হয়েছে ইতিমধ্যেই। ভারী বৃষ্টিপাত হতে পারে কলকাতাতেও।
তাই আগাম সতর্কতা নিতে শুরু করেছে লালবাজার। সাইক্লোন মোকাবিলায় তৈরি কলকাতা পুলিশ। শনিবার থেকে আগামী সোমবার পর্যন্ত সতর্ক থাকবে লালবাজার। ‘Unified Command Center’ নামে একটি কন্ট্রোল রুম খোলা হয়েছে লালবাজারে। শুধু তাই নয়, পুরসভা, সিইএসসি, পিডব্লুডি, দমকল তৈরি থাকবে। পুলিশি বন্দোবস্তের দায়িত্বে থাকবেন এডিশনাল সিপি (৪) তন্ময় রায় চৌধুরী। তিনি নোডাল অফিসার।মোট ২২টি বিপর্যয় মোকাবিলা দলকে প্রস্তুত রাখা হচ্ছে। প্রতিটি দলে তিনজন করে থাকবে।
সাইক্লোন মোকাবিলায় শনিবার থেকে আগামী সোমবার পর্যন্ত সতর্ক থাকবে লালবাজার। ‘Unified Command Center’ নামে একটি কন্ট্রোল রুম খোলা হয়েছে লালবাজারে। শুধু তাই নয়, পুরসভা, সিইএসসি, পিডব্লুডি, দমকল তৈরি থাকবে। পুলিশি বন্দোবস্তের দায়িত্বে থাকবেন এডিশনাল সিপি (৪) তন্ময় রায় চৌধুরী। তিনি নোডাল অফিসার।
বিপর্যয় মোকাবিলা টিমকে দড়ি, হাতুড়ি, রেনকোট, গামবুট সহ প্রয়োজনীয় জিনিষ নিয়ে তৈরি থাকতে বলা হয়েছে। প্রতিটি থানাকে বলে রাখা হয়েছে তাদের থানার অন্তর্ভুক্ত কতগুলি বিপজ্জনক বাড়ি রয়েছে তার তালিকা তৈরি রাখতে। সেখানের বাসিন্দাদের নিরাপদ শেল্টারে চলে যাওয়ার কথা বলা হয়েছে। শুধু তাই নয়, স্ট্যান্ডবাই হিসেবে পিটিএস, বডিগার্ড লাইন্স এও প্রস্তুত রাখা হচ্ছে ৫টি টিমকে। সক্রিয় হচ্ছে নিম্নচাপ।
আর ও পড়ুন রাজ্যের উপর ধেয়ে আসছে ভয়ঙ্কর ঘূর্ণিঝড় ‘গুলাব’
সম্ভবত রবিবার উপকূলবর্তী জেলাগুলিতে আছড়ে পড়তে পারে। ভারী বৃষ্টিপাত হতে পারে কলকাতা। তাই আগাম সতর্কতা নিতে শুরু করেছে লালবাজার। মোট ২২টি বিপর্যয় মোকাবিলা দলকে প্রস্তুত রাখা হচ্ছে। প্রতিটি দলে তিনজন করে থাকবে। তবে ভবানীপুর ও কালীঘাট থানায় থাকবে দুজন করে। মোট চারটি বিপর্যয় মোকাবিলা টিম।
প্রতিটি থানাকে পুরসভা ও সেচ দফতর এর সঙ্গে যোগাযোগ রাখতে বলা হয়েছে। আলিপুর, একবালপুর, পার্কস্ট্রিট, ওয়াটগঞ্জ, নিউ মার্কেট থানায় থাকবে একটি করে বিপর্যয় মোকাবিলা টিম। বাকি আটটি ডিভিশনে একটা করেই টিম থাকছে। শুধু তাই নয়, স্ট্যান্ডবাই হিসেবে পিটিএস, বডিগার্ড লাইন্স এও প্রস্তুত রাখা হচ্ছে ৫টি টিমকে।