শুটিং ফ্লোরে শুভশ্রীর সঙ্গে এবার উপস্থিত থাকবে কে? যুবানের জন্মের পর ফের শুটিং ফ্লোরে উপস্থিত হবেন অভিনেত্রী শুভশ্রী। জানা গিয়েছে, খুব শিগগিরই তিনি ফিরবেন সিনেমায়। জোরকদমে চলছে তারই প্রস্তুতি। তবে ছোট ছেলেকে চোখের বাইরে রেখে শুটিংয়ে মন দিতে পারবেন না শুভশ্রী। স্পষ্ট জানালেন, ‘যুবানকে ছেড়ে থাকতে পারব না।’ তাই ছেলেও হাজির থাকবে সেটে। ছোটথেকেই কর্মব্যস্ত মাকে দেখে বড় হবে, এবং শুটিংয়ের পরিবেশের সঙ্গে অভ্যস্ত হয়ে উঠুক যুবান, এমনটাই চান শুভশ্রী।
উল্লেখ্য, পরিচালক সপ্তাশ্ব বসুর সঙ্গে জুটি বাঁধছেন শুভশ্রী। একটি মেডিক্যাল থ্রিলারের গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা যাবে শুভশ্রীকে। ‘ডক্টর বক্সী’ পরিচালকের চতুর্থ ছবি। পরিচালকের কথায়, প্রতিদ্বন্দ্বী ছবিতে চিকিৎসা ব্যবস্থার কিছু অন্ধকার দিক দেখানো হয়েছে। সেই সিনেমার পরেই এটির চিত্রনাট্য ভাবা হয়েছে।
আর ও পড়ুন ফের গোয়েন্দাদের জেরার মুখে জ্যাকলিন ফার্নান্দেজ
শুধুমাত্র রোজগারের মাধ্যম হিসেবে যে সমস্ত চিকিৎসকেরা এমন মহৎ পেশাকে ছোট করে দেখেন, তাঁদের বিরুদ্ধে ডক্টর বক্সীর লড়াইয়ের গল্প এই সিনেমায় ফুটিয়ে তোলা হবে। প্রাথমিকভাবে মূল চরিত্রের জন্য অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায়কে পছন্দ পরিচালকের। কথাবার্তাও চলছে।
অন্যদিকে আরও একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করবেন বনি সেনগুপ্ত। নেতিবাচক চরিত্র হলেও, ভিন্ন ধারা বলেই পছন্দ বনির। সেই কারণেই রাজি হয়েছেন তিনি। পাশাপাশি, একজন ট্রাভেল ব্লগারের ভূমিকায় দেখা যাবে শুভশ্রীকে। তবে শুটিং ফ্লোরে শুভশ্রীর সঙ্গে হাজির থাকবে ছোট্ট যুবান।