বলিউডের বেশ কিছু অভিনেত্রী এ বছর মা হয়েছেন। কেউ প্রথমবারের জন্য কেউ বা দ্বিতীয় বারের জন্য। তাই আজ আপনাদের জন্য রইল বলিউডের সেইসব সুন্দরী মায়েদের তালিকা।
করিনা কাপুর খান
করিনা কাপুর খান ও সইফ আলি খান গত বছরই ঘোষণা করেছিলেন যে তাঁরা তাঁদের দ্বিতীয় সন্তানকে স্বাগত জানানোর জন্য প্রস্তুত। করিনা ও সইফ তাঁদের প্রথম সন্তান তৈমুর আলি খানকে ২০১৬ সালের ২০ ডিসেম্বর স্বাগত জানান। করিনা তাঁর দ্বিতীয় পুত্র জেহর জন্ম দেন ২০২১ সালের ২১ ফেব্রুয়ারি।
অনুষ্কা শর্মা
গত বছর করোনা মহামারির সময়ই অন্তঃসত্ত্বা হওয়ার খবর প্রথম জানান অভিনেত্রী অনুষ্কা শর্মা ও ক্রিকেটার বিরাট কোহলি। এ বছরের জানুয়ারিতে অনুষ্কা-বিরাট তাঁর প্রথম কন্যা সন্তানকে স্বাগত জানিয়েছে।
দিয়া মির্জা
সম্প্রতি বৈভব রেখির সঙ্গে সাত পাকে বাধা পড়েছেন বলিউডের মিষ্টি অভিনেত্রী দিয়া মির্জা। মলদ্বীপে মধুচন্দ্রিমায় গিয়ে তিনি তাঁর অন্তঃসত্ত্বা হওয়ার খবর ঘোষণা করেছিলেন। তিনি তাঁর একটি মিষ্টি ছবি ইনস্টাগ্রামে পোস্ট করে এই সুখবরটি জানিয়েছিলেন। তিনি পরে জানিয়েছিলেন যে এই বিয়ে তাঁর কাছে আশীর্বাদের সমান।
লিসা হায়ডন
কুইন’ খ্যাত অভিনেত্রী লিসা হায়ডন ও তাঁর স্বামী দিনো লালবানি তাঁদের তৃতীয় সন্তানের অভিভাবক হয়েছেন। দীর্ঘদিন যাবৎ হংকংয়ের বাসিন্দা লিসার আরও দুই সন্তান রয়েছে এবং তিনি ও তাঁর স্বামী এখন তৃতীয় সন্তানকে স্বাগত জানিয়েছেন সম্প্রতি। এ বছরের ২১ জুন লিসা এক কন্যা সন্তানের জন্ম দেন, যার নাম রেখেছেন লারা।
আর ও পড়ুন ‘চরম সুখ’ পাওয়ার কিছু গোপন টোটকা
নেহা ধুপিয়া
অভিনেত্রী নেহা ধুপিয়া সম্প্রতি দ্বিতীয়বার মা হওয়ার কথা ইনস্টাগ্রামে শেয়ার করেছেন। নেহার ইতিমধ্যেই তিন বছরের একটি কন্যা রয়েছে, যার নাম মেহের। নেহা তাঁর এই খুশির খবর ইনস্টাগ্রামে শেয়ার করেন স্বামী অঙ্গদ বেদীর সঙ্গে ছবি পোস্ট করে।
নীতি মোহন
প্রথমবার মা হলেন গায়িকা নীতি মোহন। তিনি ও তাঁর অভিনেতা স্বামী নিহার পাণ্ডিয়া এ বছরের ২ জুন তাঁদের প্রথম সন্তানকে স্বাগত জানিয়েছেন। নীতি ও নিহার তাঁদের দ্বিতীয় বিবাহ বার্ষিকীতে এই সুখবরটি জানিয়েছেন।
লিসা হায়ডন
‘কুইন’ খ্যাত অভিনেত্রী লিসা হায়ডন ও তাঁর স্বামী দিনো লালবানি তাঁদের তৃতীয় সন্তানের অভিভাবক হয়েছেন। দীর্ঘদিন যাবৎ হংকংয়ের বাসিন্দা লিসার আরও দুই সন্তান রয়েছে এবং তিনি ও তাঁর স্বামী এখন তৃতীয় সন্তানকে স্বাগত জানিয়েছেন সম্প্রতি। এ বছরের ২১ জুন লিসা এক কন্যা সন্তানের জন্ম দেন, যার নাম রেখেছেন লারা।
শ্রেয়া ঘোষাল
শ্রেয়া ঘোষাল তাঁর প্রথম অন্তঃসত্ত্বা হওয়ার খবর প্রকাশ করেন স্বামী শিলাদিত্য মুখোপাধ্যায়ের সঙ্গে। শ্রেয়া তাঁর বেবি বাম্প সহ একটি ক্যান্ডিড মুহূর্তের ছবি শেয়ার করে সকলকে তাক লাগিয়ে দেন। শ্রেয়া তাঁর প্রথম সন্তানের জন্ম দেন এ বছরের ২২ মে।