বলিউডে কোন তারকার সঙ্গে কার মন-কষাকষি, জানতে পড়ুন এই প্রতিবেদনটি

বলিউডে কোন তারকার সঙ্গে কার মন-কষাকষি, জানতে পড়ুন এই প্রতিবেদনটি

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram
কষাকষি

বলিউডে কোন তারকার সঙ্গে কার মন-কষাকষি, জানতে পড়ুন এই প্রতিবেদনটি। বলিউডের তারকাদের সম্পর্কের রসায়নের খুটিনাটি পেতে অবশ্যই চোখ রাখুন এই প্রতিবেদনে।

 

প্রিয়াঙ্কা-করিনা

একটা সময় প্রিয়াঙ্কা ও করিনা কাপুর ভালো বন্ধু ছিলেন। পরে তাঁরা সেই বন্ধুত্বকে ধরে রাখতে পারেননি। এর মূলে রয়েছে পেশাগত কারণ। প্রথমেই ঝামেলার শুরু হয়, শাহরুখের ‘ডন’ ছবিটি নিয়ে। সেখানে অল্প সময়ে করিনার স্ক্রিন প্রেজেন্স কার্যত তাক লাগায় দর্শকরে। ট্রেলার থেকে পোস্টারেও করিনা বেশি প্রাধান্য পেয়েছেন বলে দাবি প্রিয়াঙ্কার। সেই জায়গায় ছবির মূল অভিনেত্রী হয়েও প্রিয়াঙ্কা সেভাবে লাইমলাইট পাননি বলে প্রাক্তন বিশ্বসুন্দরীর অভিযোগ ছিল।

 

ক্যাটরিনা- আলিয়া

একটা সময় ক্যাটরিনা কাইফ ও আলিয়া ভাটের মধ্যে সম্পর্ক অত্যন্ত ভালো ছিল। তবে দুই সুন্দরীর মাঝে চলে আসেন রণবীর। ক্যাটরিনার সঙ্গে সম্পর্ক ছেড়ে রণবীর কাপুর আলিয়া ভাটের সঙ্গে সম্পর্কে জড়িয়ে যান। আর তার কারণেই আলিয়া ও ক্যাটরিনার বন্ধুত্বে ছেদ পড়ে। ফলে বলিউডে আরও একটি সুন্দর

 

দীপিকা-সোনম

শোনা যায়, দীপিকা পাড়ুকোন ও সোনম কাপুরও এককালে খুব ভালো বন্ধু ছিলেন। সোনমের ফিল্ম কেরিয়ারের শুরু হয়েছিল রণবীর কাপুরের সঙ্গে। রণবীরের ‘সাওয়ারিয়া’ ছবিতে সোনম জুটি বাঁধেন কাপুর পরিবারের সন্তানের সঙ্গে। এদিকে, একই সময় দীপিকা কেরিয়ার শুরু করেন ‘ওম শান্তি ওম’ ছবি দিয়ে। পরে সাওয়ারিয়া ফ্লপ হতেই সোনম দীপিকা তুলনা শুরু হয় মিডিয়ায়। এদিকে,সোনমের সঙ্গে রণবীরের সম্পর্কের গুঞ্জন শোনা যেতেই দীপিকা রণবীরকে ডেট করেন। শোনা যায়, এরপর থেকেই নাকি সোনম ও দীপিকার মধ্যে সংঘাত বাড়ে।

জুহি-আমির

জুহি চাওলা ও আমির খানের একসঙ্গে একাধিক হিট ফিল্ম রয়েছে। বলিউডে ‘কয়ামত সে কয়ামত তক’, ‘ইশক’ এর মতো তাক লাগানো ছবিতে দুই তারকার অভিনয় কার্যত মন কেড়ে নেয়। বহু সময়ই এই তারকাদের একসঙ্গে ফিল্মের সেটের বাইরেও খুব হাসি ঠাট্টা করতে দেখা গিয়েছে। তবে সমস্যা বাঁধে ‘ইশক’ ফিল্মের সেট-এ। সেই সময় আমির ও জুহি শ্যুটিং করছিলেন। আর তখন সেট-এ জুহির হবু শ্বশুরবাড়ির লোকজন আসেন। এই সময় ফিল্ম ইউনিটের সকলের সঙ্গ জুহি পরিবারের সকলকে পরিচয় করিয়ে দেন। এদিকে, কথার ছলে জুহিরা পরিবারের লোকজনের সামনে আমির মজা করে জুহির হাতে থুতু ফেলেন বলে শোনা যায়। তারপর থেকেই ব্যাপক ক্ষুব্ধ হন জুহি। কার্যত এই ঘটনার পর থেকেই তাঁর ও আমিরের মুখ দেকাদেখি বন্ধ। ফিল্মেও আর একসঙ্গে দেখা যায়নি। উল্লেখ্যস নাইটরাইডার্সের মালিকানা প্রসঙ্গে পরে একবার শাহরুখের সঙ্গেও দ্বন্দ্বের সুর শোনা যায়। এমনই দাবি সূত্রের। পরে যদিও তা মিটমাট হয় বলে খবর।

 

আর ও  পড়ুন  কাল ভারত বনধ, কোন কোন বিরোধী দল সমর্থন জানিয়েছে?

 

শাহরুখ- সলমন

বহুদিন ধরে সংঘাতের বাতাবরণের পর শেষে সলমন খান ও শাহরুখের বন্ধুত্ব হয়। তবে সমস্যা দেখা দেয় ক্যাটরিনার জন্মদিনের একটি পার্টিতে। শোনা যায়, সেখানে সলমন ও শাহরুখ সম্মুখ বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন। তারপর থেকেই দুজনের সম্পর্ক খারাপ হয়। যদিও পরে ‘করণ অর্জুন’ কে একসঙ্গে বহু জায়গায় দেখা যায় সখ্যতার মেজাজে একাত্ম হতে

 

অ্যাশ-রানি

শুরু ‘চলতে চলতে’ ফিল্ম থেকে। সেই সময় শাহরুখ খানের সঙ্গে ছবিতে প্রথমে অভিনয় করতে শুরু করেন অ্যাশ। পরে ছবির সেট-এ গিয়ে ঐশ্বর্যর তৎকালীন বয়ফ্রেন্ড সলমন খান ব্যাপক তোলপাড় শুরু করেন। দুই তারকার ঝগড়ার মাঝে শ্যুটিং বন্ধ হয়। পরে ছবি থেকে ঐশ্বর্যের নাম বাদ যায়। ছবিতে আসেন রানি। এরপর থেকেই দুই তারকার মধ্যে ঠান্ডা যুদ্ধ শুরু হয় বলে জানা যায়। এদিকে, অভিষেকের সঙ্গে ঐশ্বর্যর সম্পর্কও দুই অভিনেত্রীর মাঝের দেওয়াল তৈরি করেছে বলেও বর্ণনা করে বহু গুঞ্জন।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top