ভবানীপুর হাইভোল্টেজ নির্বাচনের আগে দেখে নিন এই বিধানসভা কেন্দ্রের ইতিহাস

ভবানীপুর হাইভোল্টেজ নির্বাচনের আগে দেখে নিন এই বিধানসভা কেন্দ্রের ইতিহাস

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram
হাইভোল্টেজ

ভবানীপুর  হাইভোল্টেজ নির্বাচনে আগে দেখে নিন ভবানীপুর বিধানসভা কেন্দ্রের ইতিহাস। কোন সালে কে জিতেছিলেন কত ভোটে জিতে ছিলেন সমস্ত কিছু। ৩০ সেপ্টেম্বরই ভবানীপুর কেন্দ্রে উপনির্বাচন হবে।তার আগে আপনাদের জন্য রইল এই কেন্দ্রের কিছু ইতিহাস অর্থাৎ ভোটের আগে একবার ফিরে দেখা এই কেন্দ্রের দিকে-

 

২০২১ বিধানসভা নির্বাচন

তৃণমূলের শোভনদেব চট্টোপাধ্যায় পান ৭৩,৫০৫ ভোট। বিজেপির রুদ্রনীল ঘোষ পান ৪৪,৭৮৬টি ভোট। কংগ্রেসের মহঃ শাদাব খান পান ৫,২১১টি ভোট। এর পাশাপাশি একজন বিএসপি এবং ৫ জন নির্দল প্রার্থী ছিলেন। কিন্তু কারোর প্রাপ্ত ভোটই হাজারের গণ্ডি পার করেনি।

২০১৬ বিধানসভা নির্বাচন

তৃণমূল কংগ্রেস প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায় পান ৬৫,৫২০টি ভোট। ৪৭ শতাংশ ভোট পান তিনি। কংগ্রেস প্রার্থী দীপা দাসমুন্সী পান ৪০,২১৯টি ভোট। মোট ২৯ শতাংশ ভোট। বিজেপি প্রার্থী চন্দ্র কুমার বসু পান ২৬,২৯৯টি ভোট। ১৯ শতাংশ ভোট পায় বিজেপি।

 

আর ও  পড়ুন    কয়েক ঘণ্টার ব্যবধানে জন্ম-মৃত্যুর সাক্ষী থাকলেন এক ‘মা’

 

২০১১ বিধানসভা নির্বাচন

তৃণমূলের সুব্রত বক্সী পান ৮৭,৯০৩টি ভোট। মোট ৬৪ শতাংশ ভোট পান তিনি। সিপিএমের নারায়ণ প্রসাদ জৈন পান ৩৭,৯৬৭টি ভোট। মোট ২৭ শতাংশ ভোট পান তিনি। বিজেপির রামচন্দ্র জয়সওয়াল পান ৫ হাজার ভোট। মোট ৩ শতাংশ ভোট পায় বিজেপি।

২০১১ বিধানসভা উপ-নির্বাচন

ভোটে জেতার কয়েক দিনের মধ্যে পদত্যাগ করেন সুব্রত বক্সী। মমতা বন্দ্যোপাধ্যায় এই কেন্দ্র থেকে নির্বাচনে লড়েন।  তিনি পান ৭৩,৬৩৫টি ভোট। সিপিএমের নন্দিনী মুখোপাধ্যায় পান ১৯ হাজার ভোট। মমতা বন্দ্যোপাধ্যায় ৭৭ শতাংশ ভোট নিয়ে উপ নির্বাচনে জিতে মুখ্যমন্ত্রী হন। বামেদের ভোট কমে গিয়ে হয় ২০ শতাংশ।

 

উল্লেখ্য, ভবানীপুর  হাইভোল্টেজ নির্বাচনে আগে দেখে নিন ভবানীপুর বিধানসভা কেন্দ্রের ইতিহাস। কোন সালে কে জিতেছিলেন কত ভোটে জিতে ছিলেন সমস্ত কিছু। ৩০ সেপ্টেম্বরই ভবানীপুর কেন্দ্রে উপনির্বাচন হবে।তার আগে আপনাদের জন্য রইল এই কেন্দ্রের কিছু ইতিহাস।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top