নিম্নচাপের দাপটে সুন্দরবনে নদী বাঁধ ভাঙনের আশঙ্কা দেখা দিয়েছে

নিম্নচাপের দাপটে সুন্দরবনে নদী বাঁধ ভাঙনের আশঙ্কা দেখা দিয়েছে

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram
সুন্দরবনে

নিম্নচাপের দাপটে সুন্দরবনে নদী বাঁধ ভাঙনের আশঙ্কা দেখা দিয়েছে।  নিম্নচাপের দাপটে দক্ষিণ ২৪ পরগনা জেলা জুড়ে চলছে প্রবল বৃষ্টি। গতকাল রাত থেকেই দক্ষিণ ২৪ পরগনা জেলার  সুন্দরবন, নামখানা, কাকদ্বীপে এক নাগাড়ে চলছে বৃষ্টিপাত। উপকূলবর্তী গ্রাম গুলিতে বইছে ঝোড়ো হাওয়া। সমুদ্রে শুরু হয়ে গিয়েছে জলোচ্ছ্বাস।  নদী ও সমুদ্রের জল ইতিমধ্যেই ঢুকতে শুরু করেছে নামখানা, বকখালি, কাকদ্বীপের গ্রামগুলিতে।

 

এক নাগাড়ে বৃষ্টির জেরে বাঁধের মাটি নরম হয়ে গিয়েছে। ফলে অনেক জায়গায় নদী বাঁধ ভেঙে পড়ার আশঙ্কা বাড়ছে গ্রামবাসীদের মধ্যে। দক্ষিণ ২৪ পরগনার বিস্তীর্ণ এলাকায় চাষের জমিতে জল ঢুকে গিয়েছে। ফলে ফসলের ব্যাপক  ক্ষতি হচ্ছে।

 

রাজ্য  প্রশাসনের তরফে দুর্যোগ মোকাবিলায় ব্যবস্থা গ্ৰহণ করা হচ্ছে। দক্ষিণ ২৪ পরগনা জেলার প্রতিটি ব্লকে যথেষ্ট ত্রাণ সামগ্রী মজুত করা রয়েছে। সতর্ক থাকতে বলা হয়েছে প্রতিটি ব্লক ও পঞ্চায়েতকে। দুর্যোগ সামাল দিতে তৈরি রাখা হয়েছে বিপর্যয় মোকাবিলা বাহিনীকেও।

 

আর ও  পড়ুন    কয়েক ঘণ্টার ব্যবধানে জন্ম-মৃত্যুর সাক্ষী থাকলেন এক ‘মা’

 

পাশাপাশি নিন্মচাপের  দাপটে পূর্ব মেদিনীপুর জেলা জুড়ে চলছে প্রবল বৃষ্টি। গতকাল রাত থেকেই পটাশপুর, ভগবানপুর, এগরায় এক নাগাড়ে চলছে বৃষ্টিপাত। উপকূলবর্তী গ্রাম গুলিতে বইছে ঝোড়ো হাওয়া। সমুদ্রে শুরু হয়ে গিয়েছে জলোচ্ছ্বাস। ঝোড়ো হাওয়া বইছে সমুদ্রে। নদী ও সমুদ্রের জোয়ারের জল ইতিমধ্যে ঢুকতে শুরু করেছে রামনগরের বাধিয়া, জামোড়া গ্রাম গুলিতে।

 

কেলেঘাই নদীর বাঁধ কয়েকদিন আগেই বৃষ্টিতে ভেঙে গিয়েছে। যার জেরে গ্রামবাসীদের বাড়ছে বিপত্তি। রামনগরের বাধিয়া, জামোড়া গ্রাম গুলিতে। প্রশাসনের তরফে কয়েক হাজার মানুষকে নিরাপদে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে।

 

উল্লেখ্য, নিম্নচাপের দাপটে দক্ষিণ ২৪ পরগনা জেলা জুড়ে চলছে প্রবল বৃষ্টি। গতকাল রাত থেকেই দক্ষিণ ২৪ পরগনা জেলার  সুন্দরবন, নামখানা, কাকদ্বীপে এক নাগাড়ে চলছে বৃষ্টিপাত। উপকূলবর্তী গ্রাম গুলিতে বইছে ঝোড়ো হাওয়া। সমুদ্রে শুরু হয়ে গিয়েছে জলোচ্ছ্বাস।   নদী ও সমুদ্রের জল ইতিমধ্যেই ঢুকতে শুরু করেছে নামখানা, বকখালি, কাকদ্বীপের গ্রামগুলিতে।  রাজ্য  প্রশাসনের তরফে দুর্যোগ মোকাবিলায় ব্যবস্থা গ্ৰহণ করা হচ্ছে। দক্ষিণ ২৪ পরগনা জেলার প্রতিটি ব্লকে যথেষ্ট ত্রাণ সামগ্রী মজুত করা রয়েছে। সতর্ক থাকতে বলা হয়েছে প্রতিটি ব্লক ও পঞ্চায়েতকে। দুর্যোগ সামাল দিতে তৈরি রাখা হয়েছে বিপর্যয় মোকাবিলা বাহিনীকেও।

 

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top