মানিকে মাগে হিতে গেয়ে আবারও ভাইরাল রানু মণ্ডল

মানিকে মাগে হিতে গেয়ে আবারও ভাইরাল রানু মণ্ডল

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram
ভাইরাল

মানিকে মাগে হিতে গেয়ে আবারও ভাইরাল রানু মণ্ডল। ইওহানি ডি’সিলভর মানিকে মাগে হিতে গেয়ে আবারও ভাইরাল রানু মণ্ডল। এর আগে ২০১৯, লতা মঙ্গেশকরের বিখ্যাত ‘এক পেয়ার কা নাগমা হ্যায়’ গেয়ে ভাইরাল হয়েছিলেন রানু। ইউটিউবে উঠে আসা ভিডিয়োতে রানু মণ্ডলকে দেখা যাচ্ছে লাল টি-শার্টে। যেখানে ইওহানি ডি’সিলভার সংহলী গান ‘মানিকে মাগে হিতে’ -র উচ্চারণ নকল করে দিব্যি হাসতে হাসতে গান গাইছেন তিনি। যিনি ভিডিয়ো বানাচ্ছিলেন, সেই ইউটিউবারও শেষে প্রশংসা না করে পারলেন না, বললেন ‘অসাধারণ, অসাধারণ’।

 

শুনে হেসে ফেললেন রানু। ইতিমধ্যেই এই ভিডি ৭৫ হাজারেরও বেশি মানুষ দেখে ফেলেছেন। লাইক করেছেন ২.৪ হাজার মানুষ। অনেকেই কমেন্ট বক্সে প্রশংসায় ভরিয়ে দিয়েছেন।২০১৯সালে রাণাঘাট স্টেশনে প্রথম রানু মণ্ডলের খোঁজ মেলে। এক ইঞ্জিনিয়র রানুর গানও ‘এক পেয়ার কা নাগমা হ্যায়’ গানটি ভিডিয়ো করে ফেসবুকে পোস্ট করেছিলেন। সেই ভিডিয়ো ভাইরাল হতেই চর্চায় উঠে আসেন রানু।

 

উল্লেখ্য, অনেক দিন ধরে খবরে নেই রানু মণ্ডল। বলি পাড়া থেকে ছিটকে পড়ে ফিরে আসেন রানাঘাটে। কিন্তু হঠাৎ করেই ইওহানি ডি’সিলভর মানিকে মাগে হিতে গেয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে আবার ভাইরাল হয়েছেন রানু মণ্ডল। রানাঘাটের স্টেশনে লতা মঙ্গেশকরের গাওয়া এক গান গেয়ে ফেসবুকে ভাইরাল হয়েছিলেন রানু৷

 

আর ও  পড়ুন    নিম্নচাপের দাপটে সুন্দরবনে নদী বাঁধ ভাঙনের আশঙ্কা দেখা দিয়েছে

 

তারপর সেই গান ঝড়ের বেগে শেয়ার হতে থাকে৷ এমনকি রানুকে এক সময় রানাঘাটের লতা মঙ্গেশকরও বলা হয়েছিল৷ এক প্যায়ার কা নগমা হ্যায়৷- সেই গান ফেসবুকে এমনই ভাইরাল হয় যে, সোশাল মিডিয়ার রানু মণ্ডল হয়ে গেলেন বলিউডের স্টার৷ হিমেশ রেশমিয়ার হাত ধরে রানুর সিনেমার গান হিট হয়৷ সে সময় রানুই ছিলেন বলিউডের চোখের মণি৷ তারপর সব গেল উল্টে৷ রানু ফের ফিরে গেলেন রানাঘাটে৷ ধীরে ধীরে উজ্জ্বল দিন গায়েব!

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top