হাইভোল্টেজ ভবানীপুরে উঠলো ছাপ্পা ও বুথ জ্যামের অভিযোগ

হাইভোল্টেজ ভবানীপুরে উঠলো ছাপ্পা ও বুথ জ্যামের অভিযোগ

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram
জ্যামের

হাইভোল্টেজ ভবানীপুরে উঠলো ছাপ্পা ও বুথ জ্যামের অভিযোগ। ভবানীপুরের হাইভোল্টেজ উপ নির্বাচনে উঠলো ছাপ্পা ও ভুয়ো ভোটের অভিযোগ। ভবানীপুরের খালসা হাইস্কুলে এই ঘটনাকে কেন্দ্র করে এদিন দুপুরে তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়ে। ভবানীপুরে  বিজেপি প্রার্থী প্রিয়াঙ্কা টিবরেওয়াল বুথে এলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। স্থানীয়দের অভিযোগ বিজেপি প্রার্থী প্রিয়াঙ্কা টিবরেওয়াল অতিরিক্ত গাড়ি এবং বহিরাগতদের নিয়ে এলাকায় ঘুরছেন।

 

ফলে তাঁদের ভোট দিতে অসুবিধা হচ্ছে। পাল্টা বিজেপি প্রার্থীর অভিযোগ, বুথ জ্যাম করে ছাপ্পা ভোট চলছে। বিশেষ করে তৃণমূল বিধায়ক  মদন মিত্রর এলাকায় ভুয়ো ভোট চলছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে কেন্দ্রীয় বাহিনী। এদিন  সকাল ৯টা পর্যন্ত সবচেয়ে কম ভোট পড়েছে ভবানীপুরে ৭.৫৭ শতাংশ। ভবানীপুরে ভোটদানের হার কম হওয়ায় চিন্তিত গেরুয়া শিবির।

 

ভোটারদের বুথমুখী করতে উদ্যোগ বিজেপি নেতৃত্ব। পদ্ম শিবিরের অভিযোগ, সাদা পোশাকের পুলিশ বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের বাড়ি থেকে বেরতে নিষেধ করছে। ইতিমধ্যে কমিশনে অভিযোগও জানিয়েছেন তাঁরা। পাল্টা ভোটারদের বুথে গিয়ে ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন মন্ত্রী ফিরহাদ হাকিম। ট্যুইটারে তিনি লেখেন, “ভবানীপুরের সকলের কাছে আর্জি বাড়ি থেকে বাইরে এসে উন্নয়ন এবং সমতার পক্ষে ভোট দিন।

 

এদিকে এদিন সকাল থেকে  ভবানীপুর কেন্দ্রে ভোটগ্রহণ ঘিরে বিক্ষিপ্ত উত্তেজনা ছড়ায়।  ১৪৪ ধারা জারি এলাকায়। কিন্তু তা সত্ত্বেও খোলা সমস্ত দোকানপাট। এবার এই নিয়েই পুলিসকে সরাসরি প্রশ্ন করলেন বিজেপি প্রার্থী প্রিয়াঙ্কা টিবরেওয়ালের। তারপরেই রিপোর্ট তলব করল নির্বাচন কমিশন। ইতিমধ্যেই অতিরিক্ত বাহিনী মোতায়েন করা হয়েছে এই হাইভোল্টেজ কেন্দ্রে।

 

আর ও  পড়ুন    প্রেতের জন্য পরিচিত এই প্রাসাদে থাকার সাহস দেখাবেন নাকি ? 

 

ভবানীপুর উপনির্বাচনে বিজেপি প্রার্থী প্রিয়াঙ্কা টিবরেওয়াল বলেন যে পশ্চিমবঙ্গ সরকার এখন ভয়ে আছে। বিজেপি প্রার্থী বলেন, “আমরা সুষ্ঠু নির্বাচনের জন্য আশাবাদী। নিরাপত্তা মোতায়েন খুবই গুরুত্বপূর্ণ। এলাকার ভোটকেন্দ্র পরিদর্শন করছি। রাজ্য সরকার এই মুহূর্তে ভয়ে আছে।

 

প্রিয়াঙ্কা অভিযোগ করে বলেন, ৭২ নম্বর ওয়ার্ডে বুথ জ্যাম করে ভোট চলছে। যদিও তা অস্বীকার করেছেন ফিরহাদ হাকিম। তাঁর বক্তব্য, ভবানীপুরে পদ্মশিবিরের কোনও শক্তি না থাকায় এ ধরণের অভিযোগ করছেন। তবে এখনও পর্যন্ত সেভাবে ভোটের লাইন দেখা যাচ্ছে না।

 

ফিরহাদ হাকিম বলেন, “বুথ কোথাও জ্যাম নেই। মেশিন খারাপ থাকায় ভিড় হচ্ছে। বিজেপি প্রার্থী  কাউকে চেনেন না। তাই ভাবছেন জ্যাম হচ্ছে। আর ভাবনীপুরে বুথ জ্যাম হয় না। আমরা মানুষের মনটাই দখল করে নিয়েছি। সেই মানুষরাই ভোট দিচ্ছে। বুথ জ্যাম করতে যাব কেন।

 

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top