দুপুরের পর ভবানীপুরের মিত্র ইনস্টিটিউশনে ভোট দিলেন মমতা হাইভোল্টেজ ভবানীপুর উপ নির্বাচনে ভোট দিলেন তৃণমূল প্রার্থী তথা পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ভবানীপুরের মিত্র ইনস্টিটিউশনে ভোট দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন বিকাল ৩টে ১৫ মিনিট নাগাদ মিত্র ইনস্টিটিউশনে যান মমতা। সেখানে ভোট দিয়ে মিনিট তিনেকের মধ্যে বেরিয়ে যান তিনি। ভোট দেওয়ার পর ভোটারদের সঙ্গে দেখা করে কেমন ভোট হচ্ছে তার খোঁজ খবর নেন।
অন্যদিকে, পরিবারের সকলকে নিয়ে এদিন দুপুর ২টোর পর ভোট দিতে যান পশ্চিমবঙ্গের মন্ত্রী ফিরহাদ হাকিম। চেতলা গার্লস স্কুলে ভোট দিয়েছেন তিনি। এদিন মিত্র ইনস্টিটিউশনে গিয়ে ভোট দিলেন মুখ্যমন্ত্রীর ভাই কার্তিক বন্দ্যোপাধ্যায়। স্ত্রী এবং পুত্রকে সঙ্গে নিয়ে ভবানীপুর উপনির্বাচনে ভোট দিলেন তিনি।
আর ও পড়ুন সামাজিক মাধ্যমে ভাইরাল শোভন-বৈশাখীর তা তা থৈ থৈ নাচ
দুপুর ১টা পর্যন্ত ভবানীপুরে ভোট পড়েছে ৩৫.৯৭ শতাংশ। এদিন সকাল থেকেই ভোটের লাইনে দেখা গিয়েছে ভবানীপুরবাসীকে। পশ্চিমবঙ্গের শাসকদল তৃণমূলের একাধিক মন্ত্রী বার বার অনুরোধ জানিয়েছেন বেশি করে ভোট দেওয়ার জন্য।
তবে রাজ্যের বাকি দুই কেন্দ্রের তুলনায় দুপুর ১টা পর্যন্ত ভবানীপুরে ভোটের হার কম। সেখানে ভোট পড়েছে ৩৫.৯৭ শতাংশ। সেখানে দাঁড়িয়ে পশ্চিমবঙ্গের বাকি দুটি কেন্দ্র মুর্শিদাবাদের জঙ্গিপুরে দুপুর ১টা পর্যন্ত এবং শমসেরগঞ্জে ভোটের হার যথাক্রমে ৫৩.৭৮ শতাংশ এবং ৫৭.১৫ শতাংশ।
উল্লেখ্য,হাইভোল্টেজ ভবানীপুর উপ নির্বাচনে ভোট দিলেন তৃণমূল প্রার্থী তথা পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ভবানীপুরের মিত্র ইনস্টিটিউশনে ভোট দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন বিকাল ৩টে ১৫ মিনিট নাগাদ মিত্র ইনস্টিটিউশনে যান মমতা।
সেখানে ভোট দিয়ে মিনিট তিনেকের মধ্যে বেরিয়ে যান তিনি। ভোট দেওয়ার পর ভোটারদের সঙ্গে দেখা করে কেমন ভোট হচ্ছে তার খোঁজ খবর নেন। অন্যদিকে, পরিবারের সকলকে নিয়ে এদিন দুপুর ২টোর পর ভোট দিতে যান পশ্চিমবঙ্গের মন্ত্রী ফিরহাদ হাকিম। চেতলা গার্লস স্কুলে ভোট দিয়েছেন তিনি। এদিন মিত্র ইনস্টিটিউশনে গিয়ে ভোট দিলেন মুখ্যমন্ত্রীর ভাই কার্তিক বন্দ্যোপাধ্যায়। স্ত্রী এবং পুত্রকে সঙ্গে নিয়ে ভবানীপুর উপনির্বাচনে ভোট দিলেন তিনি।
তবে রাজ্যের বাকি দুই কেন্দ্রের তুলনায় দুপুর ১টা পর্যন্ত ভবানীপুরে ভোটের হার কম। সেখানে ভোট পড়েছে ৩৫.৯৭ শতাংশ। সেখানে দাঁড়িয়ে পশ্চিমবঙ্গের বাকি দুটি কেন্দ্র মুর্শিদাবাদের জঙ্গিপুরে দুপুর ১টা পর্যন্ত এবং শমসেরগঞ্জে ভোটের হার যথাক্রমে ৫৩.৭৮ শতাংশ এবং ৫৭.১৫ শতাংশ।