Deprecated: version_compare(): Passing null to parameter #2 ($version2) of type string is deprecated in /home/u517603494/domains/shinetv.in/public_html/wp-content/plugins/elementor/core/experiments/manager.php on line 170
recognize the public welfare work of Pujo clubs Dadagiri 'Samman'

পুজো ক্লাবের জনকল্যাণমূলক কাজকে স্বীকৃতি দিতে দাদাগিরি সম্মান!

পুজো ক্লাবের জনকল্যাণমূলক কাজকে স্বীকৃতি দিতে দাদাগিরি সম্মান!

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram
সম্মান

পুজো ক্লাবের জনকল্যাণমূলক কাজকে স্বীকৃতি দিতে দাদাগিরি’ সম্মান! গত ২৫ সেপ্টেম্বর থেকে শুরু হয়েছে ‘দাদাগিরি’ সিজন ৯। সারা বাংলা জুড়ে দেখা যায় কিংবা শোনা যায়, গর্ব করার মতো অসংখ্য ঘটনা, যা ক্রমাগত গেয়ে চেলেছে মানুষের জয়গান। এবারের ‘দাদাগিরি’ -র মঞ্চে উদযাপিত হবে এই সমস্ত কিছু। আগের সিজনগুলির মতো এবারও এই গেম শোয়ের সঞ্চালনা করেছেন ভারতের প্রাক্তন অধিনায়ক তথা বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গাঙ্গূলী।

 

‘দাদাগিরি’ সিজন ৯-র মূলমন্ত্র -“হাত বাড়ালেই বন্ধু হওয়া যায়।” আর সেই মন্ত্রকে মাথায় রেখেই নয়া উদ্যোগ নিল জি বাংলা। এই দুর্গা পুজোয়, জি বাংলার উপস্থাপনা – ‘দাদাগিরি সিজন ৯ হাত বাড়ালেই বন্ধু হওয়া যায় সন্মান’। বাংলার বারোয়ারি পুজোর ক্লাবগুলির জনকল্যাণমূলক কাজকে স্বীকৃতি দিতেই এই অভিনব উদ্যোগ চ্যানেলের।

 

‘দাদাগিরি সিজন ৯ হাত বাড়ালেই বন্ধু হওয়া যায় সন্মান’ -এ রেজিস্ট্রেশন করতে পারবে পশ্চিমবঙ্গের যে সমস্ত ক্লাব দীর্ঘদিন ধরে বারোয়ারি পুজো করে, তারা। ২৬ সেপ্টেম্বর থেকে ২ অক্টোবর পর্যন্ত জি বাংলার অফিস এবং হোয়াটস অ্যাপ এক্টিভেশনের মাধ্যমে রেজিস্ট্রেশন করা যাবে। আগ্রহী ক্লাবগুলি অংশগ্রহণ করতে ফিলআপ করতে পারেন ফর্ম।

 

আর ও  পড়ুন    নিম্নচাপের জেরে রাজ্যে ফের অগ্নিমূল্য বাজার দর!

 

 

বাংলা ফর্ম – https://forms.gle/mN8j6ncNY62hhzR7A ।

ইংরাজী ফর্ম – https://forms.gle/s19HgkaSyEL26Whg7

এছাড়াও যোগাযোগ করতে পারেন – +91- 8100454335 নম্বরে।

কঠিন সময় পশ্চিমবঙ্গের যে সমস্ত দুর্গাপুজো ক্লাবগুলি অভাবী ও দরিদ্রদের পাশে নিঃস্বার্থভাবে দাঁড়াচ্ছে, তাঁদের সম্মান জানাতেই এই উদ্যোগ। এই বছরের ‘দাদাগিরি সিজন ৯-এর সঙ্গে মিল রেখে জি বাংলা এই প্ল্যাটফর্ম সরবরাহ করছে যেখানে, মানুষের দিকে সাহায্যের হাত বাড়ানোই মূল কথা। এই সমস্ত ক্লাবগুলিকে এই বছরের দুর্গাপুজোর সময়, বিশেষ স্বীকৃতি দেওয়া হবে।

 

প্রসঙ্গত, গত শনিবার ‘দাদাগিরি’ সিজন ৯-র গ্র্যান্ড ওপেনিংয়ের পর রবিবার সম্প্রচার হয়েছে ‘মিঠাই’ পরিবারের সঙ্গে জমজমাট পর্ব। এই সপ্তাহান্তেও রয়েছে বিশেষ চমক। হাজির থাকবেন ‘সারেগামাপা’-র গত সিজনের বিচারক-গুরুরা।

 

বিগত প্রায় এক দশক যাবত টেলিভিশনের পর্দায় ‘দাদাগিরি’র যাত্রা অটুট রয়েছে। ভারতীয় ক্রিকেট টিমের প্রাক্তন ক্যাপ্টেন তথা ভারতীয় ক্রিকেটের মহানায়ক তথা সকলের প্রিয় দাদা সৌরভ গাঙ্গুলীর সঞ্চালনায় এই রিয়েলিটি শো ক্রমাগত নিত্যনতুন মাইলস্টোন ছুঁয়েছে। দাদাগিরির ৭টি সিজনের সঞ্চালনার দায়িত্বে থেকেছেন সৌরভ গাঙ্গুলী। পর্দায় তার উপস্থিতিই যেন টিআরপির গতি নির্ধারণের পক্ষে যথেষ্ট।

 

গতবছর দাদাগিরি সিজন ৮ এর সফর শেষ হয়েছে। তারপর থেকেই কার্যত দর্শক অধীর আগ্রহে দাদাগিরি আনলিমিটেড সিজন ৯-এর জন্য অপেক্ষা করছিলেন। প্রিয় দাদাকে আবারও টেলিভিশনের পর্দায় দেখার লোভ সামলানো সত্যিই দর্শকের পক্ষে মুশকিল। তবে এবার তাদের অপেক্ষা শেষ। গত ২৫ সেপ্টেম্বর থেকে শুরু হয়েছে ‘দাদাগিরি’ সিজন ৯।

 

উল্লেখ্য, গত ২৫ সেপ্টেম্বর থেকে শুরু হয়েছে ‘দাদাগিরি’ সিজন ৯। সারা বাংলা জুড়ে দেখা যায় কিংবা শোনা যায়, গর্ব করার মতো অসংখ্য ঘটনা, যা ক্রমাগত গেয়ে চেলেছে মানুষের জয়গান। এবারের ‘দাদাগিরি’ -র মঞ্চে উদযাপিত হবে এই সমস্ত কিছু।

 

আগের সিজনগুলির মতো এবারও এই গেম শোয়ের সঞ্চালনা করেছেন ভারতের প্রাক্তন অধিনায়ক তথা বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গাঙ্গূলী।ব ‘দাদাগিরি’ সিজন ৯-র মূলমন্ত্র -“হাত বাড়ালেই বন্ধু হওয়া যায়।” আর সেই মন্ত্রকে মাথায় রেখেই নয়া উদ্যোগ নিল জি বাংলা। এই দুর্গা পুজোয়, জি বাংলার উপস্থাপনা – ‘দাদাগিরি সিজন ৯ হাত বাড়ালেই বন্ধু হওয়া যায় সন্মান’। বাংলার বারোয়ারি পুজোর ক্লাবগুলির জনকল্যাণমূলক কাজকে স্বীকৃতি দিতেই এই অভিনব উদ্যোগ চ্যানেলের।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top