দেশে সর্বনিম্ন কোভিড সংক্রমণ, পুজোর মরসুমে মিললো স্বস্তি । সাম্প্রতিক কালের মধ্যে কিছুটা স্বস্তি দিয়ে দেশে সর্বনিম্ন কোভিড সংক্রমণ। মঙ্গলবার ২০ হাজারের নীচে নামল দৈনিক আক্রান্তের সংখ্যা। গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ১৮ হাজার ৩৪৬ জন। এখনও পর্যন্ত দেশে মোট আক্রান্তের সংখ্যা ৩ কোটি ৩৮ লক্ষ ৫৩ হাজার ৪৮। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ২৯ হাজার ৬৩৯ জন। এদিন দেশে অ্যাক্টিভ রোগীর সংখ্যা কমল ১১ হাজারেরও বেশি। এদিকে সুস্থতার হার ৯৭.৯৩ শতাংশ। দেশে মোট অ্যাক্টিভ রোগীর সংখ্যা ২ লক্ষ ৫২ হাজার ৯০২। কিন্তু গতকালের চেয়ে মঙ্গলবার কিছুটা বাড়ল মৃতের সংখ্যা।
দেশে গত ২৪ ঘণ্টায় করোনার কবলে প্রাণ হারিয়েছেন ২৬৩ জন। এই নিয়ে দেশে করোনার কবলে পড়ে মোট মৃত্যু হয়েছে ৪ লক্ষ ৪৯ হাজার ২৬০ জনের। রাজ্যগুলির মধ্যে কেরলে দৈনিক সংক্রমণ সবচেয়ে বেশি। গত ২৪ ঘণ্টায় ওই রাজ্যে নতুন করে আক্রান্ত হয়েছেন ৮ হাজার ৮৫০ জন। আক্রান্তের নিরিখে তারপরেই রয়েছে মহারাষ্ট্র। সেখানে নতুন করে আক্রান্ত হয়েছেন ৩ হাজার ১৬৫ জন। এরপরে রয়েছে তামিলনাড়ু। পশ্চিমবঙ্গেও আক্রান্তের সংখ্যা কমেছে। গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছেন ৬০১ জন।
আর ও পড়ুন ঘূর্ণিঝড় শাহীনের তাণ্ডবে মৃত্যু হলো ১৩ জনের
স্বাভাবিকভাবেই দেশের সার্বিক করোনা গ্রাফের পতনে উৎসবের মরসুমে স্বস্তি মিলছে। এদিকে টিকাকরণও চলছে জোরকদমে। দেশজুড়ে ৭২ লক্ষেরও বেশি মানুষকে গত ২৪ ঘণ্টায় কোভিডের টিকা দেওয়া হয়েছে। করোনার সংক্রমণ নিন্মমুখী হওয়ায় স্বাভাবিকভাবেই কিছুটা স্বস্তি নেমেছে সাধারণ মানুষের মধ্যে।
উল্লেখ্য, সাম্প্রতিক কালের মধ্যে কিছুটা স্বস্তি দিয়ে দেশে সর্বনিম্ন কোভিড সংক্রমণ। মঙ্গলবার ২০ হাজারের নীচে নামল দৈনিক আক্রান্তের সংখ্যা। গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ১৮ হাজার ৩৪৬ জন। এখনও পর্যন্ত দেশে মোট আক্রান্তের সংখ্যা ৩ কোটি ৩৮ লক্ষ ৫৩ হাজার ৪৮। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ২৯ হাজার ৬৩৯ জন। এদিন দেশে অ্যাক্টিভ রোগীর সংখ্যা কমল ১১ হাজারেরও বেশি। এদিকে সুস্থতার হার ৯৭.৯৩ শতাংশ। দেশে মোট অ্যাক্টিভ রোগীর সংখ্যা ২ লক্ষ ৫২ হাজার ৯০২। কিন্তু গতকালের চেয়ে মঙ্গলবার কিছুটা বাড়ল মৃতের সংখ্যা।