বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন অভিনেত্রী মৌনী রায় ! জনপ্রিয়তায় এগিয়ে চলেছেন অভিনেত্রী মৌনী রায়। ইনস্টাগ্রামে ভক্ত সংখ্যা দিন দিন বেড়েই চলেছে তার। অনেকদিন ধরেই শোনা যাচ্ছে তিনি দুবাইয়ের ব্যবসায়ী সুরজ নাম্বিয়ারের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্কে আছেন। বেশ কিছু জায়গায় তাদের দুজনকে একসঙ্গে দেখা গেছে। অবশ্য করোনা মহামারিতে দীর্ঘ সময় দুবাইয়ে কাটিয়েছেন মৌনী। এবার গুঞ্জন শোনা যাচ্ছে মৌনী এবং সুরজ সাতপাকে বাঁধা পড়তে চলেছেন।
সুত্রের খবর, গামী জানুয়ারি মাসে বিয়ে করছেন এই জুটি। বিয়ের অন্ষ্ঠুান হবে দুবাই অথবা ইতালিতে। তবে মৌনীর নিজের পুরনো শহর কুচবিহারেও অনুষ্ঠান হবে। কিছুদিন আগে গোয়ায় জন্মদিন পালনের ছবি শেয়ার করেছিলেন মৌনী। সম্প্রতি মিউজিক ভিডিও ‘দিল গলতি কর বৈঠা হ্যায়’-এ মৌনীকে দেখা গেছে গায়ক জুবীন নৌটিয়ালের সঙ্গে।
আর ও পড়ুন এবার পুজোয় অ্যালবামে গান গাইলেন মমতা
এর আগে মৌনীর সম্পর্ক ছিল অভিনেতা গৌরব চোপড়ার সঙ্গে। পরবর্তীতে তাদের সম্পর্ক ভেঙে যায়। ২০০৬ সালে ধারাবাহিক ‘কিঁউকি সাস ভি কভি বহু থি’-তে অভিনয় করেন মৌনী। এর পর একাধিক ধারাবাহিকে তিনি অভিনয় করেছেন।
বড়পর্দায় ২০০৪ সালে ‘রান’ ছবিতে অভিনয় করেন। ২০১৮ সালে অক্ষয় কুমারের বিপরীতে ‘গোল্ড’ ছবিতে অভিনয় করে সবার নজর কাড়েন মৌনী। মুক্তির অপেক্ষায় রয়েছে অয়ন মুখোপাধ্যায়ের ছবি ‘ব্রহ্মাস্ত্র’। এই ছবিতে অভিনয় করছেন রণবীর কাপুর ও আলিয়া ভাট, অমিতাভ বচ্চন ও নাগার্জুন।