রোজ রাত সাড়ে ১১টা থেকে ভোর ৬টা পর্যন্ত বন্ধ থাকবে হোয়াটসঅ্যাপ। ভাইরাল এই মেসেজটি কি সত্য? জানুন বিস্তারিত। সম্প্রতি এমনই একটি মেসেজ সোশ্যাল মিডিয়ায় খুব ভাইরাল হচ্ছে। সম্প্রতি প্রযুক্তিগত ত্রুটির জেরে সোমবার প্রায় ৬ ঘণ্টা বন্ধ ছিল হোয়াটসঅ্যাপ, ফেসবুক ও ট্যুইটার। তারপরেই এই মেসেজটি ভাইরাল হতে শুরু করেছে।
সেখানে লেখা রয়েছে, রোজ রাত সাড়ে ১১টা থেকে ভোর ৬টা পর্যন্ত বন্ধ থাকবে হোয়াটসঅ্যাপ। এই মেসেজ ১০ জনকে ফরোয়ার্ড না করলে ৪৮ ঘণ্টার মধ্যে অ্যাকাউন্ট ব্যানড করে দেওয়া হবে। তারপরে সেই পুরনো অ্যাকাউন্ট ফিরে পেয়ে হোয়াটসঅ্যাপ চালাতে হবে ৪৯৯ টাকার রিচার্জ করতে হবে। তাই অন্তত ১০ জনের কাছে মেসেজটি পাঠাতে হবে।
কিন্তু এই ভাইরাল মেসেজে যা যা দাবি করা হচ্ছে, তা পুরোটাই ভুল। হোয়াটসঅ্যাপের পক্ষ থেকে এমন কিছুই বলা হয়নি। দু বছর আগেই এমন একটি মেসেজ হোয়াটসঅ্যাপে ভাইরাল হয়েছিল। সেটিও ভুয়ো বলে পরে প্রমাণিত হয়েছে। এখন জালিয়াতরা, এই অস্থিরতার সুযোগ নিয়েই নয়া ভুয়ো মেসেজ তৈরি করে প্রতারণা চক্র চালাচ্ছে বলে অনুমান করা হচ্ছে। সোমবার রাতে হোয়াটসঅ্যাপ প্রায় ৬ ঘণ্টা অকেজো ছিল। রাউটার কনফিগারেশনে ত্রুটির জেরেই এই সমস্যা বলে জানিয়েছে সংস্থা।
উল্লেখ্য সোমবার ফেসবুক, হোয়াটঅ্যাপ এবং ইনস্টাগ্রাম- এই তিনটি সামাজিক মাধ্যম প্ল্যাটফর্ম সমস্যার কারণে ব্যবহার করা যাচ্ছিল না। বিশ্বব্যাপী এই প্ল্যাটফর্মগুলো ব্যবহারে সমস্যা তৈরি হয়েছিল। সার্ভারে দীর্ঘ সময় ধরে সমস্যার কারণে এই মাধ্যমগুলো অচল হয়ে পড়েছিল। বেশ কয়েক ঘন্টা ধরে প্ল্যাটফর্মগুলো কাজ করছিল না। এত দীর্ঘ সময় এই তিনটি সোশাল মিডিয়া প্ল্যাটফর্ম বন্ধ থাকা বেশ বিরল বলে বিশেষজ্ঞরা বলছিলেন। তিনটি প্ল্যাটফর্মই ফেসুবকের মালিকানাধীন।
আর ও পড়ুন ২০০ বাংলাদেশী মহিলা পাচারের অভিযোগে আটক এক বাংলাদেশী নাগরিক
ওয়েবসাইট বা স্মার্টফোন কোন ডিভাইস দিয়েই এই মাধ্যমগুলোতে ঢোকা যাছিল না। ডাউনডিটেক্টার নামে যে প্রযুক্তি দিয়ে এই মাধ্যমগুলোর ব্যবহার ট্র্যাক করা যায়, সেটি হোয়াটসঅ্যাপ ব্যবহারে প্রায় ৮০ হাজার সমস্যার রিপোর্ট পেয়েছিল এবং ফেসুবকের ক্ষেত্রে এই সংখ্যা ৫০ হাজারের বেশি।
উল্লেখ্য, রোজ রাত সাড়ে ১১টা থেকে ভোর ৬টা পর্যন্ত বন্ধ থাকবে হোয়াটসঅ্যাপ। ভাইরাল এই মেসেজটি কি সত্য? জানুন বিস্তারিত। সম্প্রতি এমনই একটি মেসেজ সোশ্যাল মিডিয়ায় খুব ভাইরাল হচ্ছে।
সম্প্রতি প্রযুক্তিগত ত্রুটির জেরে সোমবার প্রায় ৬ ঘণ্টা বন্ধ ছিল হোয়াটসঅ্যাপ, ফেসবুক ও ট্যুইটার। তারপরেই এই মেসেজটি ভাইরাল হতে শুরু করেছে। সেখানে লেখা রয়েছে, রোজ রাত সাড়ে ১১টা থেকে ভোর ৬টা পর্যন্ত বন্ধ থাকবে হোয়াটসঅ্যাপ।
এই মেসেজ ১০ জনকে ফরোয়ার্ড না করলে ৪৮ ঘণ্টার মধ্যে অ্যাকাউন্ট ব্যানড করে দেওয়া হবে। তারপরে সেই পুরনো অ্যাকাউন্ট ফিরে পেয়ে হোয়াটসঅ্যাপ চালাতে হবে ৪৯৯ টাকার রিচার্জ করতে হবে। তাই অন্তত ১০ জনের কাছে মেসেজটি পাঠাতে হবে।