শ্রীনগরে ফের জঙ্গিদের নিশানায় কাশ্মীরি পণ্ডিত, প্রকাশ্যে গুলি করে খুন দুই শিক্ষককে

শ্রীনগরে ফের জঙ্গিদের নিশানায় কাশ্মীরি পণ্ডিত, প্রকাশ্যে গুলি করে খুন দুই শিক্ষককে

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram
কাশ্মীরি

শ্রীনগরে ফের জঙ্গিদের নিশানায় কাশ্মীরি পণ্ডিত, প্রকাশ্যে গুলি করে খুন দুই শিক্ষককে । জম্মু-কাশ্মীরের  শ্রীনগরে আবার জঙ্গিদের নিশানায় কাশ্মীরি পণ্ডিত। জানা গিয়েছে,  সরকারি স্কুলের দুই শিক্ষককে প্রকাশ্যে গুলি করে খুন করল জঙ্গিরা। তাঁদের মধ্যে এক জন মহিলা। ঘটনায় চিন্তার ভাঁজ উঠেছে শ্রীনগরের  শিক্ষক মহলে।

 

স্থানীয় সুত্রে  জানা গিয়েছে, বৃহস্পতিবার  সকাল ১১টা ১৫ নাগাদ শ্রীনগরের সঙ্গম ঈদগায় দু’‌জন স্কুল শিক্ষককে গুলি করে খুন করা হয়েছে। ঘটনার পরেই  গোটা এলাকা ঘিরে ফেলা হয়েছে। দুষ্কৃতীদের খোঁজে তল্লাশি চলছে। জানা গিয়েছে,  মৃতদের এক জন কাশ্মীরি পণ্ডিত, অন্যজন শিখ।

 

এই  ঘটনার তীব্র নিন্দা করেছেন কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা। তিনি  টুইটারে লিখেছেন, ‘‌শ্রীনগর থেকে আবার ভয়ঙ্কর খবর এল। আবারও নিশানা করে খুন। এবার ঈদগাহতে সরকারি স্কুলের দুই শিক্ষককে খুন। এই ধরনের অমানবিক কাজকে ঘৃণা বা সমালোচনা যথেষ্ট নয়। মৃতদের আত্মার শান্তিকামনা করছি।’‌

 

আর ও  পড়ুন    মন খারাপ মেদিনীপুরের মহিলা ঢাকিদের! কেন? জানুন

 

উল্লেখ্য, গত   মঙ্গলবার শ্রীনগরের ব্যবসায়ী মাখনলাল বিন্দ্রুকে একইভাবে গুলি করে খুন করা হয়। ৭০ বছরের বিন্দ্রু কাশ্মীরি পণ্ডিত। বহু বছর ধরে শ্রীনগরে নিজের ফার্মেসির ব্যবসা চালাচ্ছেন। নয়ের দশকে বাকি কাশ্মীরি পণ্ডিত শ্রীনগর ছেড়ে চলে গেলেও তিনি যাননি। মঙ্গলবার শ্রীনগরে খুন হন এক খাবার বিক্রেতা বীরেন্দ্র পাসোয়ান। তিনি বিহারের ভাগলপুর থেকে এসেছিলেন। বান্দিপোরায় খুন হন স্থানীয় এক জন।

 

উল্লেখ্য, শ্রীনগরে ফের জঙ্গিদের নিশানায় কাশ্মীরি পণ্ডিত, প্রকাশ্যে গুলি করে খুন দুই শিক্ষককে । জম্মু-কাশ্মীরের  শ্রীনগরে আবার জঙ্গিদের নিশানায় কাশ্মীরি পণ্ডিত। জানা গিয়েছে,  সরকারি স্কুলের দুই শিক্ষককে প্রকাশ্যে গুলি করে খুন করল জঙ্গিরা। তাঁদের মধ্যে এক জন মহিলা। ঘটনায় চিন্তার ভাঁজ উঠেছে শ্রীনগরের  শিক্ষক মহলে। স্থানীয় সুত্রে  জানা গিয়েছে, বৃহস্পতিবার  সকাল ১১টা ১৫ নাগাদ শ্রীনগরের সঙ্গম ঈদগায় দু’‌জন স্কুল শিক্ষককে গুলি করে খুন করা হয়েছে।

 

ঘটনার পরেই  গোটা এলাকা ঘিরে ফেলা হয়েছে। দুষ্কৃতীদের খোঁজে তল্লাশি চলছে। জানা গিয়েছে,  মৃতদের এক জন কাশ্মীরি পণ্ডিত, অন্যজন শিখ। এই  ঘটনার তীব্র নিন্দা করেছেন কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা। তিনি  টুইটারে লিখেছেন, ‘‌শ্রীনগর থেকে আবার ভয়ঙ্কর খবর এল।

 

আবারও নিশানা করে খুন। এবার ঈদগাহতে সরকারি স্কুলের দুই শিক্ষককে খুন। এই ধরনের অমানবিক কাজকে ঘৃণা বা সমালোচনা যথেষ্ট নয়। মৃতদের আত্মার শান্তিকামনা করছি।’‌

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top