কাকে বিয়ে করতে চান নোবেল? জেনে নিন সেই গোপন কথাটি । গানের জগতে খ্যাতি অর্জন করলেও পরে নানা বিতর্কে জড়িয়েছেন বাংলাদেশের খ্যাতনামা সংগীত শিল্পী মইনুল আহসান নোবেল। নোবেলকে তাঁর স্ত্রী সালসাবিল বিচ্ছেদের নোটিস পাঠিয়েছেন। নোবেলের অভিযোগ, টাকার লোভে স্ত্রী তাঁকে খুন করার চেষ্টা করেছিল। তবে আবারও বিয়ে করার পরিকল্পনা রয়েছে গায়কের।
তবে, অতীতের স্মৃতি ভুলে নতুন করে জীবন সাজাবেন নোবেল। তাঁর কথায়, ‘এবার সুন্দরী, ভাল কোনও মেয়েকে বিয়ে করব। এক মন্ত্রীর মেয়েও আমাকে বিয়ে করতে রাজি রয়েছে।’
উল্লেখ্য, ২০১৯ সালের ১৫ নভেম্বর নোবেলের সঙ্গে বিয়ে হয় সালসাবিলের। তবে বিয়ের ৬ মাস কাটতে না কাটতেই সংসারে আসে অশান্তি। সালসাবিল অভিযোগ জানিয়েছিলেন, বিয়ের পর থেকেই তাঁর ওপর শুরু হয় অত্যাচার। এমনকী অন্য নারীর প্রতিও আকৃষ্ট হয়েছেন নোবেল। প্রথমে পরিবারকে কিছু না জানালেও অশান্তির খবর পেয়েছিলেন সকলেই। বছরখানেক আগেই নোবেলের বিরুদ্ধে গুলশন থানায় অভিযোগও দায়ের করেছিলেন স্ত্রী সালসাবিল।
আর ও পড়ুন ১৪ দিনের জেল হেফাজত হলো শাহরুখ পুত্র আরিয়নের
এই ঝগড়া ঝামেলার মধ্যেই স্ত্রীর অন্তঃসত্ত্বা হওয়ার খবর নিয়ে সোশ্যাল মিডিয়ায় বিতর্কিত পোস্ট করেছিলেন নোবেল। তাঁর দাবি, অন্তঃসত্ত্বা হওয়ার খবর ফেসবুকে পোস্ট করার কিছুক্ষণের মধ্যেই সালসাবিল নাকি গর্ভপাতের হুমকি দিয়েছিলেন। অবশেষে বছরের পর বছর মানসিক এবং শারীরিক নির্যাতন সহ্য করতে না পেরে বিচ্ছেদের সিদ্ধান্ত নেন স্ত্রী সালসাবিল। গত ১১ সেপ্টেম্বর নোবেলকে বিচ্ছেদের নোটিস পাঠান তিনি।
উল্লেখ্য, গানের জগতে খ্যাতি অর্জন করলেও পরে নানা বিতর্কে জড়িয়েছেন বাংলাদেশের খ্যাতনামা সংগীত শিল্পী মইনুল আহসান নোবেল। নোবেলকে তাঁর স্ত্রী সালসাবিল বিচ্ছেদের নোটিস পাঠিয়েছেন।
নোবেলের অভিযোগ, টাকার লোভে স্ত্রী তাঁকে খুন করার চেষ্টা করেছিল। তবে আবারও বিয়ে করার পরিকল্পনা রয়েছে গায়কের। তবে, অতীতের স্মৃতি ভুলে নতুন করে জীবন সাজাবেন নোবেল। তাঁর কথায়, ‘এবার সুন্দরী, ভাল কোনও মেয়েকে বিয়ে করব। এক মন্ত্রীর মেয়েও আমাকে বিয়ে করতে রাজি রয়েছে।’