স্কুলে হানা দিল দুষ্কৃতীরা, চুরি করল প্রায় ৪৬ টা সিলিং ফ্যান। বন্ধ থাকা স্কুলে হানা দিল দুষ্কৃতীরা! চুরি করল প্রায় ৪৬ টা সিলিং ফ্যান। ঘটনার জেরে চাঞ্চল্য ছড়াল গোটা খড়গপুর এলাকায়! করোনা মহামারীর জেরে দীর্ঘ প্রায় ১৮ মাসেরও বেশি বন্ধ দেশের সমস্ত শিক্ষাপ্রতিষ্ঠান গুলি। “মিনি ইন্ডিয়া” বলে পরিচিত পশ্চিম মেদিনীপুর জেলার খড়গপুরে কভিড কালে বন্ধ থাকা স্কুলে হানা দিল দুষ্কৃতীরা!চুরি করল প্রায় ৪৬ টা সিলিং ফ্যান। ঘটনার জেরে চাঞ্চল্য ছড়াল গোটা খড়গপুর এলাকায়!
ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুরের খড়্গপুর টাউন থানার অন্তর্গত অন্ধ্রা হাই সেকেন্ডারি স্কুলে। খড়গপুরে কয়েক দিন ধরে যেভাবে চুরির ঘটনা ঘটছে তাতে দুশ্চিন্তায় বেড়েছে স্থানীয় মানুষজনদের। ওই বন্ধ স্কুলের মধ্যেই বাড়ি রয়েছে স্কুলের কেয়ারটেকারের কিন্তু কিছুটা দূরের মধ্যে থাকার কারণে সে শব্দ না শুনতে পারার সেই সুযোগকে কাজে লাগিয়ে প্রায় ছেচল্লিশ টি সিলিং ফ্যান চুরির ঘটনা ঘটিয়েছে দুষ্কৃতীরা।
আর ও পড়ুন দ্বিতীয়ার রাতেই জনজোয়ার নামলো রাজপথে, উঁকি দিচ্ছে করোনা সংক্রমণের আশঙ্কা
গোটা ঘটনার তদন্তে নেমেছে খড়্গপুর টাউন থানার পুলিশ। কিন্তু প্রশ্ন উঠছে হঠাৎ স্কুলে সিলিং ফ্যান চুরি করতে গেল কেন দুষ্কৃতীরা। নাকি অন্য কিছুকে ধামাচাপা দেয় পুলিশের মুখ ঘুরিয়ে দেওয়াটাই দুষ্কৃতীদের এই চুরি বলে মনে করছে ওয়াকিবহল মহল।
উল্লেখ্য,বন্ধ থাকা স্কুলে হানা দিল দুষ্কৃতীরা! চুরি করল প্রায় ৪৬ টা সিলিং ফ্যান। ঘটনার জেরে চাঞ্চল্য ছড়াল গোটা খড়গপুর এলাকায়! করোনা মহামারীর জেরে দীর্ঘ প্রায় ১৮ মাসেরও বেশি বন্ধ দেশের সমস্ত শিক্ষাপ্রতিষ্ঠান গুলি। “মিনি ইন্ডিয়া” বলে পরিচিত পশ্চিম মেদিনীপুর জেলার খড়গপুরে কভিড কালে বন্ধ থাকা স্কুলে হানা দিল দুষ্কৃতীরা!চুরি করল প্রায় ৪৬ টা সিলিং ফ্যান।
ঘটনার জেরে চাঞ্চল্য ছড়াল গোটা খড়গপুর এলাকায়! ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুরের খড়্গপুর টাউন থানার অন্তর্গত অন্ধ্রা হাই সেকেন্ডারি স্কুলে। খড়গপুরে কয়েক দিন ধরে যেভাবে চুরির ঘটনা ঘটছে তাতে দুশ্চিন্তায় বেড়েছে স্থানীয় মানুষজনদের। ওই বন্ধ স্কুলের মধ্যেই বাড়ি রয়েছে স্কুলের কেয়ারটেকারের কিন্তু কিছুটা দূরের মধ্যে থাকার কারণে সে শব্দ না শুনতে পারার সেই সুযোগকে কাজে লাগিয়ে প্রায় ছেচল্লিশ টি সিলিং ফ্যান চুরির ঘটনা ঘটিয়েছে দুষ্কৃতীরা।