পুরুষরা কোন রঙের শার্ট পরলে মেয়েরা বেশী আকৃষ্ট হয়? সব পুরুষই কমবেশি টি-শার্ট পড়েন। টি-শার্ট বেশ আরামদায়ক পোশাক হওয়ায় এর অনেক চাহিদা থাকে সব মৌসুমেই। বাড়ি থেকে শুরু করে অফিস, বিশ্ববিদ্যালয় কিংবা বন্ধুদের আড্ডা সব জায়গায়তেই দারুনভাবে মানিয়ে যায় টি-শার্ট।
আপনার পরনের টি-শার্ট দেখেও কিন্তু মহিলারা আপনার প্রতি আকৃষ্ট হতে পারেন। সম্প্রতি এক সমীক্ষা দেখা গেছে, অধিকাংশ মহিলারা সাদা টি-শার্ট পরা পুরুষের প্রতি বেশি আকৃষ্ট হয়ে থাকেন। অন্য রং, স্ট্রাইপ বা ডিজাইনের টি-শার্টের পরুষের তুলনায় সাদা রঙের টি-শার্ট পরিহিতরাই মহিলাদের বেশি নজর কাড়ে।জানা গিয়েছে, এই সমীক্ষায় অংশ নেওয়া মহিলারা জানিয়েছেন, তারা ডিজাইন করা টি-শার্টের চেয়ে এক রঙা সাদা টি-শার্ট পরা পুরুষদের প্রতি ১০ শতাংশ বেশি আকর্ষণ বোধ করেন। ত
গবেষকদের মতে, এক ধরণের ইলিউশনের কারণে মহিলারা আকৃষ্ট হয়। একজন মহিলা যখন কোনো পুরুষকে সাদা টি-শার্ট পরা অবস্থায় দেখেন, তখন তার মধ্যে একটি ইলিউশন কাজ করে। যে কারণে ওই পুরুষকে কাঁধ চওড়া ও স্লিম কোমর অধিকারী মনে হয়। এই ইলিউশন পুরুষের শরীরকে একটি আকর্ষণীয় ‘ভি’ শেপ দেয়। এ আকৃতির শরীরকে পুরুষত্বের অত্যন্ত জনপ্রিয় চিহ্ন বলে মনে করা হয়।
আর ও পড়ুন বাড়িতে থেকেই করোনায় আক্রান্ত হলেন বলিউড অভিনেত্রী পূজা বেদী
নটিংহাম ট্রেন্ট বিশ্ববিদ্যালয়ের গবেষকদের মতে, ‘আউট অব শেপ’ বা যথার্থ বডি শেপ নয়, এমন পুরুষদের ক্ষেত্রে এক রঙা সাদা টি-শার্ট উপযোগী। কারণ পোশাক পরিবর্তনের সঙ্গে সঙ্গেই এটি তাদের ব্যক্তিত্বের আমূল পরিবর্তন ঘটাবে। সমীক্ষা থেকে আরও জানা যায়, সুঠাম দেহের অধিকারী পুরুষরা সাদা টি-শার্ট পরলে তাদের প্রতি মহিলার আকর্ষণের স্তর অনেকটাই বৃদ্ধি পায়।
এই সমীক্ষায় ১৮-২৫ বছর বয়সী ৩০ জন মহিলা অংশ নেন। তাদের একরঙা সাদা টি-শার্ট পরা পৃথক পৃথক পুরুষকে দেখানো হয়। এরপর শরীরের আকৃতি দেখে তাদের ক্ষমতা, স্বাস্থ্য ও বুদ্ধিমত্তা চিহ্নিত করতে বলা হয়। এই সমীক্ষার মাধ্যমেই জানা যায়, মহিলারা আসলে একরঙা টি-শার্ট পরা পুরুষের প্রতিই বেশি আকর্ষণ বোধ করেন।