Deprecated: version_compare(): Passing null to parameter #2 ($version2) of type string is deprecated in /home/u517603494/domains/shinetv.in/public_html/wp-content/plugins/elementor/core/experiments/manager.php on line 170
How to The decorate with the garde sari in any way?

গরদের শাড়ির সঙ্গে মিলিয়ে সাজবেন কীভাবে ?

গরদের শাড়ির সঙ্গে মিলিয়ে সাজবেন কীভাবে ?

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram
গরদের

গরদের শাড়ির সঙ্গে মিলিয়ে সাজবেন কীভাবে ?  লক্ষ্মী পুজোর দিন গরদ শাড়ির আবেদন যেন চিরন্তন হয়ে ওঠে। লাল পেড়ে সাদা জমিনের এই গরদের সঙ্গে মানিয়ে যায় ভারী গয়নার সাজ। তাহলে চলুন দেখে নিই গরদের শাড়ির সঙ্গে মিলিয়ে সাজটা কেমন হতে পারে আজ। লাল পাড়ের সাদা শাড়ির সঙ্গে মিলিয়ে পরতে পারেন সোনালি জরির কাজের ব্লাউজ। গলায় তিন ধরনের নকশার মালায় সাজে আসবে পূর্ণতা। গরদের শাড়ির সঙ্গে ঝুমকোর দুলটাই মানায় বেশি। চোখে কাজল আর হালকা লিপস্টিকে পূর্ণ হতে পারে সাজ।

 

চোখের সাজটা এখানে বেশ গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। ওপরে টানা আইলাইনার আর নিচে কাজলের ব্যবহারে চোখ পেয়েছে ভিন্ন মাত্রা। গলায় পিতলের লহর মালা আর একটি বালায় পরিপূর্ণ পুজোর সাজ।

 

এই সাজের মূল আকর্ষণ চুলের বাঁধন। চুলগুলো কোঁকড়া করে নিন। এবার পেছন দিয়ে অর্ধেক চুল ভেতরে ঢুকিয়ে ক্লিপ আটকে দিন। কপালে পরতে পারেন বড় লাল টিপ। গলায় সোনালি চিক আর মুক্তো লহর মালায় পরিপূর্ণ সাজ।

 

আর ও পড়ুন    বাংলায় করোনা সংক্রমণের হার একলাফে বেড়ে ৩ শতাংশে 

 

প্রথমে মুখ পরিষ্কার করে টোনিং করুন। ওয়াটার বেজড্ ফাউন্ডেশন মুখে, গলায় ও ঘাড়ে লাগিয়ে ব্লেন্ড করে নিন। চুল একটু লম্বা হলে পূজার সকালে হালকা হাত খোঁপাও ভালো লাগবে। মাঝখানে সিঁথি করে সামনের দিকটা অল্প ফুলিয়ে নিতে পারেন। পূজার সন্ধ্যায় একটু গর্জিয়াস সাজতে চাইলে খোঁপায় ফুল বা একটু সাবেকি ধাঁচের খোঁপার কাঁটা বা হেয়ার অ্যাকসেসরিজ লাগাতে পারেন। খোঁপার ওপরে হেয়ার পিনও শাড়ির সঙ্গে ভালো মানাবে।

 

উল্লেখ্য,  লক্ষ্মী পুজোর দিন গরদ শাড়ির আবেদন যেন চিরন্তন হয়ে ওঠে। লাল পেড়ে সাদা জমিনের এই গরদের সঙ্গে মানিয়ে যায় ভারী গয়নার সাজ। তাহলে চলুন দেখে নিই গরদের শাড়ির সঙ্গে মিলিয়ে সাজটা কেমন হতে পারে আজ। লাল পাড়ের সাদা শাড়ির সঙ্গে মিলিয়ে পরতে পারেন সোনালি জরির কাজের ব্লাউজ। গলায় তিন ধরনের নকশার মালায় সাজে আসবে পূর্ণতা। গরদের শাড়ির সঙ্গে ঝুমকোর দুলটাই মানায় বেশি। চোখে কাজল আর হালকা লিপস্টিকে পূর্ণ হতে পারে সাজ।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top