দীপাবলির আগেই বাড়ি ফিরবে অরিয়ান, আশাবাদী শাহরুখ-গৌরী। জামিন মেলেনি। বর্তমানে মুম্বাইয়ের আর্থার রোড জেলে বন্দি শাহরুখ পুত্র আরিয়ান খান। ভিডিও কলে বাবা-মায়ের সঙ্গে কথা বললেন আরিয়ান খান। করোনা পরিস্থিতির কারণে আর্থার রোড জেল কর্তৃপক্ষ পরিবারের লোকেদের সঙ্গে দেখা করতে দিচ্ছে না। সপ্তাহে ২ দিন ভিডিও কনফারেন্সের মাধ্যমে কথা বলার অনুমতি দেয় কর্তৃপক্ষ। সেই জন্যই ভিডিও কনফারেন্সের মাধ্যমে শাহরুখ এবং গৌরী কথা বলেন আরিয়ান খান। জেলে কীভাবে রাখা হয়েছে তাঁকে তা নিয়ে জানতে চান শাহরুখ গৌরী। কী অবস্থায় আরিয়ান রয়েছে তা নিয়ে বিস্তারিত তথ্য জানতে চান তাঁরা।
প্রায় দু’ সপ্তাহ হতে চলল মাদকদ্রব্য নিয়ন্ত্রণ ব্যুরোর হেফাজতে আরিয়ান। অক্টোবরের ৩ তারিখ মাদক মামলায় নারকোটিক্স কন্ট্রোল ব্যুরোর হাতে গ্রেফতারের পর জেল হেফাজতেই রয়েছেন আরিয়ান খান। একাধিকবার আরিয়ানের জামিনের আবেদন খারিজ হয়েছে। তবে শাহরুখ খান এবং গৌরী আশাবাদী যে তাদের ছেলে দীপাবলির আগেই বাড়ি ফিরবে। এনসিবি-র গ্রেফতারের পর থেকেই যা চলতে তা বলিউডের এই জনপ্রিয় পরিবারের কাছে প্রায় দুঃস্বপ্ন। সূত্রের খবর, মান্নাতের পরিবেশ বিষণ্ন। উৎসব সত্ত্বেও শাহরুখ এবং গৌরী তা উদযাপনের মেজাজে নেই। দীপাবলির সময়ে উৎসবের সাজে সেজে ওঠে মান্নাত। তবে এখন মনে হচ্ছে এটি কিছু ভাল খবর শোনার আশায় বাদশা নিলয়।
আর ও পড়ুন আচমকা ঘুর্নিঝড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি ঘটলো হুগলির এই গ্রামে
যাতে দীপাবলির সময় আলোয় সাজতে পারে। এর আগে আরিয়ানের জন্য নবরাত্রির সময় উপোস করেছিলেন গৌরী। তাছাড়া গৌরী খান বাড়ির কর্মীদের নির্দেশ দিয়েছেন যে আরিয়ান খানের মুক্তি না হওয়া পর্যন্ত রান্নাঘরে কোনও মিষ্টি তৈরি করা হবে না। অন্যদিকে, রিপোর্ট অনুযায়ী, জেল কর্তৃপক্ষ আরিয়ান খানের নিরাপত্তা বাড়িয়েছে। জানা গেছে, তাকে একটি বিশেষ ব্যারাকে স্থানান্তরিত করা হয়েছে এবং কর্মকর্তারা তাকে পর্যবেক্ষণে রেখেছেন। জানা গেছে, আরিয়ান কারাগারের পরিস্থিতি এবং কারাগারের খাবারের সাথে মানিয়ে নিতে অসুবিধার সম্মুখীন হচ্ছেন এর ফলে জেল কর্তৃপক্ষ আরিয়ানের স্বাস্থ্য নিয়ে চিন্তিতও রয়েছেন।
উল্লেখ্য, মাদক কাণ্ডে ধৃত শাহরুখ খানের ছেলে আরিয়ান খানের এখনও জামিন মেলেনি। এখনও আর্থার রোড জেলেই রয়েছেন আরিয়ান খান। আর্থাত রোড জেলে জেনারেল সেলেই রাখা হয়েছে শাহরুখ পুত্রকে। গত ২ অক্টোবর তাঁকে গ্রেফতার করেছিল এনসিবি। তারপর থেকে আর মুক্তি পাননি শাহরুখ পুত্র। আরিয়ান রোজ মাদক নেয় বলে আদালতে দাবি করেছে এনসিবি। তদন্তকারীরা জানিয়েছেন আরিয়ান জেরায় জানিয়েছেন তিনি লন্ডনে থাকাকালীনই মাদক নিতেন। এবং দুবাইয়ে থাকাকালীনও মাদক নিয়েছেন। মুম্বই থেকে গোয়া গামী ক্রুজ শিপের রেভ পার্টিতে একাধিক বন্ধুর সঙ্গে গিয়েছিলেন তিনি।