লাদাঘ সীমান্তে হাতে কী ধরনের অস্ত্র নিয়ে পাহারা দিচ্ছে লালফৌজ? জানুন । ভারত চীন সীমান্তের লাদাখের কাছে প্রকৃত সীমান্তরেখার দু’পাশে দাঁড়িয়ে আছে ভারত এবং চীনের সেনা। সুত্রের খবর, ‘স্পেশ্যাল’ অস্ত্রসম্ভার নিয়ে লাদাখ সীমান্তে প্রহরা দিচ্ছে চীনের পিপলস লিবারেশন আর্মি। আগ্নেয়াস্ত্র ছাড়াও তাদের হাতে থাকছে টেসার, পেপার স্প্রে, লোহার কাঁটা লাগানো গদা, লাঠি ইত্যাদি।
টেসার বস্তুটা পুলিশের ব্যাটনের মতোই কিন্তু তার এক প্রান্তে এমন ব্যবস্থা রয়েছে যা কাউকে ছুঁয়ে দিলেই সে বিদ্যুতের ঝটকা খাবে। অতি শক্তিশালী লোকও ওই স্পর্শেই মূর্ছা যাবে। সেই সঙ্গে রয়েছে পেপার স্প্রে। নিরাপত্তার জন্য মেয়েরা এটি সঙ্গে রাখে। দেখতে বডি স্প্রের মতো হলেও এর ভেতর থেকে বেরবে গোলমরিচ। একবার কারও চোখে দিয়ে দিলেই অন্ধ হওয়ার জোগাড়।
লোহার কাঁটা লাগানো ছোট গদা গোছের অস্ত্রও ব্যবহার করছে সীমান্তে দাঁড়ানো লাল ফৌজ। ওজন হালকা রাখা হয়েছে, যাতে প্রয়োজনে কাউকে ছুড়ে মারা যায়।এই অস্ত্রের আঘাতে কেউ মরবে না, কিন্তু এতটাই আঘাতপ্রাপ্ত হবে যে, অবিলম্বে হাসপাতাল ছুটতে হবে।
আর ও পড়ুন আফগানিস্তানের বহু মানুষ ভয়ানক খাদ্য সংকটে পড়তে চলেছেন
চীনের এই ধরনের সামরিক সরঞ্জামের বিরুদ্ধে ভারতও হাত গুটিয়ে বসে নেই। এই সব অস্ত্রকে সামাল দেওয়ার মতো কবচ বানানো হচ্ছে। এমনকী একই ধরনের অস্ত্রও বানানো চলছে বলে জানা গিয়েছে।
উল্লেখ্য, লাদাঘ সীমান্তে হাতে কী ধরনের অস্ত্র নিয়ে পাহারা দিচ্ছে লালফৌজ? জানুন । ভারত চীন সীমান্তের লাদাখের কাছে প্রকৃত সীমান্তরেখার দু’পাশে দাঁড়িয়ে আছে ভারত এবং চীনের সেনা। সুত্রের খবর, ‘স্পেশ্যাল’ অস্ত্রসম্ভার নিয়ে লাদাখ সীমান্তে প্রহরা দিচ্ছে চীনের পিপলস লিবারেশন আর্মি। আগ্নেয়াস্ত্র ছাড়াও তাদের হাতে থাকছে টেসার, পেপার স্প্রে, লোহার কাঁটা লাগানো গদা, লাঠি ইত্যাদি। টেসার বস্তুটা পুলিশের ব্যাটনের মতোই কিন্তু তার এক প্রান্তে এমন ব্যবস্থা রয়েছে যা কাউকে ছুঁয়ে দিলেই সে বিদ্যুতের ঝটকা খাবে।
অতি শক্তিশালী লোকও ওই স্পর্শেই মূর্ছা যাবে। সেই সঙ্গে রয়েছে পেপার স্প্রে। নিরাপত্তার জন্য মেয়েরা এটি সঙ্গে রাখে। দেখতে বডি স্প্রের মতো হলেও এর ভেতর থেকে বেরবে গোলমরিচ। একবার কারও চোখে দিয়ে দিলেই অন্ধ হওয়ার জোগাড়।