সমস্যায় পড়েছে তুষারচিতা, কতোদিন টিকে থাকতে পারবে তারা?

সমস্যায় পড়েছে তুষারচিতা, কতোদিন টিকে থাকতে পারবে তারা?

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram
পড়েছে

সমস্যায় পড়েছে তুষারচিতা, কতোদিন টিকে থাকতে পারবে তারা?  স্নো লেপার্ড বা তুষারচিতা। সাদার ওপর কালো রঙের চাকা চাকা এই পশুটিকে  শীতের জায়গা ছাড়া দেখাই মেলে না। ভারতে জম্মু-কাশ্মীর, উত্তরাখণ্ড, অরুণাচল প্রদেশ, সিকিম এবং পশ্চিমবঙ্গে এই প্রাণীটি এখনও টিকে আছে। কিন্তু আর কতদিন টিকে থাকবে সেটাই প্রশ্ন।

 

কারণ পর্যটনের জন্য যেভাবে পাহাড়, পাহাড়ি জঙ্গল সাফ করে ফেলছে মানুষ, তাতে তুষারচিতার স্বাভাবিক বাসস্থানের অভাব ঘটছে।এর সঙ্গে রয়েছে প্রাকৃতিক বিপর্যয়ও। বর্ষাকালে মাঝেমাঝেই ধস নামে পাহাড়ি এলাকায়। তাতেও সমস্যায় পড়ে তুষারচিতা। তবে সবথেকে বড় সমস্যার সৃষ্টি হচ্ছে জলবায়ু পরিবর্তনের কারণে।

 

আর ও পড়ুন    লাদাঘ সীমান্তে হাতে কী ধরনের অস্ত্র নিয়ে পাহারা দিচ্ছে লালফৌজ? জানুন 

 

বিশ্ব উষ্ণায়নের জন্য দিনকে দিন উষ্ণতা বাড়ছে পৃথিবীর। প্রভাব পড়ছে পাহাড়েও। বরফ গলছে, ধস নামছে, ফল স্বাভাবিক বাসস্থান বিঘ্নিত হচ্ছে তুষারচিতাদের। এ কারণে অবলুপ্তির পথে আরও এগিয়ে যাচ্ছে তারা।
উন্নয়ন করতে গিয়ে উলটে পাহাড়ের ক্ষতিই হচ্ছে। পরিবেশ নষ্ট হচ্ছে বলে জীবন বিপন্ন হচ্ছে বন্যপ্রাণের। তুষারচিতারা উষ্ণ জায়গায় থাকতে পারে না, পাহাড়ের ঠান্ডা জায়গাই এদের ঘর। জলবায়ু পরিবর্তনে সমস্যায় পড়ছে তারা।

 

উল্লেখ্য, স্নো লেপার্ড বা তুষারচিতা। সাদার ওপর কালো রঙের চাকা চাকা এই পশুটিকে  শীতের জায়গা ছাড়া দেখাই মেলে না। ভারতে জম্মু-কাশ্মীর, উত্তরাখণ্ড, অরুণাচল প্রদেশ, সিকিম এবং পশ্চিমবঙ্গে এই প্রাণীটি এখনও টিকে আছে। কিন্তু আর কতদিন টিকে থাকবে সেটাই প্রশ্ন। কারণ পর্যটনের জন্য যেভাবে পাহাড়, পাহাড়ি জঙ্গল সাফ করে ফেলছে মানুষ, তাতে তুষারচিতার স্বাভাবিক বাসস্থানের অভাব ঘটছে।এর সঙ্গে রয়েছে প্রাকৃতিক বিপর্যয়ও। বর্ষাকালে মাঝেমাঝেই ধস নামে পাহাড়ি এলাকায়। তাতেও সমস্যায় পড়ে তুষারচিতা।

 

তবে সবথেকে বড় সমস্যার সৃষ্টি হচ্ছে জলবায়ু পরিবর্তনের কারণে। বিশ্ব উষ্ণায়নের জন্য দিনকে দিন উষ্ণতা বাড়ছে পৃথিবীর। প্রভাব পড়ছে পাহাড়েও। বরফ গলছে, ধস নামছে, ফল স্বাভাবিক বাসস্থান বিঘ্নিত হচ্ছে তুষারচিতাদের। এ কারণে অবলুপ্তির পথে আরও এগিয়ে যাচ্ছে তারা।

 

উন্নয়ন করতে গিয়ে উলটে পাহাড়ের ক্ষতিই হচ্ছে। পরিবেশ নষ্ট হচ্ছে বলে জীবন বিপন্ন হচ্ছে বন্যপ্রাণের। তুষারচিতারা উষ্ণ জায়গায় থাকতে পারে না, পাহাড়ের ঠান্ডা জায়গাই এদের ঘর। জলবায়ু পরিবর্তনে সমস্যায় পড়ছে তারা। ভারতে জম্মু-কাশ্মীর, উত্তরাখণ্ড, অরুণাচল প্রদেশ, সিকিম এবং পশ্চিমবঙ্গে এই প্রাণীটি এখনও টিকে আছে। কিন্তু আর কতদিন টিকে থাকবে সেটাই প্রশ্ন।কারণ পর্যটনের জন্য যেভাবে পাহাড়, পাহাড়ি জঙ্গল সাফ করে ফেলছে মানুষ, তাতে তুষারচিতার স্বাভাবিক বাসস্থানের অভাব ঘটছে।এর সঙ্গে রয়েছে প্রাকৃতিক বিপর্যয়ও। বর্ষাকালে মাঝেমাঝেই ধস নামে পাহাড়ি এলাকায়। তাতেও সমস্যায় পড়ে তুষারচিতা। তবে সবথেকে বড় সমস্যার সৃষ্টি হচ্ছে জলবায়ু পরিবর্তনের কারণে।

 

 

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top