সরকারি হাসপাতালই তৈরি করে দেবে স্বাস্থ্যসাথী কার্ড, নির্দেশিকা রাজ্য সরকারের

সরকারি হাসপাতালই তৈরি করে দেবে স্বাস্থ্যসাথী কার্ড, নির্দেশিকা রাজ্য সরকারের

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram
স্বাস্থ্যসাথী

সরকারি হাসপাতালই তৈরি করে দেবে স্বাস্থ্যসাথী কার্ড, নির্দেশিকা রাজ্য সরকারের। সরকারি হাসপাতালে ভর্তি হলে  স্বাস্থ্যসাথী কার্ড না থাকলেও  সেক্ষেত্রে হাসপাতালই তা তৈরি করে দেওয়ার ব্যবস্থা করবে। রাজ্যের স্বাস্থ্য দপ্তরের নয়া নির্দেশিকায় একথাই বলা হয়েছে। স্বাস্থ্যসাথী কার্ড নিয়ে সোমবারই অবস্থান স্পষ্ট করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।  সেই প্রকল্প নিয়ে সরকারি ও বেসরকারি হাসপাতালের জন্য দু’টি নতুন অ্যাডভাইজরি বা পরামর্শ–নির্দেশিকা জারি করেছে স্বাস্থ্য দপ্তর।

 

যেখানে সরকারি হাসপাতালের তরফে রোগীর স্বাস্থ্যসাথী কার্ড করিয়ে দেওয়ার নির্দেশের পাশাপাশি বেসরকারি হাসপাতালগুলিকে জানানো হয়েছে, রোগী প্রকল্পের কোন প্যাকেজের আওতায় চিকিৎসা পাবেন, তা দ্রুত ঠিক করতে হবে। তার জন্য রোগ নির্ণয়ের খরচও বেঁধে দেওয়া হয়েছে।

 

স্বাস্থ্য শিবিরের সমীক্ষায় উঠে এসেছে যে অধিকাংশ ক্ষেত্রেই রোগী ভর্তি হওয়ার পরে বেসরকারি হাসপাতাল ও নার্সিংহোম সেই রোগীকে বেশ কয়েক দিন নির্দিষ্ট প্যাকেজের আওতায় আনছেই না। যদিও রাজ্য সরকারের এই প্রকল্পে ১৯০০–র বেশি চিকিৎসা প্যাকেজ রয়েছে। অভিযোগ, বহু বেসরকারি হাসপাতাল ও নার্সিংহোম অহেতুক কয়েক দিন ধরে বিভিন্ন পরীক্ষানিরীক্ষা চালাচ্ছে। তারপর যখন রোগ নির্ণয় হচ্ছে, ততক্ষণে বাড়তি খরচের বোঝা চেপে যাচ্ছে। প্রতিদিনের সেই বাড়তি বোঝা বইতে গিয়ে স্বাস্থ্য দপ্তরের প্রচুর টাকা খরচ হচ্ছে। জানা গেছে, প্রতিদিন প্রায় আট কোটি টাকা (মাসে আড়াইশো কোটির কাছাকাছি) খরচ হচ্ছে স্বাস্থ্যসাথী প্রকল্পে।

 

আর ও পড়ুন    চলতি সপ্তাহের শেষেই রাজ্যে শীতের আমেজ নেমে আসবে

 

ছোট–বড় মিলিয়ে ২৩৩০টি বেসরকারি হাসপাতাল ও নার্সিংহোম রয়েছে স্বাস্থ্যসাথীর আওতায়। নতুন নির্দেশিকায় জানানো হয়েছে, ওই সব জায়গায় জরুরি ভিত্তিতে রোগীর পরীক্ষার জন্য পাঁচ হাজার টাকার বেশি খরচ করা যাবে না। শয্যা, ওষুধের খরচও হতে হবে নির্দেশিকা অনুযায়ী। আর যত তাড়াতাড়ি সম্ভব রোগ বা সমস্যা নির্ণয় করতে হবে।

 

অন্যদিকে, সরকারি হাসপাতালে ভর্তি হতে গেলে এবার থেকে স্বাস্থ্যসাথী, রাজ্য বা কেন্দ্রের হেলথ স্কিম, ইএসআই প্রকল্প– যে–কোনও একটি কার্ড দেখাতে হবে। কার্ড আনতে ভুলে গেলে আধার কার্ডের নম্বর দিয়ে স্বাস্থ্যসাথী ওয়েবসাইট থেকে প্রকল্পের ‘ইউআরএন নম্বর’ সংগ্রহ করা হবে। যাঁদের সরকারি স্বাস্থ্য পরিষেবার কোনও কার্ড নেই, তাঁরা অন্য সরকারি পরিচয়পত্র জমা দেবেন।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top