রাজ্যে একধাক্কায় ফের বাড়লো করোনা সংক্রমণ, আক্রান্ত প্রায় হাজারের কাছাকাছি । রাজ্যে একধাক্কায় ফের বাড়ল দৈনিক করোনা আক্রান্তের সংখ্যা। গত ২৪ ঘণ্টায় রাজ্যে নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ৯৭৬ জন। বাড়ল পজিটিভিটি রেটও। দৈনিক পজিটিভিটি রেট ২.২৫ শতাংশ। সুস্থ হয়ে উঠেছেন ৮৩৭ জন। রাজ্যে বাড়ল অ্যাক্টিভ কেসের সংখ্যা। সক্রিয় রোগীর সংখ্যা বেড়ে ৭ হাজার ৯৭৩।
গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনায় মারা গিয়েছেন ১৫ জন। রাজ্যের সবকটি জেলা অনুযায়ী আক্রান্তের নিরিখে কলকাতায় সংক্রমণ সবচেয়ে বেশি। নতুন করে আক্রান্ত হয়েছেন ২৭২ জন। মৃত্যু হয়েছে চার জনের। সংক্রমণ বাড়ছে হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনাতেও। বাকি জেলাগুলিতেও ঊর্ধ্বমুখী সংক্রমণ।
আর ও পড়ুন কালীপুজো ও দীপাবলীতে কতোক্ষন বাজি ফাটানো যাবে? জেনে নিন
গত ২৪ ঘণ্টায় করোনা পরীক্ষা হয়েছে ৪৩ হাজার ৩২২টি। গতকালের চেয়ে অনেকটাই বেশি। অর্থাৎ তেস্ট বাড়ার সঙ্গে সঙ্গে বাড়ছে করণা আক্রান্তের সংখ্যা। যা নিয়ে উদ্বেগ বাড়ছে। এদিকে রাজ্যের অধিকাংশ জেলার বিভিন্ন প্রান্তে কনটেইনমেন্ট জোন করা হয়েছে। রাস্তায় শুরু হয়েছে পুলিশি ধরপাকড়ও। গত ২৩ ও ২৪ অক্টোবর রাজ্যে সংক্রমণের সংখ্যা ৯০০-র বেশি থাকলেও গত দু’দিন করোনা আক্রান্তের সংখ্যা ৮০০-র ঘরেই ছিল। তবে এদিন ফের এক হাজার ছুঁইছুঁই সংক্রমণ।
উল্লেখ্য, রাজ্যে একধাক্কায় ফের বাড়লো করোনা সংক্রমণ, আক্রান্ত প্রায় হাজারের কাছাকাছি । রাজ্যে একধাক্কায় ফের বাড়ল দৈনিক করোনা আক্রান্তের সংখ্যা। গত ২৪ ঘণ্টায় রাজ্যে নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ৯৭৬ জন। বাড়ল পজিটিভিটি রেটও। দৈনিক পজিটিভিটি রেট ২.২৫ শতাংশ। সুস্থ হয়ে উঠেছেন ৮৩৭ জন। রাজ্যে বাড়ল অ্যাক্টিভ কেসের সংখ্যা।
সক্রিয় রোগীর সংখ্যা বেড়ে ৭ হাজার ৯৭৩। গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনায় মারা গিয়েছেন ১৫ জন। রাজ্যের সবকটি জেলা অনুযায়ী আক্রান্তের নিরিখে কলকাতায় সংক্রমণ সবচেয়ে বেশি। নতুন করে আক্রান্ত হয়েছেন ২৭২ জন। মৃত্যু হয়েছে চার জনের। সংক্রমণ বাড়ছে হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনাতেও। বাকি জেলাগুলিতেও ঊর্ধ্বমুখী সংক্রমণ।