উত্তরাখন্ডের খাদে গাড়ি উল্টে প্রাণ গেল রাজ্যের পাঁচজনের। খাদে পর্যটকদের গাড়ি উল্টে প্রাণ গেল পাঁচজনের। এঁরা আসানসোল , দুর্গাপুর এবং রানিগঞ্জের বাসিন্দা বলে জানা গিয়েছে। সাতজন আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি। জানা গিয়েছে, আসানসোল, দুর্গাপুর এবং রানিগঞ্জে থেকে দেরাদুনে বেড়াতে গিয়েছিলেন ৩০ জন। সড়ক পথে তিনটি গাড়িতে গিয়েছিলেন তাঁরা।
এদিন কৌশানি থেকে নৈনিতালের দিকে যাচ্ছিলেন। সেই সময়ই দুর্ঘটনাটি ঘটে। এই সফরে থাকা আসানসোল হাসপাতালের অ্যাসিস্ট্যান্ট সুপার কঙ্কন রায় জানিয়েছেন, বাগেশ্বরের কাছে পিছন থেকে একটি গাড়ি ধাক্কা মারে। চালক কোনওভাবে সেই ধাক্কা সামলে নিলেও, দেখা যায় পিছনের গাড়িটা ২৫ থেকে ৩০ মিটার নিচে খাদে গিয়ে পড়েছে। সঙ্গে সঙ্গেই উদ্ধার কাজ শুরু করেন তাঁরা। দুর্ঘটনাগ্রস্ত গাড়িতে ছিলেন ১২ জন।
স্থানীয় মানুষজন এবং প্রশাসনের তরফ থেকে উদ্ধার কাজে হাত লাগিয়ে অ্যাম্বুলেন্সে করে ১২ জনকেই হাসপাতালে পাঠানোর বন্দোবস্ত করা হয়। হাসপাতালে ৫ জনকে মৃত বলে ঘোষণা করা হয়। মৃতদের মধ্যে তিনজন মহিলা ও দুজন পুরুষ রয়েছেন। বাকি ৭ জনের অবস্থা আশঙ্কাজনক বলেই জানা গিয়েছে।
আর ও পড়ুন ব্রিটিশ কলকাতায় বাঙালি নারীদের যৌনাঙ্গে নাম্বারিং করা হত !
এই ঘটনায় আটক পর্যটন সংস্থার মালিক, জানা যাচ্ছে, আসানসোলের পর্যটন সংস্থার সঙ্গে গিয়েছিলেন ওই ৩০ জন। সঙ্গেই ছিলেন লোকনাথ ট্রাভেলস সংস্থার মালিক নীলকণ্ঠ চট্টোপাধ্যায়। দেরাদুনের স্থানীয় প্রশাসন নীলকণ্ঠ চট্টোপাধ্যায়কে আটক করেছে বলে জানা গিয়েছে।
২১ জন আসানসোল থেকে উত্তরাখণ্ডের দেরাদুন-সহ বিভিন্ন জায়গায় ভ্রমণের উদ্দেশে দলটি যাত্রা করেছিল। এদিন বিকেলে হঠাৎই ফোন পান পর্যটকদের পরিবারের সদস্যরা। আতঙ্কিত হয়ে পড়েন তাঁরা। ফোন করে সবাই জানার চেষ্টা করতে থাকেন। কোনও কোনও পরিবারে খারাপ খবরে ভেঙে পড়েন। জানা গিয়েছে, দেরাদুন পুলিশের তরফে আসানসোল পুলিশের সঙ্গে যোগাযোগ করা হয়েছে এবং নিহত ও আহতদের সম্পর্কে তথ্য দিয়েছে।
উল্লেখ্য, উত্তরাখন্ডের খাদে গাড়ি উল্টে প্রাণ গেল রাজ্যের পাঁচজনের। খাদে পর্যটকদের গাড়ি উল্টে প্রাণ গেল পাঁচজনের। এঁরা আসানসোল , দুর্গাপুর এবং রানিগঞ্জের বাসিন্দা বলে জানা গিয়েছে। সাতজন আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি। জানা গিয়েছে, আসানসোল, দুর্গাপুর এবং রানিগঞ্জে থেকে দেরাদুনে বেড়াতে গিয়েছিলেন ৩০ জন। সড়ক পথে তিনটি গাড়িতে গিয়েছিলেন তাঁরা।