এই বছর ধনতেরাসে রয়েছে পুজো ও কেনাকাটার জন্য শুভ যোগ

এই বছর ধনতেরাসে রয়েছে পুজো ও কেনাকাটার জন্য শুভ যোগ

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram
ধনতেরাসে

এই বছর ধনতেরাসে রয়েছে পুজো ও কেনাকাটার জন্য শুভ যোগ।  প্রতি বছর কার্তিক মাসের কৃষ্ণপক্ষের ত্রয়োদশীতে ধনতেরাস উৎসব পালিত হয়। এই দিন থেকে শুরু হয়ে পাঁচ দিন পর শুরু হয় দীপাবলি উৎসব। ধনতেরাসের দিনে কেনাকাটার একটা প্রবণতা রয়েছে। বিশ্বাস করা হয় যে এই দিনে কেনাকাটা করলে ঘরে সুখ, সম্পত্তি ও সমৃদ্ধি আসে। এই বছর আগামী ২ নভেম্বর মঙ্গলবার ধনতেরাস। এই উৎসব দিয়েই আসলে সূচনা হয় প্রায় ৫ দিন ব্যাপী দীপাবলির উদযাপনের। এই বছর ধনতেরাসে বিশেষ শুভ যোগ রয়েছে পুজো ও কেনাকাটার জন্য।

 

এমনকী যারা বিনিয়োগ করার কথা ভাবছেন, তাঁদের জন্যেও এই বছর ধনতেরাস অত্যন্ত শুভ সময়। এই বছর ধনতেরাস আগামী ২ নভেম্বর মঙ্গলবার। ধনতেরাসে প্রদোষ কাল বিকেল ৫টা ৩৭ থেকে রাত্রি ৮টা ১১ মিনিট পর্যন্ত থাকবে এবং বৃষভ কাল সন্ধ্যা ৬টা ১৮ থেকে রাত্রি ৮টা ১৪ মিনিট পর্যন্ত থাকবে। ধনতেরাসে পুজোর শুভ সময় হল সন্ধ্যে ৬টা ১৮ মিনিট থেকে ৮টা ১১ মিনিট পর্যন্ত। যে কাজই করা হবে ধনতেরাসের এই সময়কালে, তার তিনগুণ ফল মিলবে। তাই এই সময়কাল বিনিয়োগকারীদের জন্য অত্যন্ত শুভ সময়। এদিন কোনও খারাপ কাজ এড়িয়ে চলুন। যে শুভ কাজই এদিন করবেন, তার তিনগুণ ফল পাবেন আপনি।

 

আর ও পড়ুন    এটিকে মোহনবাগান থেকে সরছেন সৌরভ, কেন?

 

স্টক মার্কেটের ব্যবসার সঙ্গে জড়িতদের বিপুল লাভের সম্ভাবনা এদিন বিনিয়োগে। সোনা ও রুপোতে বিনিয়োগ করাও অত্যন্ত শুভ ফল দেবে এই শুভ দিনে। ধনতেরাসের দিন, সূর্য, মঙ্গল ও বুধ, তুলা রাশিতে থাকবে। বুধ ও মঙ্গলের একই রাশিতে অবস্থান, বিশেষ যোগের সৃষ্টি করবে। অন্যদিকে সূর্য- বুধের একই সঙ্গে অবস্থান তৈরি করবে বুধাদিত্য যোগ। এই যোগকে রাজযোগও বলা যেতে পারে। মূলত তুলা রাশির জাতকদের জন্য এই সময়কাল থাকবে রাজযোগ। বিশেষত যারা ব্যবসায়ী, তাঁদের জন্য অত্যন্ত শুভ সময় এটি। সেজন্যে এদিন বিনিয়োগ কিংবা নতুন পরিকল্পনা বাস্তবায়নে, ব্যবসায়ীরা আগামী দিনে আর্থিকভাবে শক্তিশালী হতে পারেন।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top