ছেলে গ্রেপ্তারের পর থেকে ‘মান্নাত’ ছেড়েছিলেন শাহরুখ খানও, এতদিন কোথায় ছিলেন তিনি? মাদক মামলায় ২৬ দিন কারাভোগের পর গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা ৬টায় নিজের জামিন হওয়ার খবর শুনেছেন এই স্টারকিড। সূত্রের খবর—জামিন হওয়ার খবর শুনে স্বভাবতই খুশি হয়েছেন আরিয়ান। কৃতজ্ঞতা জানিয়েছেন জেল কর্মীদের প্রতি। তবে ছেলে গ্রেপ্তারের পর থেকে ‘মান্নাত’ ছেড়েছিলেন শাহরুখ,
ছেলে আরিয়ান খানের জামিনের পর বলিউড সুপারস্টার শাহরুখ খানের দেখা মিলেছে আইনজীবীদের সঙ্গে। বৃহস্পতিবার সন্ধ্যায় আরিয়ানের পক্ষে মামলা লড়া সতীশ মানশিন্ডে ও তাঁর জুনিয়র আইনজীবীদের সঙ্গে ক্যামেরাবন্দী হন বলিউড বাদশাহ। আরিয়ান মাদককাণ্ডে প্রেপ্তার হওয়ার পর থেকে নিজের বিলাসবহুল মান্নাত বাসভবনে ছিলেন না বলিউড কিং খান। ছেলের জামিনের খবর নিশ্চিত হয়ে গতকাল রাতে মান্নাতে ফিরেছেন তিনি। তবে ঠিক কবে শাহরুখ মান্নাতে ছেড়েছিলেন তা সুনির্দিষ্ট করে জানানো হয়নি সূত্রে। তবে সূত্র মারফত দাবি করা হয়েছে, এতদিন শাহরুখ খান অবস্থান করছিলেন মুম্বাইয়ের ট্রাইডেন্ট হোটেলে।
একই সঙ্গে নিজের বিএমডব্লিউ গাড়ির পরিবর্তে ব্যবহার করেছেন হুন্ডাই ক্রেটা। শাহরুখের এমন অবস্থানের কারণ ভক্ত এবং মিডিয়ার থেকে পরিস্থিতি স্বাভাবিক রাখা। এদিকে, আজও ছাড়া পেলেন না আরিয়ান। কারন বৃহস্পতিবার আরিয়ান খানের জামিন মঞ্জুর করলেও জামিনের বিস্তারিত রায়ের প্রতিলিপি জারি করেনি বম্বে হাইকোর্ট।
আর ও পড়ুন জেলে বন্দি পরিবারদের আর্থিক সহায়তা করার প্রতিশ্রুতি দিয়েছেন শাহরুখ পুত্র
এদিন দুপুর গড়িয়ে যাওয়ার পর সামনে আসে আরিয়ানের জামিনের শর্ত। সেই বেল কনডিশন পূরণ করতে সবরকম ব্যবস্থা আগেভাগেই সাজিয়ে রেখেছিলেন আরিয়ানের আইনজীবীরা। তৈরি ছিল নগদ এক লক্ষ টাকা। সিউরিটি সার্টিফিকেট থেকে সিউরিটি হিসাবে জুহি চাওলার উপস্থিতি, কোনও খামতি ছিল না কিন্তু তা সত্ত্বেও সময়মতো সমস্ত আইনি প্রক্রিয়া সেরে উঠতে পারলেন না সতীশ মানেশিন্ডে। কারাগারের নিয়ম রয়েছে, বিকাল ৫.৩০-টার পর কোনও অভিযুক্তের জামিনের কাগজ গ্রহণ করে না তাঁরা। কারণ সূর্যাস্তের পর বন্দিদের মুক্তি দেওয়ার নিয়ম নেই।
এদিন সময়ের বিরুদ্ধে দৌড়েছেন আরিয়ানের আইনজীবীরা, তবে আর্থার রোড জেলের জমানত বক্স নিয়মমাফিক বন্ধ করে দেওয়া হল বিকাল সাড়ে পাঁচটায়। মুক্তির জন্য শনিবার সকালের অপেক্ষা করতে হবে তাঁকে। শনিবার সকাল ৬টায় ফের খুলবে আর্থার রোড জেলের জমানত বক্স। এরপর জেলের ভিতর জামিনের নির্দিষ্ট প্রক্রিয়া রয়েছে। সেগুলি মেটবার পর শনিবার বেলায় জেল থেকে মন্নতের উদ্দেশে রওনা দেবেন আরিয়ান খান।