মা’কে হারালেন অভিনেত্রী কৌশানি মুখোপাধ্যায়

মা’কে হারালেন অভিনেত্রী কৌশানি মুখোপাধ্যায়

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram
কৌশানি

মা’কে হারালেন অভিনেত্রী কৌশানি মুখোপাধ্যায়। শুক্রবার গভীর রাতে সল্টলেকের এক বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন সঙ্গীতা মুখোপাধ্যায়। মৃত্যুকালে বয়স হয়েছিল ৫৩ বছর। জানা যাচ্ছে, বহুদিন ধরেই কিডনির সমস্যায় ভুগছিলেনঅভিনেত্রীর মা। কিডনির সমস্যা নিয়ে গত ২৩ অক্টোবর কৌশানীর মা ভর্তি হয়েছিলেন শহরের বেসরকারি হাসপাতালে। বেশকিছুদিন আগে তাঁর কিডনি প্রতিস্থাপনও হয়েছিল। পরে ফুসফুসে সংক্রমণও ধরা পড়েছিল।

 

এর আগে তাঁর কিডনি প্রতিস্থাপন হয়েছিল। শেষপর্যন্ত একাধিক অঙ্গ বিকল হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। চিকিৎসকদের চেষ্টা সত্ত্বেও শেষরক্ষা হয়নি। মায়ের মৃত্যুর খবর শুনেই কান্নায় ভেঙে পড়েন কৌশানি। সামলানো যাচ্ছে না তাঁকে। তবে তাঁর পাশেই রয়েছেন অভিনেতা তথা কৌশানির প্রেমিক বনি সেনগুপ্ত। বনির মা পিয়া সেনগুপ্ত জানিয়েছেন, বেশ কিছু শারীরিক সমস্যা ছিল কৌশানির মায়ের।

 

কিডনি ট্রান্সপ্লান্টও হয়েছিল তাঁর। খুব হাসিখুশি ছিলেন সঙ্গীতা। এত অল্প বয়সে এভাবে চলে যাওয়াটা দুঃখজনক বলে জানিয়েছেন তিনি। সবটা মিলিয়ে মাল্টি অর্গ্যান ফেলিওর। মাঝরাতে মারা গিয়েছেন। এখনও ভাবতে পারছি না হাসিখুশি মানুষটা আর নেই। খুব ভাল মানুষ ছিল। তাঁর মতো মানুষের চলে যাওয়া মেনে নেওয়া যায় না।” কৌশানির মানসিক অবস্থার কথা জানাতে গিয়ে পিয়া সেনগুপ্ত জানিয়েছেন, “মেয়েটার কথা ভেবেই আমার বুক কেঁপে উঠছে। এটা কি ওঁর মাকে হারানোর সময়? এতো কাঁদছে মেয়েটা জানিনা কীভাবে সামলাবো! কীভাবে ওর সামনে গিয়ে দাঁড়াবো!

 

আর ও পড়ুন    সাত বছরের নাবালিকা মেয়েকে ধর্ষণের অভিযোগে আটক ১

 

প্রসঙ্গত, টলিপাড়ার বাঙালি অভিনেত্রী কৌশানি মুখোপাধ্যায়, ইতিমধ্যেই দর্শক মনে নিজের জায়গা পাঁকিয়ে নিয়েছেন। তবে ২০১৫ সালে রাজ চক্রবর্তীর ‘পারব না আমি ছাড়তে তোকে’ ছবির হাত ধরে অভিনয় জীবন শুরু করেন কৌশানি মুখোপাধ্যায়। ছবিতে কৌশানির বিপরীতে নায়ক ছিলেন বনি। সেখান থেকেই শুরু হয়েছিল বনি-কৌশানির বন্ধুত্ব।

 

উল্লেখ্য, মা’কে হারালেন অভিনেত্রী কৌশানি মুখোপাধ্যায়। শুক্রবার গভীর রাতে সল্টলেকের এক বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন সঙ্গীতা মুখোপাধ্যায়। মৃত্যুকালে বয়স হয়েছিল ৫৩ বছর। জানা যাচ্ছে, বহুদিন ধরেই কিডনির সমস্যায় ভুগছিলেনঅভিনেত্রীর মা। কিডনির সমস্যা নিয়ে গত ২৩ অক্টোবর কৌশানীর মা ভর্তি হয়েছিলেন শহরের বেসরকারি হাসপাতালে। বেশকিছুদিন আগে তাঁর কিডনি প্রতিস্থাপনও হয়েছিল। পরে ফুসফুসে সংক্রমণও ধরা পড়েছিল।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top