উত্তরাখন্ডে মৃত পর্যটকদের দেহ ফিরল আসানসোলে

উত্তরাখন্ডে মৃত পর্যটকদের দেহ ফিরল আসানসোলে

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram
খুনের

উত্তরাখন্ডে মৃত পর্যটকদের দেহ ফিরল আসানসোলে. জানা গিয়েছে,   উত্তরাখন্ডে দুর্ঘটনায় মৃত রানীগঞ্জ, আসানসোলের তিনজনের দেহ এসে পৌঁছাল পরিবারের কাছে। রাজ্য সরকারের উদ্যোগে দুই মন্ত্রী মলয় ঘটক এবং অরুপ বিশ্বাসের তত্বাবধানে তিনটি দেহ এসে পৌঁছায় শবিবার দুপুর ও বিকেলে। শনিবার দুপুরর  রানীগঞ্জের বামপন্থী শ্রমিক আন্দোলনের নেতা কিশোর ঘটক এবং রানীগঞ্জ টিডিবি কলেজের অধ্যাপিকা চন্দনা খাঁয়ের দেহ পৌঁছাল রানীগঞ্জে।

 

দেহ পৌঁছানোর জন্য তদারকি করেন আসানসোলের রানীগঞ্জ বিধানসভার বিধায়ক তাপস বন্দ্যোপাধ্যায়। দুজনের বাড়িতে দেহ পৌঁছাতেই কান্নার রোল ওঠে। কিশোর বাবুর সঙ্গেই ছিলেন তাঁর ভগ্নী দীপান্বিতা ঘটক। সেদিনের দুর্ঘটনার মর্মান্তিক বিবরণ দিতে গিয়ে তার গলা বুজে আসে বার বার।

 

বিধায়ক তাপস বন্দ্যোপাধ্যায় জানান রাজ্য সরকার উদ্যোগ নিয়ে দেহ গুলিকে ফিরিয়ে আনতে তৎপর হয়েছে। চন্দনা খাঁয়ের দেহ বাড়িতে পৌঁছালে সেখানে উপস্থিত ছিলেন তাপস বন্দ্যোপাধ্যায় নিজে।

 

বাম নেতা কিশোর ঘটককে শ্রদ্ধা জানান প্রাক্তন সাংসদ বংশগোপাল চৌধুরি। তিনি জানান, আন্দোলনের ক্ষেত্রে বড় ক্ষতি হয়ে গেল এই মর্মান্তিক মৃত্যু। কিশোর ঘটকের দেহ নিয়ে রানীগঞ্জে শোক মিছিলও করেন বামেরা।
অন্যদিকে রাজ্যের মন্ত্রী মলয় ঘটকের তত্বাবধানে আসানসোলের মহিশীলায় এসে পৌঁছাল উত্তরাখন্ডে দুর্ঘটনায় নিহত শ্রাবনী চক্রবর্তীর দেহ।

 

আর ও পড়ুন    মন্নতে আগাম দীপাবলি, কেন জানেন?

 

শনিবার বিকেলে মহিশীলা শিমুলতলা এলাকার বাসভবনে নিয়ে যাওয়া হয় শ্রাবনী দেবীর দেহ। কফিন খুলে দেহ বের করতেই কান্নায় আছড়ে পড়েন শ্রাবনী দেবীর পরিবার। শোকে মুহ্যমান হয়ে যায় গোটা মহিশীলা এলাকা।  শ্রাবনী দেবীকে শেষ দেখা দেখতে মানুষের ঢল নামে এলাকায়।

 

উল্লেখ্য,   গত ২১ অক্টোবর আসানসোল,রানীগঞ্জ, দুর্গাপুর থেকে ৩৫ জনের পর্যটক দল দেরাদুন গিয়েছিলেন বেড়াতে। গত ২৭ ফেব্রুয়ারি কৌশানী যাওয়ার পথে বাগেশ্বর জেলায় একটি গাড়ি দুর্ঘটনার কবলে পড়ে। গাড়িতে ১২ জন যাত্রী ছিল। যার মধ্যে ৫ জন যাত্রীর মৃত্যু হয়।

 

উল্লেখ্য, উত্তরাখন্ডে মৃত পর্যটকদের দেহ ফিরল আসানসোলে. জানা গিয়েছে,   উত্তরাখন্ডে দুর্ঘটনায় মৃত রানীগঞ্জ, আসানসোলের তিনজনের দেহ এসে পৌঁছাল পরিবারের কাছে। রাজ্য সরকারের উদ্যোগে দুই মন্ত্রী মলয় ঘটক এবং অরুপ বিশ্বাসের তত্বাবধানে তিনটি দেহ এসে পৌঁছায় শবিবার দুপুর ও বিকেলে। শনিবার দুপুরর  রানীগঞ্জের বামপন্থী শ্রমিক আন্দোলনের নেতা কিশোর ঘটক এবং রানীগঞ্জ টিডিবি কলেজের অধ্যাপিকা চন্দনা খাঁয়ের দেহ পৌঁছাল রানীগঞ্জে।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top