ত্রিপুরায় অভিষেকের হাত ধরে তৃণমূলে ফিরলেন রাজীব বন্দ্যোপাধ্যায়

ত্রিপুরায় অভিষেকের হাত ধরে তৃণমূলে ফিরলেন রাজীব বন্দ্যোপাধ্যায়

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram
রাজীব

ত্রিপুরায় অভিষেকের হাত ধরে তৃণমূলে ফিরলেন রাজীব বন্দ্যোপাধ্যায়। ঘর ওয়াপসি হলো  রাজীব ব্যানার্জির। আগরতলায় অভিষেকের সভায় এদিন তৃণমূলে ফিরলেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী। অভিষেকের থেকে দলীয় পতাকা হাতে তুলে নেন রাজীব। তারপরই অভিষেককে জড়িয়ে ধরেন তিনি।আগামী দিনে ভারতকে যিনি নেতৃত্ব দেবেন তিনি অভিষেক ব্যানার্জি। একমাত্র যুব আইকন তিনি।  অভিষেক ব্যানার্জি আসছে, ত্রিপুরা বিজেপি কাঁপছে, এমনটাই মন্তব্য করেন রাজীব। ভয় তখনই হয় যখন গদি টলমলে হয়।

 

বেশ কিছুদিন ধরেই জোরালো হচ্ছিলো জীব বন্দ্যোপাধ্যায়ের তৃণমূলে প্রত্যাবর্তনের সম্ভাবনা।বহু দিন ধরে তৃণমূলের সঙ্গে থাকার পর, একুশের বিধানসভা নির্বাচনের পূর্বে নাম লিখিয়েছিলেন বিজেপি শিবিরে।মুকুল রায় বিজেপি ছেড়ে তৃণমূলে ফিরে আসার পর দলবদলের সম্ভবনায় যাঁর নাম সবথেকে বেশি চর্চায় সে রাজীব বন্দ্যোপাধ্যায়। রবিবার অর্থাৎ আজ আগরতলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জনসভা। আর এই সভাতেই রাজীব বন্দ্যোপাধ্যায়ের তৃণমূলে প্রত্যাবর্তন ঘটলো।

 

ছিলেন এ রাজ্যের মন্ত্রী, শাসক দলের একদা দাপুটে নেতা। কিন্তু বিধানসভা ভোটের আগে সেই দাপুটে নেতাই নাম লিখিয়েছিলেন বিজেপিতে। ভোটেও দাঁড়িয়েছিলেন। কিন্তু নিজের পুরনো কেন্দ্র ডোমজুড় থেকেই পুরনো দলের কাছে হেরে যান তিনি। তারপর থেকেই ফের তৃণমূলে ফেরার চেষ্টা চালাচ্ছিলেন বলে গুঞ্জন। কিন্তু আপত্তি উঠছিল দলের অন্দরেই।

 

শেষমেশ সেই অপেক্ষা শেষ হলো  রাজ্যের প্রাক্তন বনমন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায়ের। তৃণমূলে সূত্রে খবর, পুরনো দলে রাজীবের ফিরে আসাটা এ রাজ্যে হচ্ছে না। তা হতে চলেছে তৃণমূলের নতুন টার্গেট ত্রিপুরায়। শাসক দলের অন্দরে গুঞ্জন, রবিবার ত্রিপুরায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সভাতেই তৃণমূলে ফিরতে চলেছেন রাজীব বন্দ্যোপাধ্যায়। সূত্রের খবর, তৃণমূল শীর্ষ নেতৃত্বের থেকে ইতিবাচক ইঙ্গিত পেয়েই শনিবার ত্রিপুরা এসেছেন রাজীব।

 

আর ও পড়ুন    সীমান্তের গ্রামে আজও পূজিত হন খয়রা কালী

 

দীর্ঘ টানাপোড়েনের পর আজ, রবিবার ত্রিপুরার রাজধানী আগরতলার রবীন্দ্র ভবনের সামনেই সভা করবেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। আর অভিষেক বন্দ্যোপাধ্যায় ত্রিপুরায় পৌঁছনোর অনেক আগেই সেখানে পৌঁছে গিয়েছেন বিজেপি নেতা রাজীব বন্দ্যোপাধ্যায়। প্রসঙ্গত, বিধানসভা ভোটের ফলপ্রকাশের পর থেকেই বিজেপির অন্দরে বেসুরো রাজীব। দলের সঙ্গে তাঁর যেমন কোনও যোগাযোগও নেই, তেমনি নানা সময় তাঁর ফেসবুক পোস্ট বরং গেরুয়া শিবিরের অস্বস্তি বাড়িয়েছে।

 

তা সত্ত্বেও এহেন রাজীবকেই সম্প্রতি বিজেপি-র জাতীয় কর্মসমিতির আমন্ত্রিত সদস্য করা হয়েছে। এই প্রেক্ষাপটে স্বভাবতই রাজনৈতিক মহলে প্রবল কৌতূহল, বিজেপি-র বিড়ম্বনা আরও বাড়িয়ে রাজীবের তৃণমূলে প্রত্যাবর্তন কবে? তৃণমূল সূত্রে খবর, সেই দিনটি হতে চলেছে রবিবারই। হলও তাই।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top