বর্ধমানে তিন জনের রহস্য মৃত্যু, এলাকায় চাঞ্চল্য। তিন জনের রহস্যজনকভাবে মৃত্যুর ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়াল পূর্ব বর্ধমান জেলার মন্তেশ্বর থানার খাঁদরা এলাকায়। পুলিশ জানিয়েছে মৃতের নাম উৎপল চট্টোপাধ্যায়(৪৫), মালবিকা চক্রবর্তী(৫০) ও কৌশিক চক্রবতী(২২)।
মৃতদের মধ্যে মালবিকাদেবীর ভাই উৎপল ও ও ছেলে কৌশিক। মালবিকা এবং কৌশিকের দেহ বাড়ির একটি ঘরের খাটের মধ্যে শোয়া অবস্থায় ছিল এবং অন্যজন উৎপলের দেহ পাশের ঘরে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করা হয়। উৎপল চট্টোপাধ্যায়ের বাড়ি নাদনঘাট থানার দীকপাড়ায়। মন্তেশ্বর থানার কাঁন্দারায় বেশ কয়েক বছর ধরেই দিদির কাছেই ছিলেন। কীভাবে এই মৃত্যুর ঘটনা ঘটলো তা নিয়ে সন্দেহ দেখা দিয়েছে।
আর ও পড়ুন পুরুলিয়ায় দেড়শোর বেশী পরিবার তৃণমূলে যোগ দিলেন
রবিবার সকালে বেলা পর্যন্ত বাড়ির দরজা না খোলায় প্রতিবেশীরা সিভিক পুলিশকে সঙ্গে নিয়ে দরজা ভাঙলে দুটি ঘরে দেহগুলি কে দেখতে পায়। দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কালনা মহকুমা হাসপাতালে পাঠিয়েছে মন্তেশ্বর থানার পুলিশ। কিভাবে মৃত্যু হলো পুলিশ খতিয়ে দেখছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।
উল্লেখ্য, বর্ধমানে তিন জনের রহস্য মৃত্যু, এলাকায় চাঞ্চল্য। তিন জনের রহস্যজনকভাবে মৃত্যুর ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়াল পূর্ব বর্ধমান জেলার মন্তেশ্বর থানার খাঁদরা এলাকায়। পুলিশ জানিয়েছে মৃতের নাম উৎপল চট্টোপাধ্যায়(৪৫), মালবিকা চক্রবর্তী(৫০) ও কৌশিক চক্রবতী(২২)। মৃতদের মধ্যে মালবিকাদেবীর ভাই উৎপল ও ও ছেলে কৌশিক। মালবিকা এবং কৌশিকের দেহ বাড়ির একটি ঘরের খাটের মধ্যে শোয়া অবস্থায় ছিল এবং অন্যজন উৎপলের দেহ পাশের ঘরে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করা হয়।
উৎপল চট্টোপাধ্যায়ের বাড়ি নাদনঘাট থানার দীকপাড়ায়। মন্তেশ্বর থানার কাঁন্দারায় বেশ কয়েক বছর ধরেই দিদির কাছেই ছিলেন। কীভাবে এই মৃত্যুর ঘটনা ঘটলো তা নিয়ে সন্দেহ দেখা দিয়েছে। রবিবার সকালে বেলা পর্যন্ত বাড়ির দরজা না খোলায় প্রতিবেশীরা সিভিক পুলিশকে সঙ্গে নিয়ে দরজা ভাঙলে দুটি ঘরে দেহগুলি কে দেখতে পায়। দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কালনা মহকুমা হাসপাতালে পাঠিয়েছে মন্তেশ্বর থানার পুলিশ। কিভাবে মৃত্যু হলো পুলিশ খতিয়ে দেখছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।