কালীপুজোর উদ্বোধনে গিয়ে কি বললেন মমতা। আজ কালীপুজোর শুভ সূচনা করলেন মমতা ব্যানার্জী। এদিন ফের একবার কংগ্রেসের বিরুদ্ধে সরব মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন তিনি বলেন, ‘কংগ্রেসের উপর ভরসা করা যায় না।’ BJP বিরোধী আন্দোলনে কংগ্রেসের উপর ভরসা করে নয়, বরং একক লড়াইয়ের পথেই হাঁটছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার কার্যত সেই বার্তাই দিলেন নেত্রী। এদিন জানবাজারে কালীপুজোর শুভ সূচনা করেন তিনি। সেখানেই জানিয়ে দেন, করোনা বিধি মেন উৎসব পালনের কথা।
পাশাপাশি কালীপুজো-দীপাবলি ও ছটপুজোয় নাইট কার্ফু না থাকলেও মানুষ যাতে সচেতন থাকেন সেই আর্জি জানান মুখ্যমন্ত্রী। গত সপ্তাহে পশ্চিম ভারতের ছোট্ট রাজ্যটিতেও গিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে গিয়ে ফের একবার বিজেপির বিরুদ্ধে ঐকবদ্ধভাবে লড়ার জন্য আঞ্চলিক দলগুলিকে আহ্বান জানিয়েছিলেন মমতা বন্দ্য়োপাধ্যায়। তবে সৈকত রাজ্য থেকে ফিরে কংগ্রেসের প্রতি নিজের ক্ষোভ উগরে দিলেন তৃণমূল নেত্রী। কংগ্রেস ছেড়ে তৃণমূল কংগ্রেস গঠন করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেই অতীত সকলেরই জানা।
আর ও পড়ুন সাতদিনের জন্য নিষিদ্ধ তসলিমার ফেসবুক , কেন?
কিন্তু কেন কংগ্রেস ছেড়েছিলেন তিনি? কালীপুজোর উদ্বোধন করতে গিয়ে সেকথা স্পষ্ট করলেন মমতা। জানিয়ে দিলেন, মানুষের সঙ্গে প্রতারণ করছিল কংগ্রেস। গ্যাসের দাম বাড়াচ্ছিল কংগ্রেস। সেই কারণেই কংগ্রেসের সঙ্গে জোট ছাড়তে হয়েছিল। কংগ্রেসের উপরর নির্ভর করা যায় না। তাঁর দাবি, ‘আমরা চাই না ভোট ভাগাভাগি হোক। বিজেপি-কংগ্রেস একে অপরের সঙ্গে সমঝোতা করছে।’ উত্তরপ্রদেশ থেকে ত্রিপুরা, অসম সবখানেই বাধার মুখে পড়তে হচ্ছে তৃণমূলের নেতা-কর্মীদের। এমনকি গোয়াতে তাঁর পোস্টারে কালো রং লাগানো হয়েছিল। কালো পতাকা দেখান হয়েছে বাংলার মুখ্যমন্ত্রীকে। অথচ কংগ্রেসের সঙ্গে এমনটা হচ্ছে না। অভিযোগ তৃণমূলনেত্রীর।
পাশাপাশি BJP নিয়েও এদিন সুর চড়ান তৃণমূল সুপ্রিমো। মমতা বলেন, ‘এই লড়াইটা আমরা অনেকদিন ধরে লড়ছি। যারা এভাবে গ্যাস-পেট্রোলের দাম বাড়ায় তাঁদের পাশে থাকা যাবে না। ত্রিপুরায় গেলেই মাথা ফাটাচ্ছে, উত্তরপ্রদেশে কাউকে ঢুকতে দেবে না। গোয়ায় আমাকে কালো পতাকা দেখাচ্ছে, গো-ব্যাক বলেছে। আমি বলছি তোমাদের বিদায় জানাব।
উল্লেখ্য, কালীপুজোর উদ্বোধনে গিয়ে কি বললেন মমতা। আজ কালীপুজোর শুভ সূচনা করলেন মমতা ব্যানার্জী। এদিন ফের একবার কংগ্রেসের বিরুদ্ধে সরব মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন তিনি বলেন, ‘কংগ্রেসের উপর ভরসা করা যায় না।’ BJP বিরোধী আন্দোলনে কংগ্রেসের উপর ভরসা করে নয়, বরং একক লড়াইয়ের পথেই হাঁটছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার কার্যত সেই বার্তাই দিলেন নেত্রী। এদিন জানবাজারে কালীপুজোর শুভ সূচনা করেন তিনি। সেখানেই জানিয়ে দেন, করোনা বিধি মেন উৎসব পালনের কথা।