উপ নির্বাচনের ফল ঘোষণা, চার কেন্দ্রেই এগিয়ে তৃণমূল । শনিবার রাজ্যের চার বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন শেষে আজ মঙ্গলবার ফল ঘোষণা হচ্ছে। এই বিধানসভাগুলি হল উত্তর ২৪ পরগনার খড়দহ, নদিয়ার শান্তিপুর, কোচবিহারের দিনহাটা এবং দক্ষিণ ২৪ পরগনার গোসাবা। গত বিধানসভা ভোটে দিনহাটা ও শান্তিপুরে জিতেছিলেন বিজেপির দুই সাংসদ প্রার্থী। তবে সাংসদ পদ রাখতে ইস্তফা দেন তাঁরা। বিধায়কের মৃত্যুর কারণে ভোটগ্রহণ হচ্ছে খড়দহ ও গোসাবায়। গত বিধানসভা ভোটের নিরিখে ফল ২-২। এটাই ৪-০ করার আশা তৃণমূলের।
উত্তর ২৪ পরগনার খরদা বিধানসভা আসনে তৃণমূল কংগ্রেসের প্রার্থী হয়েছেন শোভনদেব চট্টোপাধ্যায়। তাঁর বিরুদ্ধে বাম প্রার্থী দেবজ্যতি দাস। তিনি গত নির্বাচনেও প্রার্থী হন কাজল সিনহার বিরুদ্ধে। বিজেপি এই আসনে প্রার্থী করেছে জয় সাহা কে।
কোচবিহারের দিনহাটা কেন্দ্রে তৃণমূলের প্রার্থী হয়েছেন উদয়ন গুহ। বিজেপি এই আসনে প্রার্থী করেছে অশোক মণ্ডল কে। বামেরা এই আসনে প্রার্থী করেছে উদয়ন গুহর প্রাক্তন সতীর্থ এবং ফরওয়ার্ড ব্লকের নেতা আব্দুর রউফ কে।
নদিয়ার শান্তিপুর আসনে তৃণমূলের প্রার্থী করেছে ব্রজকিশোর গোস্বামী কে। তাঁর বিরুদ্ধে বিজেপির প্রার্থী নিরঞ্জন বিশ্বাস এবং বাম প্রার্থী সৌমেন মাহাত। দক্ষিন ২৪ পরগনার গোসাবা কেন্দ্রে তৃণমূলের টিকিটে লড়বেন সুব্রত মণ্ডল। এই আসনে বিজেপি প্রার্থী পলাশ রাহা এবং বাম প্রার্থী আরএসপি থেকে অনিল চন্দ্র মণ্ডল।
আর ও পড়ুন মৎস্যজীবীদের নৌকোয় ঝাঁপ রয়্যালবেঙ্গলের, তারপর…
গোসাবা উপনির্বাচনের ভোট গণনা আজ ক্যানিং বঙ্কিম সরদার কলেজে। দিনহাটা উপনির্বাচনের ভোট গণনা দিনহাটা কলেজে। কড়া প্রশাসনিক নিরাপত্তার ঘেরাটোপে রানাঘাট কলেজ। নদীয়ার শান্তিপুর বিধান সভার উপনির্বাচনের ভোট গননা হবে এখানে। শান্তিপুর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের গণনা কেন্দ্রের বাইরে কঠোর পুলিশি নিরাপত্তার ব্যাবস্থা করা হয়েছে।
প্রাথমিকভাবে জানা গিয়েছে, এই চার কেন্দ্রেই আপাতত এগিয়ে রয়েছে তৃণমূ; গোসাবা ও দিনহাটা কেন্দ্রে বড়ো ব্যাবধানে এগিয়ে রয়েছেন তৃণমূল প্রার্থীরা।
উল্লেখ্য, উপ নির্বাচনের ফল ঘোষণা, চার কেন্দ্রেই এগিয়ে তৃণমূল । শনিবার রাজ্যের চার বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন শেষে আজ মঙ্গলবার ফল ঘোষণা হচ্ছে। এই বিধানসভাগুলি হল উত্তর ২৪ পরগনার খড়দহ, নদিয়ার শান্তিপুর, কোচবিহারের দিনহাটা এবং দক্ষিণ ২৪ পরগনার গোসাবা। গত বিধানসভা ভোটে দিনহাটা ও শান্তিপুরে জিতেছিলেন বিজেপির দুই সাংসদ প্রার্থী। তবে সাংসদ পদ রাখতে ইস্তফা দেন তাঁরা। বিধায়কের মৃত্যুর কারণে ভোটগ্রহণ হচ্ছে খড়দহ ও গোসাবায়। গত বিধানসভা ভোটের নিরিখে ফল ২-২। এটাই ৪-০ করার আশা তৃণমূলের।